নারী ও পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এমন দৃশ্য কখনও দেখা যায়নি, এক ইনিংসে ১০ জন ব্যাটার রিটায়ার্ড আউট! শনিবার ব্যাংককে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া বাছাইপর্বে কাতারের বিপক্ষে এমন বিরল রেকর্ড গড়েছে সংযুক্ত আরব আমিরাত নারী দল।

টস জিতে প্রথমে ব্যাট করে আরব আমিরাত ১৬ ওভারে তোলে ১৯২ রানের বিশাল সংগ্রহ। ওপেনার ইশা ওঝা খেলেন ৬৭ বলে ১১৩ রানের দুর্দান্ত ইনিংস, অধিনায়ক থিরথা সাতিশের ব্যাট থেকে আসে ৪৩ বলে ৭৪ রান। তবে এরপর হঠাৎ করেই ম্যাচে নামে বৃষ্টি। সময় বাঁচাতে দ্রুত ইনিংস শেষ করার প্রয়োজন দেখা দেয়।

কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংস ঘোষণার নিয়ম না থাকায় ভিন্ন কৌশল নেয় আমিরাত.

দুজন ওপেনারকে ‘রিটায়ার্ড আউট’ ঘোষণা করার পর বাকি ১০ ব্যাটারকে কোনো বল না খেলেই রিটায়ার্ড আউট দেখিয়ে ইনিংস সমাপ্ত ঘোষণা করা হয়। এদের মধ্যে ৮ জন ব্যাটারই শূন্য রানে রিটায়ার্ড আউট হন।

এর জবাবে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ কাতার। ২৯ রানে অলআউট হয়ে তারা হার মানে ১৬৩ রানের বড় ব্যবধানে। কাতারের ৭ ব্যাটার রান খাতাও খুলতে পারেননি, যা নারী টি-টোয়েন্টিতে আরেকটি নেতিবাচক রেকর্ড।

বাছাইপর্বের ‘বি’ গ্রুপে টানা জয় নিয়ে শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকে সেরা তিন দল খেলবে সুপার থ্রি রাউন্ডে, যেখান থেকে দুটি দল পাবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট।

উৎস: Samakal

কীওয়ার্ড: র ট য় র ড আউট আম র ত

এছাড়াও পড়ুন:

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দাহ্য রাসায়নিক নিক্ষেপ, একই পরিবারের তিনজন দগ্ধ

যশোরে দাহ্য রাসায়নিকে শিশু ও নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামে এ ঘটনা ঘটে। তাঁদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের স্বজনেরা অভিযোগ করেছেন, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়েছেন।

দগ্ধ তিনজন হলেন ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের জামাত হোসেনের মেয়ে রিপা খাতুন (২৬), স্ত্রী রাহেলা বেগম (৪৮) ও ছেলে ইয়ানূর রহমান (৮)। রিপার চাচা আবদুর রহমান জানান, বছর চারেক আগে স্বামী সঙ্গে রিপা খাতুনের বিচ্ছেদ হয়। ছেলেকে নিয়ে রিপা বাবার বাড়িতে থাকতেন।

দগ্ধ তিনজনের স্বজনেরা অভিযোগ করেন, জসীম উদ্দীন নামের একজন অ্যাসিড ছুড়ে মেরেছেন। তাঁর বাড়ি পাশের শার্শা উপজেলার পান্তাপাড়া গ্রামে। তাঁর স্ত্রী–সন্তান আছে। এক বছর ধরে তিনি ঝিকরগাছা উপজেলার মাঠবাড়ি গ্রামে থেকে দিনমজুরের কাজ করেন। তিনি রিপাকে কয়েক দফা বিয়ের প্রস্তাব দেন; কিন্তু রিপা তাতে রাজি হননি।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, রিপা রাতে ঘরে বসে ছেলেকে খাওয়াচ্ছিলেন। তাঁর ভাই পাশে বসে পড়ছিল। এ সময় জসীম নামের ব্যক্তি ঘরের জানালা দিয়ে অ্যাডিস ছুড়ে মারেন। রিপাকে জসীম পছন্দ করেন। দীর্ঘদিন ধরে তিনি বিয়ের প্রস্তাব দিয়ে আসছেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি অ্যাসিড ছুড়ে মারেন।

পরিবারের সদস্যরা দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। পরে সেখান থেকে তাঁদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সাফায়েত হোসাইন বলেন, একই পরিবারের তিনজন কেমিক্যান বার্ন হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। তাঁরা শঙ্কামুক্ত। এক প্রশ্নে জবাবে তিনি বলেন, ‘অ্যাসিডে ঝলসে গেছে  কি না, সেটা পরীক্ষা–নিরীক্ষার বিষয়। এ ঘটনা ‘কেমিকেল বার্ন হিসেবে লেখা হয়’।

সম্পর্কিত নিবন্ধ