এক দলের ১০ জন রিটায়ার্ড আউট, বিরল রেকর্ড
Published: 10th, May 2025 GMT
নারী ও পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি, এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট! শনিবার ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিপক্ষে এমন বিরল রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল।
টস জিতে প্রথমে ব্যাট করে আরব আমিরাত ১৬ ওভারে তোলে ১৯২ রানের বিশাল সংগ্রহ। ওপেনার ইশা ওঝা খেলেন ৬৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, অধিনায়ক থিরথা সাতিশের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭৪ রান। তবে এরপর হঠাৎ করেই ম্যাচে নামে বৃষ্টি। সময় বাঁচাতে দ্রুত ইনিংস শেষ করার প্রয়োজন দেখা দেয়।
কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় ভিন্ন কৌশল নেয় আমিরাত.
এর জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ কাতার। ২৯ রানে অলআউট হয়ে তারা হার মানে ১৬৩ রানের বড় ব্যবধানে। কাতারের ৭ ব্যাটার রান খাতাও খুলতে পারেননি, যা নারী টি-টোয়েন্টিতে আরেকটি নেতিবাচক রেকর্ড।
বাছাইপর্বের ‘বি’ গ্রুপে টানা জয় নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে সেরা তিন দল খেলবে সুপার থ্রি রাউন্ডে, যেখান থেকে দুটি দল পাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।
উৎস: Samakal
কীওয়ার্ড: র ট য় র ড আউট আম র ত
এছাড়াও পড়ুন:
নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে গোপালগঞ্জে বিস্ফোরণ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গোপালগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরো পড়ুন:
মানিকগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ
নারায়ণগঞ্জে কারখানায় বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
রাতে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, জেলা প্রশাসক কার্যালয় ও জেলা স্টেডিয়ামের সামনের তিন রাস্তার মোড়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোয়ায় আচ্ছান্ন হয়ে পড়ে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
গোপালগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, এ দুটি ককটেল নয়, পটকাজাতীয় বস্তু। খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তবে সেখানে কোনো পিলেট বা ধাতববস্তু পাওয়া যায়নি। শুধু পাওডার পাওয়া গেছে। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করা হবে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ঢাকা/বাদল/রাসেল