প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা বিস্তৃত হলেও এখানে বড় একটি সংকট রয়ে গেছে। দেখা যাচ্ছে, উপজেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যন্ত্রপাতি, সরঞ্জাম ও জনবলসংকট কোনো না কোনোটি থাকেই। বিশেষ করে চিকিৎসকসংকটের বিষয়টি গুরুতর। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তেমনটি দেখা যাচ্ছে।
প্রথম আলোর প্রতিবেদনে জানা যাচ্ছে, কোটচাঁদপুরে ৫০ শয্যার সরকারি হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৬০০ বহির্বিভাগের রোগী এবং ৬৫ জন ভর্তিকৃত রোগী থাকে। কিন্তু কোনো চিকিৎসক নেই। চারটি কক্ষে চারজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) রোগী দেখছেন। পাশের জরুরি বিভাগও সামলাচ্ছেন একজন সেকমো।
রোগী ও তাঁদের স্বজনদের অভিযোগ, দিনের পর দিন এভাবেই চলছে। কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বর্তমানে তাঁদের চিকিৎসকসংকট চলছে। ১৯ জন মেডিকেল অফিসারের পদ থাকলেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আছেন মাত্র ৫ জন। যাঁদের মধ্যে একজন ডেন্টাল সার্জন ও একজন অবেদনবিদ। অন্যরা হাসপাতালের ওয়ার্ডগুলোর ভর্তি রোগী দেখায় ব্যস্ত।
পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে কোটচাঁদপুর উপজেলা গঠিত। এখানে দেড় লাখের বেশি মানুষের বাস। ভৌগোলিক দিক দিয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পাঁচটি উপজেলার মাঝে অবস্থিত। যশোরের চৌগাছা, ঝিনাইদহের সদর, মহেশপুর, কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা সদরের অনেকে এখানে চিকিৎসা নিতে আসেন। ফলে রোগীর চাপ থাকে। কিন্তু চিকিৎসক ছাড়া এ চাপ কীভাবে সামাল দেওয়া সম্ভব? তা ছাড়া চিকিৎসক ছাড়া একটি হাসপাতালের কার্যক্রম চলবে, সেটিই তো কোনোভাবে আশা করা যায় না। বাড়তি রোগীর চাপ সামাল দিতে ৫০ শয্যার হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। ইতিমধ্যে ভবন নির্মাণের কাজ শেষ হয়েছে, প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় আছে।
এমন পরিস্থিতিতে অবিলম্বে প্রয়োজনীয় চিকিৎসক হাসপাতালটিতে নিয়োগ দিতে হবে। যেসব প্রক্রিয়াগত জটিলতা বা প্রশাসনিক অনুমোদন বিলম্ব ঘটাচ্ছে, সেগুলো দ্রুত সমাধানে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন। এ ছাড়া ১০০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম শুরু করার দিকেও মনোযোগ দিতে হবে।
চিকিৎসাসেবা মৌলিক অধিকার—একে শুধুই কাঠামোগত উন্নয়ন দিয়ে পরিপূর্ণ করা যায় না, প্রয়োজন পর্যাপ্ত ও দক্ষ জনবল এবং আন্তরিক সেবার নিশ্চয়তা। আমরা আশা করব, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর ব্যবস্থাপনা, পরিবেশ ও সেবা আরও উন্নত করতে বাড়তি মনোযোগ দেওয়া হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: চ ক ৎসক পর য য় উপজ ল
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ