ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি হয়েছে। আজ সোমবার সকালে শহরের পায়রা চত্বরে এই কর্মসূচির আয়োজন করে রেলপথ বাস্তবায়ন পরিষদ। ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তব্য দেন রেলপথ বাস্তবায়ন পরিষদের সভাপতি মো.

আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আরিয়া ইয়াসমিন, সহসভাপতি হোসেন ইমাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফাজ তানভীর, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, দপ্তর সম্পাদক আশিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক মাহমুদ, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মাহবুব মল্লিক, সাংস্কৃতিক কর্মী শাহিনূর রহমান।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও এখনো ঝিনাইদহ শহর রেলসংযোগ থেকে বঞ্চিত। তাঁরা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের দাবি জানান। তাঁদের মতে, এই রেলপথ বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই অঞ্চলে যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ঝ ন ইদহ

এছাড়াও পড়ুন:

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেয়ার দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে শিক্ষকেরা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন প্লাকার্ড প্রদর্শন করা হয়।  

মানববন্ধন চলাকালে জেলা কমিটির সভাপতি জাকারিয়া ইসলাম ধীরাজ, মালেকা একাডেমির প্রধান শিক্ষক কামাল হোসেন, সীমা মেমোরিয়াল শিক্ষা নিকেতনের অধ্যক্ষ মাহবুবুল হক বক্তব্য রাখেন। মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেয়। 

আরো পড়ুন:

জাবির কেন্দ্রীয় মসজিদে নারীদের জন্য পৃথক নামাজের স্থান দাবি

মহাসড়কে সেমিনার আয়োজন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

মানববন্ধনে জাকারিয়া ইসলাম ধীরাজ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ নেয়া থেকে বঞ্ছিত করা হয়েছে। যা কোমলমতি শিশুদের জন্য বৈষম্যমূলক এবং তাদের মনে নেতিবাচক প্রভাব ফেলবে। বক্তারা অবিলম্বে সরকারকে এ পরিপত্র বাতিল করে সকল শিক্ষার্থীর সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান। 

দাবি আদায় না হলে আগামী ২০ আগস্টের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাওসহ ‘মার্চ ফর ঢাকা’ কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।  

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত নিবন্ধ

  • প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগের দাবিতে মানববন্ধন
  • জাজিরায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ দেওয়ার দাবি, অন্যথায় পদ্মা সেতু ব্লকেডের ঘোষণা
  • সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মেট্রোপলিটন প্রেস ক্লাবের মানববন্ধন
  • পাথর লুট বন্ধ করে সাদাপাথর রক্ষার দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন
  • ইসলামী ছাত্রী সংস্থার বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ জবি ছাত্রদলের
  • গাজীপুরে সাংবাদিক হ`ত্যার বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন
  • অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা চালুর দাবি
  • কুড়িগ্রামে গৃহবধূকে নির্যাতনের প্রতিবাদে সড়ক অবরোধ
  • সড়ক সংস্কারের দাবিতে ফতুল্লায় মানববন্ধন
  • সাংবাদিক তুহিন হত্যা: বিচার চেয়ে শরীয়তপুর ও ঝিনাইদহে বিক্ষোভ