২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি কয়েকজন তরুণের হাত ধরে যাত্রা শুরু করে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)। মানসম্মত শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা ও স্নাতক গবেষণা সংস্কৃতির প্রসারে কাজ করে এই সংগঠন। প্রথম দিকে তাদের এই কার্যক্রম ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ। ক্লাবের সদস্যরা ফেসবুক গ্রুপে উচ্চশিক্ষাবিষয়ক তথ্য দিতেন। পরে নিজেরাই তা শেয়ার করতেন। ২০২২ সালে ‘জামাল নজরুল ইসলাম ন্যাশনাল কনফারেন্স’ আয়োজনের মাধ্যমে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি মূলধারার সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল হোসেন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সঠিক তথ্যের অভাব। এটি নিরসনে শুরু থেকেই কাজ করছি আমরা।’ সংগঠনটি বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে বিশ্বের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাপদ্ধতি, বৃত্তির খবর, প্রয়োজনীয় তথ্যাবলি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়। তাদের আরও একটি উদ্যোগ হলো ‘স্কলার্স রিসেপশন’। যেখানে উচ্চশিক্ষার জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুনবিদেশে উচ্চশিক্ষার পথ দেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ক্লাব০৯ মার্চ ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণা উৎসব থেকে শুরু করে টেডএক্স চিটাগং ইউনিভার্সিটি, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, স্কলারস রিসেপশন—নানা আয়োজনের সঙ্গেই রয়েছে সিইউআরএইচএস। এসব কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক মিলেছে বিজ্ঞান সংগঠনের স্বীকৃতি।

বর্তমানে তাদের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন ৯৮ হাজারের বেশি সদস্য। অনুসারী আছেন আরও ৪৮ হাজার, যাঁদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রসায়ন বিভাগের শিক্ষক কাবেরী দাশ বলেন, ‘আমাদের কার্যক্রমগুলো প্রায় এক লাখ শিক্ষার্থী ও আট শর বেশি গবেষকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রয়োজনীয় তথ্যসূত্র পেয়ে তাঁরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন, পিএইচডি করছেন। আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই বিষয়গুলোই আমাদের বড় প্রাপ্তি।’

আরও পড়ুনচট্টগ্রাম থেকে গিয়ে কীভাবে যুক্তরাষ্ট্রের একটি শহরের মেয়র হলেন তৈয়ব১২ অক্টোবর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ভ র স ট

এছাড়াও পড়ুন:

ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কর্মসূচি নিয়ে সংবাদ প্রকাশের জেরে সংগঠনটির দেওয়া বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

সোমবার (২৮ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ডুজার সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি ও সাধারণ সম্পাদক মাহাদী হাসান ছাত্রদলের এমন বিবৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিভিন্ন মহল থেকে চাপ প্রয়োগ করে বিভিন্ন সময়ে সংবাদ সরিয়ে নেওয়া, বিবৃতিতে সংবাদকর্মীদের নিয়ে আপত্তিকর শব্দচয়নের মতো আচরণকে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ বলে দাবি করেছে ডুজা।

আরো পড়ুন:

ঢাবিতে পাণ্ডুলিপিবিষয়ক কর্মশালা শুরু

ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিইএ পরিচালকের সাক্ষাৎ

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদলের কর্মসূচি নিয়ে ‌‘আওয়ামী এমপিকে পুনর্বাসন/ভাগ বাটোয়ারা দ্বন্দ্বে জাবিতে ভ্যাকসিন কর্মসূচি স্থগিত’ শিরোনামে জাগোনিউজ২৪.কম-এ সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদকে ঘিরে একটি বিবৃতি দেয় কেন্দ্রীয় ছাত্রদল। যেখানে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ কিছু শব্দচয়ন করে সংগঠনটি।

বিবৃতিতে ডুজা নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকতার নীতি-নৈতিকতা মেনে নিউজ করার পরেও দু’একটি গণমাধ্যমের উপর ছাত্রদলের প্রভাব খাটিয়ে সংবাদ সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি। গত ৫ আগস্টের পর নতুন বাংলাদেশে গণমাধ্যমের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়।

বিবৃতিতে আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের আকাঙ্ক্ষা ছিল সংবাদ মাধ্যমে উঠে আসা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন। কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করলে নিয়ম অনুযায়ী প্রতিকার চাইবেন। কিন্তু ছাত্রদলের এ ধরনের আচরণ আমাদের সে আকাঙ্ক্ষাকে আশাহত করেছে।

ডুজা নেতৃবৃন্দ বলেন, প্রতিবেদন প্রকাশের পর জাগোনিউজ২৪.কম-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈকত ইসলামকে ‘সময়ের আলো’র স্টাফ রিপোর্টার সাব্বির আহমেদ নামে একজন ফোন দিয়ে চাপ প্রয়োগেরও নিন্দা জানাই।

নেতৃবৃন্দ সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃক সাব্বির আহমেদের অপেশাদার ও অনৈতিক আচরণের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ধর্ষকদের শাস্তির দাবিতে তিতুমীরে মানববন্ধন
  • রাজধানীতে পরপর তিন দিনে তিন জনসমাবেশ
  • প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ইনভেস্টর অ্যাসোসিয়েশনের চিঠি
  • ছাত্রদলের দেওয়া বিবৃতি গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি: ডুজা