অনুমোদন অপেক্ষায় ১৮ ব্যাংকের লভ্যাংশ ঘোষণার পর্ষদ সভা
Published: 4th, May 2025 GMT
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৮টি ব্যাংক ২০২৪ সালের আর্থিক হিসাব এখনো বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন পায়নি। ফলে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ লভ্যাংশ সভার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করেছে।
রবিবার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো- এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ঢাকা ব্যাংক, এক্সিম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, রূপালি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, সাউথবাংলা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ও এবি ব্যাংক।
তথ্য মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রুলস অনুযায়ী, অর্থবছর শেষে হওয়ার পরবর্তী ৪ মাসের মধ্যে লভ্যাংশ সভা করতে হয়। সেই হিসাবে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর অর্থবছর শেষে ব্যাংকগুলোর জন্য ৩০ এপ্রিল পর্যন্ত লভ্যাংশ সভা করার জন্য সময় ছিল।
তবে ব্যাংকগুলোর প্রধান নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক এখনো ১৮টি ব্যাংকের ২০২৪ সালের আর্থিক হিসাব অনুমোদন দেয়নি। যে কারণে ব্যাংকগুলো ৩০ এপ্রিলের মধ্যে লভ্যাংশ সভা করার জন্য তারিখ ঘোষণা সত্ত্বেও তার স্থগিত করেছে।
ঢাকা/এনটি/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি, অপেক্ষমাণ থেকে তৃতীয় মেধাতালিকা প্রকাশ
২০২৪–২৫ শিক্ষাবর্ষে হেলথ টেকনোলজি কোর্সগুলোতে প্রথম বর্ষে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের তৃতীয় দফার তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইন হেলথ টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি, বিএসসি ইন হেলথ টেকনোলজি (রেডিওলজি অ্যান্ড ইমেজিং) এবং বিএসসি ইন হেলথ টেকনোলজি (ফুড সেফটি) কোর্সে ভর্তির লক্ষ্যে গত ২৭ জুন অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল, এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার স্কোর যোগ করে মেধা ও পছন্দ অনুযায়ী অপেক্ষমাণ তালিকা থেকে তৃতীয় দফায় শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অফিস চলাকালে সংশ্লিষ্ট ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রত্যেক প্রতিষ্ঠানের অধ্যক্ষ/পরিচালক কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি বিজ্ঞপ্তি অনুযায়ী দাখিলকৃত সনদপত্র যাচাই করবেন এবং নির্ধারিত মেডিকেল বোর্ডের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হবে। দাখিল করা সনদপত্রে কোনো ভুলত্রুটি পাওয়া গেলে কিংবা শারীরিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী অনুপযুক্ত হিসেবে বিবেচিত হলে তার প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে। একইভাবে ভর্তি-পরবর্তী সময়ে কোনো শিক্ষার্থীর তথ্য অসত্য প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে তার ভর্তি বাতিল করা হবে।
আরও পড়ুনইতালির বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএস ছাড়াই ডিএসইউ স্কলারশিপ৩ ঘণ্টা আগেভর্তিসংক্রান্ত ফলাফল জানতে ভিজিট করুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট অথবা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট –তে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ অক্টোবর থেকে দেশের সব স্বাস্থ্য প্রযুক্তি ইনস্টিটিউটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ক্লাস একযোগে শুরু হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৫ ঘণ্টা আগে