পল্লবী থানায় ঢুকে যুবকের হামলা, ওসিসহ আহত ৩
Published: 11th, March 2025 GMT
রাজধানীর পল্লবী থানায় ঢুকে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক।
এ ঘটনায় পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম এবং এএসআই (সশস্ত্র) মো. নাসির আহত হয়েছেন। হামলাকারী ফাহিমসহ মোট চার যুবককে আটক করেছে পুলিশ।
পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আহত অবস্থায় এএসআই মো.
আরো পড়ুন:
চট্টগ্রামে হেলমেট চোরে অতিষ্ঠ বাইকাররা, গ্রেপ্তার ২
ছদ্মবেশে নারীদের উত্ত্যক্ত করা যুবক আটক
সোমবার (১০ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ হামলার ঘটনা ঘটে।
ওসি নজরুল ইসলাম জানান, রাত দুইটার কিছু আগে এক যুবক থানায় এসে জানায়, এই এলাকায় একটি মার্ডার হয়েছে, পুলিশ তা জানে কি না? উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। এরপর ওই যুবক দাবি করে, পুলিশ ঘটনাটি লুকোচুরি করছে এবং জানায়, ডিউটি অফিসার এ ঘটনা জানে।
এরপর ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যাওয়া পর ওই যুবকের পরিচয় জানতে চাওয়া হয়। তারপরই তিনি ওসিকে মারধর শুরু করেন।এএসআই নাসির তাকে থামাতে গেলে যুবকের আঘাতে তার আঙুল ভেঙে যায়।এরপর সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম আসলে যুবকটি তার কপালে ঘুসি মেরে কপাল ফুলিয়ে দেয়। পরে তাকে আটক করা হয়।
আটকের পর ফাহিম জানায়, বাইরে একটি গাড়িতে আরো ৩ জন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানান, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছেন। পরে ওই ৩ জনকেও থানায় আনা হয়।
ঢাকা/এমআর/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল ইসল ম অফ স র
এছাড়াও পড়ুন:
চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।
আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।
আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।
সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।