Samakal:
2025-07-31@07:22:21 GMT

হার্পার লি’র নতুন বই

Published: 6th, March 2025 GMT

হার্পার লি’র নতুন বই

বিশ্বখ্যাত লেখক হার্পার লি’র প্রবন্ধ ও ছোটগল্পের নতুন বই প্রকাশিত হবে আগামী ২১ অক্টোবর। ৮৯ বছরের জীবনকালে তিনি মাত্র দুটি উপন্যাস প্রকাশ করেছিলেন। এখন গল্প ও প্রবন্ধের এই নতুন সংগ্রহ মরণোত্তরভাবে তাঁর বইয়ের তালিকায় যুক্ত হবে। ‘দ্য ল্যান্ড অব সুইট ফরএভার: স্টোরিজ অ্যান্ড এজেস’ নামে এই সংগ্রহ অক্টোবরে প্রকাশিত হবে এবং এতে আটটি ছোটগল্প অন্তর্ভুক্ত রয়েছে, যা একজন তরুণ লি তাঁর প্রিয় ‘টু কিল আ মকিংবার্ড’-এর ওপর আলোকপাত করার আগে লিখেছিলেন।
গল্পগুলো আলাবামা থেকে নিউইয়র্ক সিটি পর্যন্ত বিস্তৃত এবং রাজনীতি, সাম্য, শিল্প এবং আমেরিকান দক্ষিণের মতো বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করবে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে জানা যায়, টাইপ স্ক্রিপ্টগুলো ২০১৬ সালে লির মৃত্যুর পর তাঁর নিউইয়র্ক সিটির অ্যাপার্টমেন্টে আবিষ্কৃত হয়েছিল।
‘হার্পার লির বেঁচে থাকা পরিবারের সদস্যদের একজন হিসেবে আমি জানি যে,  এই প্রবন্ধগুলো এবং বিশেষ করে ছোটগল্প, আমরা জানতাম যে এসবের অস্তিত্ব ছিল কিন্তু সম্প্রতি আবিষ্কৃত হয়েছে, পাওয়া গেছে এবং প্রকাশিত হচ্ছে,’ প্রয়াত লেখকের ভাগনে, ডক্টর এডউইন কোনার মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন।
তিনি আরও বলেন, ‘তিনি কেবল আমাদের প্রিয় খালা ছিলেন না, একজন মহান আমেরিকান লেখক ছিলেন এবং আমরা কখনোই খুব বেশি জানতে পারি না যে তিনি কীভাবে সেই শীর্ষে এসেছিলেন।’ 
লি, যিনি ২০১৬ সালে ৮৯ বছর বয়সে মারা যান। ‘টু কিল আ মকিংবার্ড’-এর পরে কোনো নতুন, পূর্ণদৈর্ঘ্যের বই প্রকাশ করেননি। ২০১৫ সালে তিনি ‘মকিংবার্ড’-এর প্রাথমিক খসড়া ‘গো সেট এ ওয়াচম্যান’-এর মুক্তির অনুমোদন দেন। v

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরো পড়ুন:

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু 

ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • রাবিতে আ.লীগ ট্যাগ দিয়ে চিকিৎসা কর্মীকে বিবস্ত্র করে মারধর
  • ইরানের সঙ্গে সংঘাত: ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিতে সৌদি সরকারকে অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র
  • সিরিজের শেষ ম্যাচে নেই স্টোকস, দায়িত্বে পোপ
  • সব্যসাচী কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ও শিল্পের মেলবন্ধন ঘটিয়েছেন
  • স্কিন ব্যাংকে পর্যাপ্ত ত্বক থাকলে ৪০ শতাংশের বেশি দগ্ধ রোগীকেও বাঁচানো যায়
  • রাগ নিয়ন্ত্রণে হাদিসের ৭ উপদেশ
  • চুলে গুঁজে দিলেন ৭১১ গলফ ‘টি’
  • বাবা হারালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
  • ‘নতুন একটি দলের কয়েকজন মহারথী’ বলার পর বক্তব্য বদলালেন উপদেষ্টা মাহফুজ আলম
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু