ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। আজ সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মো.

আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন, সহসভাপতি হোসেন ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও এখনো ঝিনাইদহ শহর রেলসংযোগ থেকে বঞ্চিত। তাঁরা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানান। তাঁদের মতে, এই রেলপথ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অঞ্চলে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

আ.লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ফিরে আসতে না পারে: হাসনাত কাইয়ুম

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন আবার ফিরে আসতে না পারে। নতুন করে যেন কেউ আওয়ামী লীগের মতো জুলুমবাজ, অর্থ পাচারকারী হয়ে উঠতে না পারে। আর সে জন্য গণহত্যা ও অর্থ পাচারের বিচার জরুরি।

শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে এক মানববন্ধনে হাসনাত কাইয়ুম এসব কথা বলেন। আওয়ামীতন্ত্র নিষিদ্ধ এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা বন্ধসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন এ মানবন্ধনের আয়োজন করে।

হাসনাত কাইয়ুম বলেন, সরকার ও ক্ষমতাসীনদের লুটপাট, পাচারের সব আইনি সুযোগ বন্ধ করা জরুরি। সে লক্ষ্যে রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যেন পরবর্তী সময়ে কোনো সরকার বা বিচার বিভাগ তা বাতিল করতে না পারে। এ জন্য তাঁরা একই সঙ্গে সংবিধান সংস্কার সভা ও জাতীয় নির্বাচনকে সবচেয়ে টেকসই উপায় বলে মনে করেন।

মানববন্ধনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া বলেন, দেশি–বিদেশি চক্রান্তকারীরা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে যুক্ত করতে চায়। বাংলাদেশ কোনো বিদেশি শক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে না।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়ক লিটন কবিরাজের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক সোহেল শিকদারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী কমিটির সদস্য নাইমুল ইসলাম, জাতীয় সমন্বয় কমিটির সদস্য শেখ নাসিরউদ্দীন, ফরিদুল ইসলাম, সামিউল আলিম রাশু, আবদুল জলিল প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • দ্রুত একাডেমিক কার্যক্রম চালুর দাবি কুয়েট শিক্ষার্থীদের
  • এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামিদের মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন
  • নোয়াখালীতে সাম্যবাদী আন্দোলনের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৫
  • রাজশাহীতে ওসির বিচারের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের অপসারণ দাবিতে মানববন্ধন
  • ঈদগাহ মাঠ স্ত্রীর কাছে ‘বিক্রি’ করলেন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক
  • আ.লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ফিরে আসতে না পারে: হাসনাত কাইয়ুম