ভারত–পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজী: ট্রাম্প
Published: 10th, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে রাজী হয়েছে ভারত ও পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ শনিবার কিছুক্ষণ আগে এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছেন।
ট্রাম্প বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত ও পাকিস্তান অবিলম্বে পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজী হয়েছে। শুভবুদ্ধির ব্যবহার করে দুপক্ষ এই সিদ্ধান্তে আসায় তাদের অভিনন্দন।
বিস্তারিত আসছে.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তারিখ জানাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ভাষণটি আগেই রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
তিনি বলেছেন, ইসির সব প্রস্তুতি চূড়ান্ত। সিইসি আজ সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন।
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ
প্রচলিত রীতি অনুযায়ী তফসিল ঘোষণার প্রাক্কালে বুধবার বিকেলে সিইসিসহ নির্বাচন কমিশনারগণ বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে ভোটার তালিকা, দলগুলোর নিবন্ধন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন, প্রবাসী ভোটারদের অংশগ্রহণ এবং ভোট গণনার পদ্ধতিসহ বিভিন্ন প্রস্তুতির চিত্র তুলে ধরে ইসি। রাষ্ট্রপতি প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
এপ্রিলের নির্বাচন থেকে ফেব্রুয়ারিতে আসা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ৬ জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেছিলেন, নির্বাচন হবে ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে। পরে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সময় ফেব্রুয়ারিতে এগিয়ে আনার বিষয়ে দুজন সম্মত হন। এরপর থেকেই সরকার ও ইসি ফেব্রুয়ারির প্রথমার্ধকে কেন্দ্র করে পরিকল্পনা নেয়।
গত ১৩ নভেম্বর প্রধান উপদেষ্টা ঘোষণা দেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হবে। আজকের ভাষণে এ দুই ভোটের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানাবেন সিইসি।
সময় ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা বড় চ্যালেঞ্জ
দুটি ভোট একই দিনে হওয়ায় সময় ব্যবস্থাপনাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে নির্বাচন কমিশন। তাই, এবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এক ঘণ্টা বেশি সময় ধরে ভোট গ্রহণ চলবে। ভোটকেন্দ্রে গোপন কক্ষও বাড়ানো হবে।
নির্বাচনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীসহ দেশের সব বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৯ লাখ সদস্য মাঠে থাকবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বাগেরহাটে চার আসন ফিরিয়ে দেওয়ার রায় বহাল
ইসি গত ৪ সেপ্টেম্বর ৩০০ আসনের নতুন সীমানার গেজেট করে বাগেরহাটের আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩-এ আনে এবং গাজীপুরে ১টি বাড়িয়ে ৬ করা হয়। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হলে হাইকোর্ট বাগেরহাটে আগের চারটি আসন পুনর্বহালের নির্দেশ দেন।
এ রায়ের বিরুদ্ধে ইসিসহ সংশ্লিষ্টরা আপিল করলেও গতকাল আপিল বিভাগ আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখেন। তবে, নির্বাচন কমিশন এখনো আদেশের কপি না পাওয়ায় আগের গেজেট অনুযায়ীই আজ তফসিল ঘোষণা করবে বলে জানিয়েছে। পরে আদালতের নির্দেশ হাতে পেলে প্রয়োজনীয় সংশোধন করা হবে।
আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম জাতীয় নির্বাচন
ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। তাদের দায়িত্ব গ্রহণের ১৬ মাস পর জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ এ এম নাসির উদ্দীনের নেতৃত্বে বর্তমান কমিশনের অধীনে এটিই প্রথম জাতীয় নির্বাচন।
ঢাকা/এএএম/রফিক