এক দলের ১০ জন রিটায়ার্ড আউট, বিরল রেকর্ড
Published: 10th, May 2025 GMT
নারী ও পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি, এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট! শনিবার ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিপক্ষে এমন বিরল রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল।
টস জিতে প্রথমে ব্যাট করে আরব আমিরাত ১৬ ওভারে তোলে ১৯২ রানের বিশাল সংগ্রহ। ওপেনার ইশা ওঝা খেলেন ৬৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, অধিনায়ক থিরথা সাতিশের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭৪ রান। তবে এরপর হঠাৎ করেই ম্যাচে নামে বৃষ্টি। সময় বাঁচাতে দ্রুত ইনিংস শেষ করার প্রয়োজন দেখা দেয়।
কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় ভিন্ন কৌশল নেয় আমিরাত.
এর জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ কাতার। ২৯ রানে অলআউট হয়ে তারা হার মানে ১৬৩ রানের বড় ব্যবধানে। কাতারের ৭ ব্যাটার রান খাতাও খুলতে পারেননি, যা নারী টি-টোয়েন্টিতে আরেকটি নেতিবাচক রেকর্ড।
বাছাইপর্বের ‘বি’ গ্রুপে টানা জয় নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে সেরা তিন দল খেলবে সুপার থ্রি রাউন্ডে, যেখান থেকে দুটি দল পাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ট য় র ড আউট আম র ত
এছাড়াও পড়ুন:
লিভারপুলে কি আর ফিরবেন সালাহ
সমস্যা তৈরি হয়েছিল। দুই পক্ষের আলোচনার পর মনে হয়েছে, সমাধান হয়ে গেছে। কারণ, পরশু রাতে ব্রাইটনের বিপক্ষে ম্যাচে লিভারপুলের স্কোয়াডে ফেরানো হয় মোহাম্মদ সালাহকে। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের মূল একাদশে ছিলেন না টানা তিন ম্যাচে, চ্যাম্পিয়নস লিগের ম্যাচে তো স্কোয়াডেই ছিলেন না। কিন্তু লিভারপুল কোচ আর্নে স্লট ও সালাহর মধ্যে শান্তি আলাপের পর এবং তারপর ব্রাইটন ম্যাচে তাঁর দলে ফেরায় মনে হতেই পারে এখন ‘অল কোয়ায়েট অন্য দ্য অ্যানফিল্ড ফ্রন্ট’।
সালাহকে একাদশের বাইরে রাখার কারণ ছিল তাঁর বাজে ফর্ম। চলতি মৌসুমে ২০ ম্যাচে করেছেন ৫ গোল, এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে ৪ গোল করেছেন ১৪ ম্যাচে। কিন্তু উপেক্ষিত হওয়ার বিষয়টি মানতে না পেরেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন ৩৩ বছর বয়সী মিসরীয় ফরোয়ার্ড। বলেছিলেন, লিভারপুলে তাঁকে ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে এবং কেউ একজন চান না তিনি লিভারপুলে থাকেন। এরপর তো বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে ইংলিশ ফুটবলে এবং বুদ্ধিমান স্লটও বিতর্কের আগুন আর বেশি বাড়তে দেননি। সালাহর সঙ্গে কথা বলে তাঁকে স্কোয়াডে ফিরিয়ে আনেন। ২৬ মিনিটে জো গোমেজ চোটে পড়ায় বদলি হয়ে মাঠে নেমে সালাহ অবদানও রাখেন একটি গোলে।
অ্যানফিল্ডের চারপাশেই এভাবে দর্শক অভিবাদনের জবাব দেন সালাহ