মাথা ঘোরার সমস্যা হলে কেন চেকআপ করা জরুরি
Published: 19th, April 2025 GMT
মাথা ঘোরার সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গেলে সাধারণত জানতে চান, মাথা ঘোরা কখন শুরু হয়, কতক্ষণ ধরে আছে। দিনের বা রাতের ঠিক কখন মাথা ঘোরা বেশি হয়। অথবা কোনো কাজ বেশি করলে মাথা ঘোরা বাড়ে, মাথা ঘোরা কোনো কাজ বা অ্যাকটিভির সঙ্গে সম্পর্কীত কিনা। মাথা ব্যথার সাথে বুক ধড়ফড় আছে কিনা।– এ সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ভালো ভাবে খেয়াল করা দরকার মাথা ঘোরা ঠিক কখন বেশি হয়? এতে প্রাথমিকভাবে সঠিক চিকিৎসা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে মাথা ঘোরার সঠিক কারণ নির্ণয় করার জন্য কখনও কখনও ফুল চেকআপেরও দরকার হতে পারে।
ডা: খন্দকার আলামিন রুমী, মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, সিটি হাসপাতাল একটি পডকাস্টে বলেন, ‘‘যারা বয়ষ্ক তাদের ব্লাড প্রেসার যদি বেশি আপ-ডাউন করে মাথা ঘোরাতে পারে। প্রেসার বেড়ে যাওয়া কিংবা প্রেসার কমে যাওয়া এই দুই কারণেই মাথা ঘোরাতে পারে। হার্টের সমস্যা থাকলেও মাথা ঘোরাতে পারে। যদি হার্ট রেট বেশি থাকে অথবা কম হয় এগুলোও মাথা ঘোরার কারণ হতে পারে। অনেক সময় শরীর দুর্বল থাকলে মাথা ঘুরতে পারে। আন্ডারলাইন যদি কোনো রোগ থাকে তাহলেও সমস্যা দেখা দিতে পারে।’’
এই চিকিৎসক জানান, মাথা ঘোরার সঠিক কারণ নির্ণয় করার জন্য কখনও কখনও ফুল চেকআপ লাগতে পারে।
আরো পড়ুন:
হঠাৎ পিঠে ব্যথা হয় যেসব কারণে
দাঁতে গর্ত দেখা দিলে করণীয়
ডা: খন্দকার আলামিন রুমী বলেন,‘‘ কানের সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে। কানে যদি কোনো ইনফেকশন থাকে অথবা আমাদের শরীরের ভারসাম্য ধরে রাখে এমন অঙ্গ ক্ষতিগ্রস্ত হলেও মাথা ঘোরাতে পারে। রক্ত শূন্যতার সমস্যা হলেও মাথা ঘোরাতে পারে। মাথা ঘোরা সমস্যা দেখা দিলে কারণ নির্ণয় করার জন্য রোগীর কানে কোনো সমস্যা আছে নাকি ব্রেনে সমস্যা আছে সেগুলো নির্ণয় করার চেষ্টা করি। এ ছাড়া হার্টে সমস্যা নাকি হরমনে সমস্যা সেটাও দেখা হয়।’’
মাথা ঘোরানোর সমস্যা যদি ঘন ঘন দেখা দেয় তাহলে অবশ্যই ফুল চেকআপ করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র সমস য র জন য চ কআপ
এছাড়াও পড়ুন:
‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন।
তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।
উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে।
কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।
অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।
জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”
জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।
জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”
ঢাকা/রুমন/এস