আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টারে গত বছরের মতো এবারও চলছে ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন সিজন-০২’ অফার। অফারটির দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে ‘রোড শো’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

গত সোমবার (১৯ মে) রাজধানীর গুলশানে মিনিস্টারের প্রধান কার্যালয়ের সামনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রোড শো ক্যাম্পেইনটির উদ্বোধন করেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মো.

হুমায়ুন কবীর। এ সময় তিনি বলেন, ‘মিনিস্টার সব সময় গ্রাহকদের চাহিদা এবং সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকে।’

গত বছর ঈদুল আজহা সামনে রেখে মিনিস্টার ঘোষণা করেছিল আকর্ষণীয় ‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফার। এ বছর অফারটি দেশব্যাপী গ্রাহকদের কাছে পৌঁছে দিতে আয়োজিত রোড শো ক্যাম্পেইনটি ঈদুল আজহার আগপর্যন্ত চলবে।

‘ফ্রিজ কিনুন হাম্বা জিতুন’ অফারের আওতায় গ্রাহকেরা মিনিস্টার ফ্রিজ কিনে স্ক্র্যাচকার্ড ঘষে পেতে পারেন ফ্রি গরু জিতে নেওয়ার সুযোগ। এ ছাড়া রয়েছে একটি ফ্রিজের সঙ্গে আরেকটি ফ্রিজ ফ্রি, নিশ্চিত বিশাল মূল্যছাড়, ক্যাশ ভাউচারসহ আকর্ষণীয় সব উপহার। মিনিস্টার কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারে দেওয়া গরু উপহারমাত্র, যা কোরবানির জন্য প্রযোজ্য নয়।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের

সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।

সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।

হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

সম্পর্কিত নিবন্ধ