উইন্ডোজ ১০–এর সমর্থন শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে। ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর এই অপারেটিং সিস্টেমের জন্য আর কোনো সফটওয়্যার হালনাগাদ, নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা দেবে না মাইক্রোসফট। তাই ব্যবহারকারীদের দ্রুত উইন্ডোজ ১১–তে হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের সতর্ক করতে একটি ই–মেইল পাঠিয়েছে মাইক্রোসফট। এতে জানানো হয়েছে, যাঁদের কম্পিউটার উইন্ডোজ ১১ চালানোর উপযোগী নয়, তাদের নতুন হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। অন্যথায় নিরাপত্তাহীন একটি অপারেটিং সিস্টেম ব্যবহারের ঝুঁকি নিতে হবে।

মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালের ১৪ অক্টোবরের পর থেকে উইন্ডোজ ১০-এর জন্য আর কোনো বিনা মূল্যের সফটওয়্যার হালনাগাদ, কারিগরি সহায়তা বা নিরাপত্তা সংশোধনী পাওয়া যাবে না। তবে এর অর্থ এই নয়, ওই সময়ের পর কম্পিউটার বন্ধ হয়ে যাবে। উইন্ডোজ ১০ চালু থাকবে, কিন্তু মাইক্রোসফটের কোনো ধরনের নিরাপত্তা সুরক্ষা আর পাওয়া যাবে না। ফলে সাইবার আক্রমণসহ অন্যান্য নিরাপত্তাঝুঁকির শিকার হওয়ার আশঙ্কা বেড়ে যাবে। যাঁদের কম্পিউটার উইন্ডোজ ১১ সমর্থন করে না, তাঁদের জন্য মাইক্রোসফট পুরোনো কম্পিউটার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। এ ছাড়া নতুন কম্পিউটার কেনার কথাও বলা হয়েছে।

উইন্ডোজ ১১ সম্পর্কে মাইক্রোসফট জানিয়েছে, এটি এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে নিরাপদ উইন্ডোজ সংস্করণ। এতে আধুনিক অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ও উন্নত ইন্টারনেট নিরাপত্তাসহ বিভিন্ন সুরক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

যাঁরা আপাতত উইন্ডোজ ১০ ব্যবহার করতে চান, তাঁদের জন্য ফাইল ব্যাকআপ রাখার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি বলছে, উইন্ডোজ ১০ ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীদের প্রয়োজনীয় ফাইল ‘ওনড্রাইভ’-এ ব্যাকআপ রাখা উচিত। ফলে বিভিন্ন যন্ত্র থেকে সহজেই সেগুলো ব্যবহার করা যায়। নিরাপত্তাঝুঁকি কমাতে এক বছর মেয়াদি নিরাপত্তা হালনাগাদ কেনার সুযোগ রেখেছে মাইক্রোসফট। এই হালনাগাদ পেতে ৩০ মার্কিন ডলার ফি দিতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, ২০১৮ সালের আগে তৈরি বেশির ভাগ কম্পিউটারে উইন্ডোজ ১১ চালানোর জন্য প্রয়োজনীয় ‘টিপিএম ২.

০’ মডিউল নেই। ফলে এসব ডিভাইসে সরাসরি উইন্ডোজ ১১-এ হালনাগাদ করা সম্ভব নয়। অলাভজনক সংস্থা ‘পাবলিক ইন্টারেস্ট রিসার্চ গ্রুপ’ (পিআইআরজি) জানিয়েছে, উইন্ডোজ ১০-এর সমর্থন শেষ হলে প্রায় ১০০ কোটি কম্পিউটার পুরোনো অপারেটিং সিস্টেমে আটকে পড়বে। এ অবস্থায় ব্যবহারকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরাপত্তাঝুঁকি মোকাবিলা করা। বিশ্বব্যাপী এখনো বেশির ভাগ ব্যবহারকারী উইন্ডোজ ১০ ব্যবহার করছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত স্ট্যাট কাউন্টারের তথ্যানুসারে, বিশ্ববাজারে উইন্ডোজ ১০-এর বাজার দখল এখনো ৫৮ শতাংশ। অন্যদিকে উইন্ডোজ ১১-এর বাজার শেয়ার ৩২ শতাংশ।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র কর র র পর র জন য

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • সিটা প্রকল্প যথাযথ পরিমার্জনের আহ্বান
  • লাইটবার খুলে পড়ার আশঙ্কায় টেসলার সাইবারট্রাকের ১০ শতাংশ গাড়ি প্রত্যাহার
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা