প্রজেক্ট এসথার: যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী আন্দোলন দমাতে যেভাবে কাজ করছে সংগঠনটি
Published: 31st, May 2025 GMT
যুক্তরাষ্ট্রের ডানপন্থী প্রভাবশালী গবেষণাপ্রতিষ্ঠান (থিঙ্কট্যাংক) হেরিটেজ ফাউন্ডেশন গত বছর ফিলিস্তিন সংহতি আন্দোলন ভন্ডুল করে দেওয়ার একটি নীতিপত্র প্রকাশ করেছিল। এটির নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট এসথার বা এসথার প্রকল্প। তখন সেটি তেমন একটা নজর কাড়েনি।
কিন্তু নীতিপত্রটি প্রকাশিত হওয়ার আট মাস পর বর্তমানে এটি নিয়ে সংবাদমাধ্যম ও অধিকারকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নীতিপত্রে প্রস্তাবিত নীলনকশা অনুসরণ করছেন বলে ধারণা করা হচ্ছে।
এসথার প্রকল্পের রচয়িতারা তাঁদের প্রতিবেদনটিকে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে একটি সুপারিশমালা হিসেবে উপস্থাপন করেছেন। তবে সমালোচকেরা বলছেন—এই নথির চূড়ান্ত লক্ষ্য হলো ইসরায়েলের সমালোচক সংগঠনগুলোকে হামাসের সহযোগী তকমা দিয়ে মানুষকে তাদের বিরুদ্ধে বিষিয়ে তোলা।
সমালোচকদের মতে, প্রজেক্ট এসথারে এমন কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিস্বাধীনতার ওপর সরকারি হস্তক্ষেপের পক্ষে কথা বলে। বিশেষ করে কেউ ইসরায়েল সরকারের নীতির বিরোধিতা করলে তাঁর বাক্স্বাধীনতা ও সমিতি করার অধিকার খর্ব করার আহ্বান জানানো হয়েছে।গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরুদ্ধে বাড়তে থাকা বিক্ষোভের প্রতিক্রিয়া হিসেবে এসথার প্রকল্প তৈরি করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো এ যুদ্ধকে ‘জাতিহত্যা’ বলে বর্ণনা করেছে।
জেনে নেওয়া যাক, প্রজেক্ট এসথার কী, এটি অধিকারকর্মীদের বিরুদ্ধে কীভাবে প্রয়োগ করা হচ্ছে, এটির বিশ্লেষণ এবং যুক্তরাষ্ট্রে প্রভাব কেমন।
হেরিটেজ ফাউন্ডেশন কীহেরিটেজ ফাউন্ডেশন হলো ওয়াশিংটন ডিসিভিত্তিক একটি প্রভাবশালী রক্ষণশীল থিঙ্কট্যাংক। এটির ঘোষিত লক্ষ্য হলো, ‘মুক্তবাজার অর্থনীতি, সংকুচিত সরকারব্যবস্থা, ব্যক্তিস্বাধীনতা, ঐতিহ্যবাহী আমেরিকান মূল্যবোধ এবং শক্তিশালী জাতীয় প্রতিরক্ষাব্যবস্থার ওপর ভিত্তি করে জননীতি তৈরি ও প্রচার করা।
সমালোচকদের মতে, প্রজেক্ট এসথারে এমন কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে, যা ব্যক্তিস্বাধীনতার ওপর সরকারি হস্তক্ষেপের পক্ষে কথা বলে। বিশেষ করে কেউ ইসরায়েল সরকারের নীতির বিরোধিতা করলে তাঁর বাক্স্বাধীনতা ও সমিতি করার অধিকার খর্ব করার আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ইহুদি সংগঠন জুইশ ভয়েস ফর পিসও (জেভিপি) হামাস–সমর্থক নেটওয়ার্কের অংশ বলে উল্লেখ করেছে হেরিটেজ ফাউন্ডেশন।চলতি মাসের শুরুতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রজেক্টটি পরিচালনা করছেন ভিক্টোরিয়া কোয়েটস। তিনি হেরিটেজ ফাউন্ডেশনের একজন ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের প্রথম মেয়াদে উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
‘প্রজেক্ট ২০২৫’-এর উদ্যোক্তাও হেরিটেজ ফাউন্ডেশন। এটিকে সমালোচকেরা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জন্য সম্ভাব্য কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার রূপরেখা বলে আখ্যা দিয়েছেন।
গত বছর নির্বাচনের আগে ডেমোক্র্যাটরা বারবার প্রজেক্ট ২০২৫-এর দোহাই দিয়ে ট্রাম্পের সমালোচনা করেন। তবে সে সময় ট্রাম্প ওই দলিল থেকে নিজেকে দূরে রাখেন।
প্রজেক্ট এসথারের লক্ষ্যএই উদ্যোগ বলছে, তারা ২৪ মাসের মধ্যে তথাকথিত ‘হামাস সমর্থন নেটওয়ার্ক’কে টিকিয়ে রাখা অবকাঠামো ভেঙে ফেলার লক্ষ্য নিয়ে কাজ করছে।
প্রজেক্ট এসথারের মতে হামাস–সমর্থক নেটওয়ার্ক কী
প্রজেক্ট এসথারের রচয়িতাদের দাবি, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কাজ করা সব সংগঠনই হামাস–সমর্থক নেটওয়ার্ক বা এইচএসএনের সদস্য।
এসথারের রচয়িতাদের ভাষায়, কথিত নেটওয়ার্কটি এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান নিয়ে গঠিত, যারা সরাসরি বা পরোক্ষভাবে হামাসের লক্ষ্য-উদ্দেশ্য সাধনে কাজ করছে, যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী এবং আমেরিকান নাগরিক ও জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর।
সোজা ভাষায় এই নথিতে দাবি করা হয়েছে, ‘ফিলিস্তিনপন্থী আন্দোলন’ মূলত একটি ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী নেটওয়ার্ক’ হিসেবে কাজ করছে।
গত বছর ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল ছিল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। টেক্সাস বিশ্ববিদ্যালয় এমনই একটি বিক্ষোভে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি শিক্ষার্থীরা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য ক তর ষ ট র র হ ম স সমর ন টওয় র ক স ব ধ নত ইসর য় ল ক জ করছ লক ষ য র প রক ক জ কর সরক র নপন থ
এছাড়াও পড়ুন:
এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।
জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।
ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।
তাহমিদ আল মুদ্দাসসির