২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি কয়েকজন তরুণের হাত ধরে যাত্রা শুরু করে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস)। মানসম্মত শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষা ও স্নাতক গবেষণা সংস্কৃতির প্রসারে কাজ করে এই সংগঠন। প্রথম দিকে তাদের এই কার্যক্রম ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ। ক্লাবের সদস্যরা ফেসবুক গ্রুপে উচ্চশিক্ষাবিষয়ক তথ্য দিতেন। পরে নিজেরাই তা শেয়ার করতেন। ২০২২ সালে ‘জামাল নজরুল ইসলাম ন্যাশনাল কনফারেন্স’ আয়োজনের মাধ্যমে চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি মূলধারার সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য ইকবাল হোসেন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সঠিক তথ্যের অভাব। এটি নিরসনে শুরু থেকেই কাজ করছি আমরা।’ সংগঠনটি বিভিন্ন সেমিনার, কর্মশালা ও ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে বিশ্বের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষাপদ্ধতি, বৃত্তির খবর, প্রয়োজনীয় তথ্যাবলি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়। তাদের আরও একটি উদ্যোগ হলো ‘স্কলার্স রিসেপশন’। যেখানে উচ্চশিক্ষার জন্য বৃত্তিপ্রাপ্ত শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

আরও পড়ুনবিদেশে উচ্চশিক্ষার পথ দেখায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ক্লাব০৯ মার্চ ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গবেষণা উৎসব থেকে শুরু করে টেডএক্স চিটাগং ইউনিভার্সিটি, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড, স্কলারস রিসেপশন—নানা আয়োজনের সঙ্গেই রয়েছে সিইউআরএইচএস। এসব কাজের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃক মিলেছে বিজ্ঞান সংগঠনের স্বীকৃতি।

বর্তমানে তাদের ফেসবুক গ্রুপে যুক্ত আছেন ৯৮ হাজারের বেশি সদস্য। অনুসারী আছেন আরও ৪৮ হাজার, যাঁদের অধিকাংশই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির সভাপতি ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের রসায়ন বিভাগের শিক্ষক কাবেরী দাশ বলেন, ‘আমাদের কার্যক্রমগুলো প্রায় এক লাখ শিক্ষার্থী ও আট শর বেশি গবেষকের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। প্রয়োজনীয় তথ্যসূত্র পেয়ে তাঁরা উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন, পিএইচডি করছেন। আমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। এই বিষয়গুলোই আমাদের বড় প্রাপ্তি।’

আরও পড়ুনচট্টগ্রাম থেকে গিয়ে কীভাবে যুক্তরাষ্ট্রের একটি শহরের মেয়র হলেন তৈয়ব১২ অক্টোবর ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউন ভ র স ট

এছাড়াও পড়ুন:

ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র আন্দোলন ‘সরকারি আশ্বাসে’ স্থগিত

ভোলায় গ্যাস ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে চলমান ছয় দফা আন্দোলন স্থগিত করেছে ‘আমরা ভোলাবাসী’। সরকারি আশ্বাসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন নেতারা।

সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্যসচিব ও আমরা ভোলাবাসীর জ্যেষ্ঠ নির্বাহী সদস্য রাইসুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হক, বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিন বিল্লাহ, ভোলা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামী আন্দোলনের ভোলা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ভোলা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. কামাল হোসেন ও আমরা ভোলাবাসীর সদস্যসচিব মীর মোশাররফ হোসেন।

লিখিত বক্তব্যে বলা হয়, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহারের দাবিসহ ছয় দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। সরকারের সঙ্গে একাধিক বৈঠকের মাধ্যমে দাবি আদায়ে অগ্রগতি হয়েছে।

আমরা ভোলাবাসীর দাবির মধ্যে রয়েছে, ভোলায় মেডিকেল কলেজ স্থাপন, বিদ্যমান ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসার সুবিধা নিশ্চিত করা, ভোলা–বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সরবরাহ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন ও নদীভাঙন প্রতিরোধ।

সংগঠনটি জানায়, আন্দোলনের আগে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটিতে মাত্র আট চিকিৎসক কর্মরত ছিলেন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জন। আরও চিকিৎসক, নার্স ও যন্ত্রপাতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বলা হয়েছে, ভবিষ্যতে নতুন মেডিকেল কলেজ হলে, সেটি ভোলায় হবে। ভোলা–বরিশাল সেতু নির্মাণের ক্ষেত্রেও ফিজিবিলিটি স্টাডি ও নকশা সম্পন্ন হয়েছে এবং ২০২৬ সালের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

সার কারখানা ও ইপিজেড স্থাপনের জন্য জমি নির্বাচন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন নেতারা। গ্যাস–সংযোগের বিষয়ে জানানো হয়, সুন্দরবন গ্যাস কোম্পানিকে ডিমান্ড নোট জমা দেওয়া ২ হাজার ১৪৫ গ্রাহককে গ্যাস–সংযোগ দেওয়া হবে এবং ন্যায্যমূল্যে ২০ হাজার সিলিন্ডার বিতরণ করা হবে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই মাসের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্নীতিবাজ রাজনীতিবিদদের থেকে তরুণদের দূরে থাকতে হবে: মজিবুর রহমান
  • শিশু নাঈমের পাশে ইবি ক্রিকেট ক্লাব
  • ছয় দফা দাবিতে ‘আমরা ভোলাবাসী’র আন্দোলন ‘সরকারি আশ্বাসে’ স্থগিত