শীর্ষ মার্কিন কূটনীতিককে তিরস্কার করল কিউবা
Published: 31st, May 2025 GMT
ক্যারিবিয়ান দেশ কিউবার সরকার দেশটিতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ কূটনৈতিক প্রতিনিধি মাইক হ্যামারের ‘উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ আচরণের প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি জারি করেছে।
শুক্রবার (৩০ মে) কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।
মন্ত্রণালয় হাভানায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স হ্যামারের কাছে প্রতিবাদের একটি নোট পাঠিয়েছে।
আরো পড়ুন:
ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক দ্বিগুণ করলেন ট্রাম্প
বাংলাদেশে অবস্থানরত মার্কিনিদের সতর্ক করল দূতাবাস
নোটে বলা হয়েছে, “কিউবার নাগরিকদের অত্যন্ত গুরুতর অপরাধমূলক কাজ করতে, সাংবিধানিক আদেশের উপর আক্রমণ করতে, অথবা কর্তৃপক্ষের বিরুদ্ধে কাজ করতে বা একটি প্রতিকূল বিদেশি শক্তির স্বার্থ ও উদ্দেশ্যের সমর্থনে বিক্ষোভ করতে উৎসাহিত করে, কূটনীতিক উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন আচরণে লিপ্ত হচ্ছেন।
এতে উল্লেখ করা হয়েছে, “হ্যামার তার দেশের প্রতিনিধি হিসেবে যে দায়মুক্তি ভোগ করেন, তা কিউবার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শৃঙ্খলার পরিপন্থি কাজের জন্য ব্যবহার করা যাবে না, যেখানে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, এক্ষেত্রে, কিউবা।”
নোট অনুসারে, কূটনীতিক ভিয়েনা কনভেনশন এবং দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চুক্তি লঙ্ঘন করেছেন।
কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ক পরিচালক আলেজান্দ্রো গার্সিয়া দেল তোরো’র মাধ্যমে এই বার্তাটি দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, হ্যামার কিউবার বেশ কয়েকটি শহর পরিদর্শন করেছেন, যেখানে তিনি সরকারের বিরোধীদের সঙ্গে দেখা করেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন যে, হোয়াইট হাউজ ছয় দশকেরও বেশি সময় ধরে দ্বীপটিতে যে অবরোধ আরোপ করেছে তা আরো কঠোর করার জন্য নতুন ব্যবস্থা প্রয়োগ করবে।
শুক্রবারের বিবৃতি কিউবা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান তিক্ত সম্পর্কের সর্বশেষ ইঙ্গিত, বিশেষ করে জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানুয়ারিতে তার মেয়াদের শেষের দিকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ তালিকা থেকে কিউবাকে বাদ দিয়েছিলেন। কিন্তু ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করার দিনই ট্রাম্প কিউবাকে আবারো ‘কালো’ তালিকায় অন্তর্ভুক্ত করেন।
কিউবার সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ট্রাম্পের নেতৃত্বকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ অব্যাহত রেখেছে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ম র ক ন য ক তর ষ ট র র ক টন ত ক কর ছ ন সরক র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার
রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।
ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।
যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।
আজ সন্ধ্যায় পাঠানো র্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।