যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজী হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজী হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।

বিস্তারিত আসছে.

..

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ধামরাইয়ে ভেজাল গুড়ের কারখানায় অভিযান, জরিমানা-মামলা

ঢাকার ধামরাইয়ে ভেজাল গুড় উৎপাদনের একটি কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪। এসময় সেখান থেকে ক্ষতিকর রাসায়নিক উপাদান জব্দ করেছে তারা। এ ঘটনায় কারখানার মালিককে ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম।

আরো পড়ুন:

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব

গতকাল সোমবার (১ ডিসেম্বর) বুড়িরভিটা এলাকার ‘রূপা এন্টারপ্রাইজ’ নামে প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‌্যাব সদর দপ্তর ও র‌্যাব–৪ সোমবার সকালে কারখানাটিতে অভিযান চালায়। এ সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি নিম্নমানের উপকরণ ও রাসায়নিক মিশিয়ে খোলা গুড় তৈরি করে বাজারজাত করছিল।

ম্যাজিস্ট্রেট আবু হাসান জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ভেজাল গুড় উৎপাদন ও মজুত করছিল বলে অভিযোগ আসে। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। কারখানার মালিককে ৬ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলে থাকা বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।

র‌্যাব-৪ সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম বলেন, “কারখানার মালিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ