আহত একজনের মৃত্যু ঘিরে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা
Published: 12th, June 2025 GMT
প্রতিপক্ষের ফসলি জমি দখলে নিতে রাতারাতি নির্মাণ করে অস্থায়ী ঘর। পরদিন সকালে ঘর অপসারণ করে জমি দখলমুক্ত করতে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আহত হয় উভয় পক্ষের অন্তত ২০ জন।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়।
ঘটনার ৬ দিন পর চিকিৎসাধীন আ.
ইসলামপুর উপজেলার চরচারিয়া গ্রামে গিয়ে জানা গেছে, কৃষক জামাল উদ্দিন ও তার বংশীয় অন্তত ৫০টি পরিবার পৈতৃক ৭ একর ২৩ শতাংশ জমি ভোগদখল করে আসছে প্রায় শত বছর ধরে। সম্প্রতি সাজানো একটি মামলার সূত্র ধরে পুরো জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন একই গ্রামের বাক্কার আলী ও তাঁর লোকজন। এক পর্যায়ে গত ১৯ মে বাক্কার আলীর নেতৃত্বে রাতের আঁধারে শতাধিক লোক ওই জমির এক প্রান্তের ধান কেটে সেখানে কয়েকটি অস্থায়ী টিনের ঘর নির্মাণ করে। এ ছাড়া জমিতে থাকা ৩টি সেচ পাম্প নিয়ে যায়। খবর পেয়ে পরদিন সকালে জমির মালিকরা ক্ষেতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। গত ২৫ মে চিকিৎসাধীন অবস্থায় বাক্কার আলীর সমর্থক আ. আজিজ মারা গেলে মারামারির মামলা রূপান্তরিত হয় হত্যা মামলায়। গ্রেপ্তার এড়াতে গা-ঢাকা দেন জমির মালিকরা। এ সুযোগে জমির নিয়ন্ত্রণ নিয়ে অস্থায়ী ঘরের সংখ্যা বৃদ্ধি করছেন দখলদাররা। একই সঙ্গে চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
জমির মালিকপক্ষের জামাল উদ্দিন জানান, জমির প্রকৃত মালিক তারা। একশ বছরেরও বেশি সময় ধরে তাঁর বাপ-দাদারা জমিটি ভোগ করছেন।
এ ব্যাপারে বাক্কার আলী জানান, ওই জমি নিয়ে আদালতে তাদের একটি মামলা চলমান। সেই মামলার সূত্র ধরেই জমিটি দখলে নিয়েছেন তারা।
পলবান্ধা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান কমল বলেন, ‘দীর্ঘদিন ধরে বংশানুক্রমে ওই জমি কৃষক জামাল উদ্দিন ও তাঁর স্বজন ভোগদখল করে আসছেন। হঠাৎ জমিটি নিয়ে সংঘর্ষ ও হতাহতের ঘটনা দুঃখজনক।’ উভয় পক্ষকে শান্ত থেকে সমাধানের পরামর্শ দিয়েছেন বলে দাবি তাঁর।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ বলেন, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে চলমান মামলা নিষ্পত্তি না হতেই একটি পক্ষ জমি দখলে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ হয়। তাঁর ভাষ্য, জমি থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব ক ক র আল স ঘর ষ
এছাড়াও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জেলা শহর রেলগেইট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। তার নাম-পরিচয় জানা যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক কাউসার আলম জানান, দুপুর ২টার দিকে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে চট্টগ্রামের দিকে রওনা হয়। রেলগেটের কাছাকাছি একজন ব্যক্তি এই ট্রেনে কাটা পড়ে নিহত হন।
তিনি আরো জানান, মারা যাওয়া ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হচ্ছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরো পড়ুন:
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঝিনাইদহে তুচ্ছ কারণে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ