৪২৬ রানে ‘মিস্টার এক্সট্রা’ ৯২, তাড়া করতে নেমে ২ রানে অলআউট
Published: 26th, May 2025 GMT
৪৫ ওভারের ম্যাচ। প্রথমে ব্যাট করা দল করল ৬ উইকেটে ৪২৬ রান। এরপর প্রতিপক্ষকে ২ রানে অলআউট করে সেই দল জিতল ৪২৪ রানে!
পাড়ার কোনো ক্রিকেটে নয়, ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির তৃতীয় স্তরের ক্রিকেট লিগে ঘটেছে এই ঘটনা। একতরফা এই ম্যাচে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ হারিয়েছে রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে।
ম্যাচে রিচমন্ডের চতুর্থ একাদশের সুখস্মৃতি বলতে শুধু টস জয়। এরপর ফিল্ডিং নেমে রীতিমতো নাকাল হয়েছে ওভারপ্রতি প্রায় সাড়ে ৯ রান করে দেওয়া দলটি। বল কুড়াতে কুড়াতে ক্লান্ত হয়েই কি ব্যাটিংয়ে নেমে ৫.
৪২৬ রান করলেও নর্থ লন্ডনের তৃতীয় একাদশের ইনিংসে মাত্র এক ব্যাটসম্যানই ৫০ রানের বেশি করতে পেরেছেন। ড্যান সিমন্স নামের এই ব্যাটসম্যান করেছেন ১৪০ রান। ৪০ ছাড়িয়েছেন জ্যাক লিউইট (৪৩) ও নাবিল আব্রাহামস (৪২)। নর্থ লন্ডনের রান-উৎসবে দুই অঙ্ক ছুঁতে পারেননি শুধু উদ্বোধনী জুটিতে সিমন্সের সঙ্গী আর গ্ল্যাডউইন (১)। পুরো ইনিংসে ‘মাত্র’ ১০টি ছক্কা মারা নর্থ লন্ডনের রান ৪০০ ছাড়ানোয় বড় ভূমিকা ছিল ৯২টি অতিরিক্ত রানের। এর মধ্যে ৬৫টি ওয়াইড ও ১৬টি নো বল ছিল।
আরও পড়ুনইউরোপের শীর্ষ ৫ লিগে সর্বোচ্চ গোলদাতা কারা, কারাই বা করিয়েছেন সবচেয়ে বেশি গোল৫০ মিনিট আগেরান তাড়ায় রিচমন্ডের দলটির মাত্র একজন ব্যাটসম্যান ১ রান করতে পেরেছেন। অন্য রানটি এসেছে ওয়াইড থেকে। নর্থ লন্ডনের বোলার ম্যাট রোসন ৩ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছেন ৫ উইকেট। আরেক বোলার টম স্পটন ২.৪ ওভারে ২ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট। দুজন হয়েছেন রানআউট।
এই জয়ে ১০ পয়েন্ট পেয়েছে নর্থ লন্ডন। ২১ পয়েন্ট নিয়ে ৯ দলের লিগে ক্লাবটি আছে তিনে। ১১ পয়েন্ট নিয়ে রিচমন্ড আছে ছয়ে।
আরও পড়ুনবার্মিংহামে ডিনার, দুবাইয়ে সকালের নাশতা, রাতে লাহোরে চ্যাম্পিয়ন—রাজার রোমাঞ্চকর ২৪ ঘণ্টা২ ঘণ্টা আগেউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর তিনি তাঁর আগের কাজে ফিরে যাবেন।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাকে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার সন্ধ্যায় ওয়াশিংটন থেকে ভিডিও ফোনকলে অধ্যাপক ইউনূসের সঙ্গে কথা বলেন জর্জিয়েভা।
এ সময় তাঁরা বাংলাদেশের চলমান অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আগামী ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্ববর্তী চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।
আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং এই কৃতিত্ব তাঁর নিজের।
অর্থনীতির সংকটকালীন পরিস্থিতি স্মরণ করে আইএমএফ প্রধান বলেন, ‘আপনার অর্জন আমাকে মুগ্ধ করেছে। অল্প সময়ে আপনি অনেক কিছু করেছেন। যখন অবনতির ঝুঁকি অত্যন্ত বেশি ছিল, তখন আপনি দেশের দায়িত্ব নিয়েছেন। আপনি সঠিক সময়ে সঠিক ব্যক্তি।’
ক্রিস্টালিনা জর্জিয়েভা বিশেষভাবে বৈদেশিক মুদ্রা বাজারের স্থিতিশীলতা এবং রিজার্ভ পুনরুদ্ধারের জন্য সরকারের সাহসী পদক্ষেপ, বাজারভিত্তিক বিনিময় হার প্রবর্তনের প্রশংসা করেন।
অধ্যাপক ইউনূস বাংলাদেশের এক সংকটময় সময়ে আইএমএফ প্রধানের অবিচল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘চমৎকার সহায়তার জন্য ধন্যবাদ।’ তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের পথ সুগম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
কথোপকথনে আইএমএফ প্রধান অভ্যন্তরীণ রাজস্ব আয় বৃদ্ধি এবং ব্যাংকিং খাতে গভীর সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শক্ত অবস্থানে থাকতে হলে সংস্কার অনিবার্য। এটি বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য মুহূর্ত।’
অধ্যাপক ইউনূস জানান, তাঁর সরকার ইতিমধ্যে ব্যাংকিং খাত পুনর্গঠন এবং রাজস্ব সংগ্রহ জোরদারের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা এক বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। কিছু ব্যক্তি আক্ষরিক অর্থে ব্যাগভর্তি টাকা ব্যাংক থেকে নিয়ে পালিয়ে গেছে।’
এ ছাড়া আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে ছিল নেপালে চলমান যুব আন্দোলন এবং আসিয়ানভুক্তির জন্য বাংলাদেশের আকাঙ্ক্ষা। অধ্যাপক ইউনূস আঞ্চলিক কানেক্টিভিটি জোরদারের লক্ষ্যে ঢাকার বৃহৎ অবকাঠামো উদ্যোগ—যেমন নতুন বন্দর ও টার্মিনাল প্রকল্প—সম্পর্কেও অবহিত করেন।
আলোচনাকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।