Prothomalo:
2025-12-05@15:58:41 GMT
কক্সবাজারে ট্রায়াথলন, প্রচণ্ড গরমেও প্রতিযোগীরা প্রাণবন্ত
Published: 10th, May 2025 GMT
ছবি: সংগৃহীত
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
প্রেমের টানে সুদুর চীন থেকে আড়াইহাজারে চীনা তরুণ
আড়াইহাজারে প্রেমের টানে ছুটে এসেছেন এক চায়না তরুণ। শুক্রবার বেলা ১১ টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের ভাইভাই স্পিনিং মিলে কর্মরত শ্রমিক ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের মুন্নাটুলি গ্রামের সীমার কাছে আসেন ঐ তরুণ।
তার সহকর্মী আনোয়ারা জানান এপের মাধ্যমে পরিচয়ের সুত্র ধরে সফটওয়্যার ব্যাবহার করে কথা বলতেন ওই তরুণ ও সিমা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার সীমার কাছে আসেন ঐ তরুণ ও তার বাবা। ঘটনার বিষয়ে জানতে চাইলে চীনা তরুণ, সীমা ও তার বান্ধবী মুন্নি দ্রুত স্থান ত্যাগ করেন।