৪২৬ রানে ‘মিস্টার এক্সট্রা’ ৯২, তাড়া করতে নেমে ২ রানে অলআউট
Published: 26th, May 2025 GMT
৪৫ ওভারের ম্যাচ। প্রথমে ব্যাট করা দল করল ৬ উইকেটে ৪২৬ রান। এরপর প্রতিপক্ষকে ২ রানে অলআউট করে সেই দল জিতল ৪২৪ রানে!
পাড়ার কোনো ক্রিকেটে নয়, ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির তৃতীয় স্তরের ক্রিকেট লিগে ঘটেছে এই ঘটনা। একতরফা এই ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ হারিয়েছে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে।
ম্যাচে রিচমন্ডের চতুর্থ একাদশের সুখস্মৃতি বলতে শুধু টস জয়। এরপর ফিল্ডিং নেমে রীতিমতো নাকাল হয়েছে ওভারপ্রতি প্রায় সাড়ে ৯ রান করে দেওয়া দলটি। বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়েই কি ব্যাটিংয়ে নেমে ৫.
৪২৬ রান করলেও নর্থ লন্ডনের তৃতীয় একাদশের ইনিংসে মাত্র এক ব্যাটসম্যানই ৫০ রানের বেশি করতে পেরেছেন। ড্যান সিমন্স নামের এই ব্যাটসম্যান করেছেন ১৪০ রান। ৪০ ছাড়িয়েছেন জ্যাক লিউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)। নর্থ লন্ডনের রান-উৎসবে দুই অঙ্ক ছুঁতে পারেননি শুধু উদ্বোধনী জুটিতে সিমন্সের সঙ্গী আর গ্ল্যাডউইন (১)। পুরো ইনিংসে ‘মাত্র’ ১০টি ছক্কা মারা নর্থ লন্ডনের রান ৪০০ ছাড়ানোয় বড় ভূমিকা ছিল ৯২টি অতিরিক্ত রানের। এর মধ্যে ৬৫টি ওয়াইড ও ১৬টি নো বল ছিল।
আরও পড়ুনইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোলদাতা কারা, কারাই বা করিয়েছেন সবচেয়ে বেশি গোল৫০ মিনিট আগেরান তাড়ায় রিচমন্ডের দলটির মাত্র একজন ব্যাটসম্যান ১ রান করতে পেরেছেন। অন্য রানটি এসেছে ওয়াইড থেকে। নর্থ লন্ডনের বোলার ম্যাট রোসন ৩ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আরেক বোলার টম স্পটন ২.৪ ওভারে ২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। দুজন হয়েছেন রানআউট।
এই জয়ে ১০ পয়েন্ট পেয়েছে নর্থ লন্ডন। ২১ পয়েন্ট নিয়ে ৯ দলের লিগে ক্লাবটি আছে তিনে। ১১ পয়েন্ট নিয়ে রিচমন্ড আছে ছয়ে।
আরও পড়ুনবার্মিংহামে ডিনার, দুবাইয়ে সকালের নাশতা, রাতে লাহোরে চ্যাম্পিয়ন—রাজার রোমাঞ্চকর ২৪ ঘণ্টা২ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কুয়েট শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত, ১৬০ দিন পর মঙ্গলবার শুরু হচ্ছে ক্লাস
১৬০ দিন পর আগামীকাল মঙ্গলবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হচ্ছে ক্লাস। আজ সোমবার কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সভায় তিন সপ্তাহের জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরে নতুন উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী একাডেমিক কার্যক্রম শুরুর নির্দেশনা দেন।
কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, ‘উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এখন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি চালু করবেন উপাচার্য। আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে আজ ক্লাস শুরুর নোটিশ দেওয়া হবে।’
দুপুরে উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ হেলালী সাংবাদিকদের বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা একমত হয়েছেন যে ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুই দিন ধরে উপাচার্য বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি কুয়েট শিক্ষক সমিতি, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সাধারণ শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা এবং স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনায় বসেন।
গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। ওই রাতেই তৎকালীন উপাচার্য ও কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এরপর শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে ২৬ এপ্রিল উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাছুদকে ও সহ-উপাচার্য অধ্যাপক শরিফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী সময়ে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার দাবিতে ৪ মে থেকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেয় শিক্ষক সমিতি। এর পর থেকে কোনো শিক্ষকই আর ক্লাসে ফেরেননি।
এ অচলাবস্থার মধ্যে গত বৃহস্পতিবার কুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাকসুদ হেলালী। পরদিন শুক্রবার তিনি খুলনায় এসে উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি একাধিক বৈঠকে বসেন—শনিবার ডিনদের সঙ্গে, রোববার সকালে লেকচারার ও সহকারী অধ্যাপক এবং দুপুরে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের সঙ্গে। বিকেলে শিক্ষার্থীদের সঙ্গে, রাতে শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করেন।
গত ২৬ এপ্রিল উপাচার্য ও সহ-উপাচার্যকে অপসারণের পর ১ মে চুয়েটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে শিক্ষক সমিতির বিরোধিতার মুখে তিনিও দায়িত্ব পালন করতে পারেননি এবং ২২ মে পদত্যাগ করেন। পরে ১০ জুন নতুন উপাচার্য নিয়োগের বিজ্ঞপ্তি দেয় সরকার। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে অধ্যাপক হেলালীকে কুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুনকুয়েটে অচলাবস্থা কাটছে, মঙ্গলবার থেকে শুরু হতে পারে ক্লাস২১ ঘণ্টা আগে