টিভিতে দেখা যাবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’
Published: 13th, June 2025 GMT
ঈদ উল আযহার ৮ম দিনে আগামীকাল শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪। ১৯ তম এই আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা।
এ ছাড়াও সঙ্গীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো.
আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন কর্ণিয়া। ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা। আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন মেহেদী। আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার হলেন লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী [পল্লীগীতি ও মরমী] তরিক মৃধা হিসেবে পুরস্কার পেয়েছেনর। ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসঙ্গীত ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সাব্বির নাসির।
ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ চলচ্চিত্র ঈশ্বর, ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বালাম ও কোনাল চল”িচত্র প্রিয়তমা,। ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ [চলচ্চিত্র ঈশ্বর] , ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন আসিফ ইকবাল [মেঘের নৌকা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন রেজাউল করিম কাজল[চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরার গান [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ [কেনো চাঁদনী রাতে],শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর [যদি প্রেম দিলে না],শ্রেষ্ঠ নবাগত শিল্পী হয়েছেন অনিরুদ্ধ শুভ [ ভাল্লাগে না] , শ্রেষ্ঠ অডিও কোম্পানী ধ্রব মিউজিক স্টেশন।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ক র প কমপক ষ হয় ছ ন
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা
বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।
কিচেন হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
বেকার হেলপার পদে ইন্টার্ন—
বয়স: সর্বোচ্চ-৩২ বছর।
যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।
২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।
যোগ্যতা—১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।
৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।
সুযোগ-সুবিধা—
১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।
২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।
৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।
আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে