নারী ও পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি, এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট! শনিবার ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিপক্ষে এমন বিরল রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল।

টস জিতে প্রথমে ব্যাট করে আরব আমিরাত ১৬ ওভারে তোলে ১৯২ রানের বিশাল সংগ্রহ। ওপেনার ইশা ওঝা খেলেন ৬৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, অধিনায়ক থিরথা সাতিশের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭৪ রান। তবে এরপর হঠাৎ করেই ম্যাচে নামে বৃষ্টি। সময় বাঁচাতে দ্রুত ইনিংস শেষ করার প্রয়োজন দেখা দেয়।

কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় ভিন্ন কৌশল নেয় আমিরাত.

দুজন ওপেনারকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করার পর বাকি ১০ ব্যাটারকে কোনো বল না খেলেই রিটায়ার্ড আউট দেখিয়ে ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়। এদের মধ্যে ৮ জন ব্যাটারই শূন্য রানে রিটায়ার্ড আউট হন।

এর জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ কাতার। ২৯ রানে অলআউট হয়ে তারা হার মানে ১৬৩ রানের বড় ব্যবধানে। কাতারের ৭ ব্যাটার রান খাতাও খুলতে পারেননি, যা নারী টি-টোয়েন্টিতে আরেকটি নেতিবাচক রেকর্ড।

বাছাইপর্বের ‘বি’ গ্রুপে টানা জয় নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে সেরা তিন দল খেলবে সুপার থ্রি রাউন্ডে, যেখান থেকে দুটি দল পাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।

উৎস: Samakal

কীওয়ার্ড: র ট য় র ড আউট আম র ত

এছাড়াও পড়ুন:

ধর্মের জন্য অভিনয়কে বিদায়: বিয়ে করে সমালোচনার মুখে জাইরা

‘দঙ্গল’খ্যাত বলিউড তারকা অভিনেত্রী জাইরা ওয়াসিম। পাঁচ বছর আগে ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেন এই অভিনেত্রী। দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিজেকে সরিয়ে নেন জাইরা। দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে ফিরে জানালেন—বিয়ে করেছেন তিনি। 

ইনস্টাগ্রাম দুটো ছবি পোস্ট করেছেন জাইরা ওয়াসিম। একটিতে দেখা যায়, কাবিননামায় স্বাক্ষর করছেন জাইরা। হাতে শোভাময় মেহেদি ডিজাইন ও দৃষ্টিনন্দন পান্নার একটি আংটি। অন্য ছবিতে দেখা যায়, স্বামীকে নিয়ে চাঁদ দেখছেন জাইরা। উল্টো দিকে ঘুরে ছবি তোলায় জাইরা কিংবা তার বরের মুখটি দেখা যাচ্ছে না। জাইরার গায়ে গাঢ় লাল দোপাট্টা জড়ানো, যাতে সোনালি সূচিকর্ম; পাশে বর পরেছেন ক্রিম রঙের শেরওয়ানি। এসব ছবির ক্যাপশনে জাইরা ওয়াসিম লেখেন—“কবুল।” 

আরো পড়ুন:

মা হলেন পরিণীতি চোপড়া

উত্তপ্ত আসাম: গায়ক জুবিনের মৃত্যু নিয়ে যা বলল সিঙ্গাপুর পুলিশ

বিয়ের খবর দেওয়ার পর অসংখ্য কমেন্ট জমা পড়েছে। বড় একটি অংশ তাকে অভিবাদন জানিয়েছেন। অন্য একটি অংশ জাইরাকে নিয়ে সমালোচনা করছেন। নেটিজেনরা দুটো শিবিরে বিভক্ত হয়ে তর্কে জড়িয়েছেন।  

একজন লেখেন, “ধর্ম কীভাবে তোমার স্বপ্ন ধ্বংস করে দেয়, তুমি কাজ করার সময়ও তোমার ধর্ম অনুসরণ করতে পারো, এমনকি কাজকেই ধর্ম বলা হয়, এত প্রতিভাবান শিল্পী। আশা করি, সে খুশি হবে।” অন্য একজন লেখেন, “মগজ ধোলাই এবং নিপীড়নের সর্বোচ্চ শিখর।”  

চন্দন গুপ্তা লেখেন, “একসময় ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো সিনেমা করে এখন এই অবস্থা!” ইশান লেখেন, “কুবুল বলা ছাড়া তোমার আর কী বিকল্প আছে? মৌলবাদ তোমার ক্যারিয়ারকে গ্রাস করেছে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে। তবে এসব মন্তব্যের জবাব দেননি জাইরা ওয়াসিম।   

আমির খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘দঙ্গল’। এতে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন তিনি। সিনেমাটিতে গীতা ফোগাটের কিশোরী বয়সের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল। 

তাছাড়া ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমায় অভিনয় করেও দর্শকদের মুঠো মুঠো ভালোবাসা কুড়ান জাইরা। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। ২০১৯ সালে মুক্তি পায় এটি। কিন্তু একই বছর অভিনয়কে বিদায় জানান এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ