বগুড়ায় শিক্ষার্থীদের সামাজিক সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের ১২০ সদস্যের প্রত্যেকে প্রতিদিন জমা রাখেন ৫ টাকা। এভাবে মাসে ওঠে ১৮ হাজার টাকা। এই টাকায় তারা ছিন্নমূল শ্রমজীবী মানুষের জন্য প্রতি মাসে একবেলা খাবারের ব্যবস্থা করেন। 

গতকাল বুধবার দুপুরে বগুড়া শহরের খোকন পার্কে ৩৫০ ছিন্নমূল নারী-পুরুষ- শিশুকে খাওয়ানোর আয়োজন করে সংগঠনটি। ভালো খাবার পেয়ে সবার মুখে ছিল তৃপ্তির হাসি।

সংগঠনের কার্যক্রম নিয়ে পরে কথা হয় প্রতিষ্ঠাতা ও সদস্যদের সঙ্গে। তারা জানান, সংগঠনের উদ্যোক্তা শহরের লতিফপুর এলাকার কয়েক শিক্ষার্থী। তারা টিফিনের টাকা জমিয়ে রোজায় দুস্থদের ইফতার করাতেন। ঈদে দিতেন সামর্থ্য অনুযায়ী নতুন কাপড়। ২০২৩ সালের ৯ মার্চ এমন ১২ জন মিলে গড়ে তোলেন নবজাগরণ ফাউন্ডেশন। এর সদস্যরা প্রত্যেকে দৈনিক ৫ টাকা জমা দেন সংগঠনের ফান্ডে। নির্দিষ্ট পরিমাণ টাকা হলে ছিন্নমুল মানুষদের একবেলা খাবারের ব্যবস্থা করা হয়। এখন এ উদ্যোগে যুক্ত হয়েছেন আশপাশের শিক্ষার্থীরাও। ১২ জনের সংগঠন হয়েছে ১২০ জনের। 

সংগঠনটি আগে বগুড়াকেন্দ্রিক হলেও এখন অন্য জেলাতেও সদস্য আছেন। সেই জেলাগুলোতে এভাবেই টাকা তুলে দুস্থদের খাওয়ানো হয়। গতকাল বুধবার ছিল সংগঠনের ৫০তম আহারের আয়োজন। এসব আয়োজনে খাবার পেয়েছেন অন্তত ২০ হাজারের মতো ছিন্নমূল। এ ছাড়া সংগঠনটি পথশিশুদের মধ্যে শিক্ষাসামগ্রী, শীতার্তদের গরম কাপড়, ঈদে নতুন জামা বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে। 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব মাহাদী এখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি সমকালকে বলেন, কয়েক বছর আগে রমজান মাসে বন্ধুরা মিলে পুলিশ লাইন্স স্কুল মাঠে গল্প করছিলাম। ওই সময় তিনজন ছিন্নমূল পাশ দিয়ে যাচ্ছিলেন। ইফতারের সময় হলেও টাকা না থাকায় তাদের কাছে কোনো খাবার ছিল না। পরে আমরা তাদের ইফতার করাই। সে দিনই আমরা ছিন্নমূল মানুষদের খাওয়ানোর চিন্তা করি। এর পর নিজেরা টাকা তুলে প্রতি মাসে একবার এমন মানুষদের খাওয়াই। 

সাধারণ সম্পাদক সরকারি আজিজুল হক কলেজের স্নাতক শিক্ষার্থী আল গালিব বলেন, আমরা এক সময় টিফিনের টাকা দিয়ে গরিবদের খাওয়াতাম। এখন পরিধি বেড়েছে। সদস্য সংখ্যা বাড়ায় চাঁদার পরিমাণও বেড়েছে। এতে বেশি মানুষের খাবারের ব্যবস্থা করা যাচ্ছে। 

তিনি আরও বলেন, ছিন্নমূলদের শুধু মাঠে চট বিছিয়ে খাওয়ানো হয়, তা নয়। বুফে খাওয়ার ব্যবস্থাও করা হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ব যবস থ স গঠন র সদস য

এছাড়াও পড়ুন:

এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীকে সভাপতি ও আল আমিন সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

আজ শুক্রবার রাত ১০টায় এই দুই কমিটি ঘোষণা করা হয়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) থেকে নাম বদলে জাতীয় ছাত্রশক্তি হওয়ার এক সপ্তাহের মাথায় সংগঠনটির চার সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। আর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি তিন সদস্যের।

জাতীয় ছাত্রশক্তির নতুন কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার—দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জাহিদ এর আগে বাগছাসের কেন্দ্রীয় সদস্যসচিব আর বাকের সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। চার সদস্যের আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দুজন। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) পদে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৌহিদ মো. সিয়াম আর সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহির আলমকে। সাত কার্যদিবসের মধ্যে তাঁদের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশিত হবে।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারও বাগছাসের রাজনীতিতে যুক্ত ছিলেন। এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মো. সাইফুল্লাহকে। তাঁদেরও সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়েছে।

তাহমিদ আল মুদ্দাসসির

সম্পর্কিত নিবন্ধ

  • এনসিপির জাতীয় ছাত্রশক্তির কমিটি ঘোষণা, কেন্দ্রীয় নেতৃত্বে জাহিদ–বাকের