মিনিস্টার ‘হাম্বা অফারের’ রোড শো ক্যাম্পেইনের উদ্বোধন
Published: 24th, May 2025 GMT
আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টারে গত বছরের মতো এবারও চলছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২’ অফার। অফারটির দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ‘রোড শো’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
গত সোমবার (১৯ মে) রাজধানীর গুলশানে মিনিস্টারের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রোড শো ক্যাম্পেইনটির উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো.
গত বছর ঈদুল আজহা সামনে রেখে মিনিস্টার ঘোষণা করেছিল আকর্ষণীয় ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার। এ বছর অফারটি দেশব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আয়োজিত রোড শো ক্যাম্পেইনটি ঈদুল আজহার আগপর্যন্ত চলবে।
‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফারের আওতায় গ্রাহকেরা মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে পেতে পারেন ফ্রি গরু জিতে নেওয়ার সুযোগ। এ ছাড়া রয়েছে একটি ফ্রিজের সঙ্গে আরেকটি ফ্রিজ ফ্রি, নিশ্চিত বিশাল মূল্যছাড়, ক্যাশ ভাউচারসহ আকর্ষণীয় সব উপহার। মিনিস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারে দেওয়া গরু উপহারমাত্র, যা কোরবানির জন্য প্রযোজ্য নয়।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা-উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করার উদ্যোগ
দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (২০ অক্টোবর) বিএসইসির মুখপত্র ও পরিচালক আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিএসইসির অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগ গত ৮ অক্টোবর একটি স্মারক জারি করে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিনিয়োগ শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি মনে করছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নিরাপদ বিনিয়োগ চর্চা ও মূলধন বাজারের টেকসই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা বৃদ্ধি করতে বিএসইসি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, সম্প্রতি জাতীয় তথ্য বাতায়নে বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক সংযুক্ত করা হয়েছে।
বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা তৈরি ও শিক্ষিত বিনিয়োগ নিশ্চিত করতে বিএসইসির কার্যক্রমকে বেগবান করতে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তারই পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা গত ৮ অক্টোবর সকল জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।
পত্রে সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুলিপি প্রদানসহ সকল জেলা তথ্য অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। একইসাথে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ যেসব বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে, তা হলো-
১. জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের লিংক সংযুক্ত করা (ওয়েবসাইট: www.finlitbd.com ও ইউটিউব: https://www.youtube.com/@financialliteracyprogramba6178);
২. জেলা/উপজেলায় বিএসইসি কর্তৃক আয়োজিত সেমিনার ও কর্মশালায় সহায়তা ও সমন্বয় সাধন;
৩. মাসিক জেলা সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্তকরণ;
৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় প্রচার ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ;
৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) কে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা করতে দায়িত্ব প্রদান।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বিএসইসি মনে করে, এই উদ্যোগের ফলে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা কার্যক্রম আরও কার্যকর ও বেগবান হবে।
পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনসহ দেশের সব মহলের সহযোগিতায় বিএসইসি বিনিয়োগ শিক্ষা প্রসারের মাধ্যমে জনগণ ও বিনিয়োগকারীদের আরও শিক্ষিত ও সচেতন করতে চায়। এই সচেতনতা দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আশা করছে বিএসইসি।
ঢাকা/এনটি/ইভা