সিরাজগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার ও তার স্ত্রী।

রবিবার (২০ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ঢাকার  মহাখালী কলেরা হাসপাতালের সামনে প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির একটি ট্রাক তাদের প্রাইভেটকারে ধাক্কা দেয়। 

মাহিন সরকার বলেন, “ট্রাকের ধাক্কার আমাদের গাড়িটি  ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছে।”

স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকেই প্রত্যাশা ট্রান্সপোর্ট এজেন্সির ট্রাকচালককে আটক করা সম্ভব হয়েছে বলে তিনি জানান।

ঢাকা/রায়হান/ইভা  

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে গাছের ডালে ৯ ফুট লম্বা অজগর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়ায় গাছের ডালে ঝুলে থাকা প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। আজ মঙ্গলবার দুপুরে সাপটি দেখতে পেয়ে স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় লোকজন জানান, দুপুরে মাঠে কাজ করার সময় তাঁরা সাপটিকে দেখতে পান। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বন বিভাগ ও সমাজসেবা বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বলদিয়া বাজারের সাপুড়ে মোজাহারও অভিযানে যোগ দেন। উৎসুক জনতার চাপ বাড়তে থাকায় পুলিশ সাপটির চারপাশে সুরক্ষাবেষ্টনী তৈরি করে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন বলেন, কয়েক দিন আগে ভারতের কালজানী নদী দিয়ে কাঠসহ বিভিন্ন ভাসমান বস্তু ভেসে আসে। ধারণা করা হচ্ছে, সে সময় ভেসে আসা কোনো গাছের সঙ্গেই অজগরটি এপারে এসেছে। পরে অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, সাপটির শারীরিক অবস্থা ভালো আছে। পর্যবেক্ষণ শেষে এটিকে নিরাপদ বন্য পরিবেশে ছেড়ে দেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ