ছবি: সংগৃহীত

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বগুড়ায় আদালত চত্বর থেকে হাতকড়া খুলে পা‌লি‌য়ে‌ছে আসামি

বগুড়ায় আদালত চত্বর থেকে শাহীন ওরফে মিরপুর (২০) না‌মে এক আসামি হাতকড়া খুলে পালিয়ে গে‌ছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘ‌টে। 

পলাতক শাহীন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চাঁনপাড়া এলাকার নুর আলমের ছেলে।

আরো পড়ুন:

টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ ডিসেম্বর রাত ৮টা দিকে আকবরিয়া হোটেল সংলগ্ন এলাকায় ঘোরাফেরার সময় আচরণ স‌ন্দেহজনক হওয়ায় শাহীনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে প্রিজন ভ্যানে তোলার সময় শাহীন হাতকড়া খুলে দৌঁড়ে পালিয়ে যায়।

বগুড়ার কোর্ট ইন্স‌পেক্টর শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে বলেন, “ওই ব্যক্তিকে স‌ন্দেহভাজন আসামি হি‌সে‌বে ১৬১ ধারায় আদালতে চালান দেয়া হ‌য়ে‌ছি‌ল। অন্য আসামিদের সঙ্গে আদালত থে‌কে কারাগা‌রে নি‌য়ে যেতে তাকে প্রিজনভ্যানেও তোলা হ‌য়ে‌ছি‌ল। হাত‌কড়া হয়তো লুজ বা নষ্ট ছি‌ল। একটা হাতকড়া তো দুইজন আসামির হা‌তে লাগা‌নো হয়। এক হা‌তে হাতকড়া থাকায় সে সেটা খু‌লে দৌঁড়ে পালি‌য়ে যায়। পু‌লি‌শের একা‌ধিক টিম তা‌কে ধর‌তে কাজ কর‌ছে।”

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ