চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
Published: 21st, April 2025 GMT
গাজীপুরের টঙ্গীতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম সিজন (২৫)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। সিজন পরিবার নিয়ে টঙ্গী পূর্ব থানার মরকুন পশ্চিমপাড়া রেল কলোনি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিজন একটি পুরাতন মালামাল কেনাবেচার দোকানে কাজ করতেন। রবিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন তিনি। এসময় দুই যুবক চায়ের দোকানে এসে সিজনকে ডেকে বাইরে নিয়ে চাপাতি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
আরো পড়ুন:
মামা-মামি ও বোনকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
সেখানে সিজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। কিন্তু, পরিবারের সদস্যরা তাকে রাজধানীর উত্তরা এলাকার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে গেলে চিকিৎসক সিজনকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘‘পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সিজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান আরব দেশগুলোর
রাফা সীমান্ত ক্রসিং একমুখী খোলার ইসরায়েলের ঘোষিত পরিকল্পনাকে প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। শনিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিরা তাদের ভূখণ্ড ছেড়ে যেতে পারবে, কিন্তু ফিরে আসতে পারবে না। এছাড়া গাজায় ত্রাণ প্রবেশে বাধা সৃষ্টি করা হবে।
গত সাত সপ্তাহে প্রায় ৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। শনিবার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ায় সর্বশেষ ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছে।
শুক্রবার মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতি জারি করেছেন। এতে ইসরায়েলি সামরিক বাহিনীর সাম্প্রতিক ঘোষণায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে বলা হয়েছে, “গাজা উপত্যকা থেকে মিশরে বাসিন্দাদের প্রস্থানের জন্য আগামী দিনে রাফাহ ক্রসিং খোলা হবে।”
যুদ্ধবিরতি লঙ্ঘনকারী এই ঘোষণাটি বুধবার ইসরায়েলি সামরিক ইউনিট ‘কোঅর্ডিনেশন অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিজ ইন টেরিটরিজ ঘোষণা করেছে। এতে বলা হয়েছে যে মিশরের সাথে সমন্বয় করে ইসরায়েলি ‘নিরাপত্তা অনুমোদন’ নিয়ে একমুখী ক্রসিংয়ের অনুমতি দেওয়া হবে।
মিশর এবং মধ্যস্থতা চুক্তিতে স্বাক্ষরকারীরা এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, “ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে বিতাড়িত করার যেকোনো প্রচেষ্টাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি।”
ঢাকা/শাহেদ