সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও তার স্ত্রী।

রবিবার (২০ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ঢাকার  মহাখালী কলেরা হাসপাতালের সামনে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। 

মাহিন সরকার বলেন, “ট্রাকের ধাক্কার আমাদের গাড়িটি  ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে।”

স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

ঢাকা/রায়হান/ইভা  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের নাম সৈয়দ মিয়া (২৮)। তিনি ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

পুকুর পাড়ে পড়ে ছিল কিশোরের লাশ

কালীগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘সকালে খালের পাড়ে হাঁটাচলার সময় স্থানীয়রা মাটির নিচে পুঁতে রাখা যুবকের হাত ও হাঁটু বেরিয়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/তারেকুর/রাজীব

সম্পর্কিত নিবন্ধ