ঈদ উল আযহার ৮ম দিনে  আগামীকাল  শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৪। ১৯ তম এই আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন নজরুল সঙ্গীতের বিশিষ্ট শিল্পী ফেরদৌস আরা।

এ ছাড়াও সঙ্গীতের ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা, সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান, ইমপ্রেস চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, শিল্পী রেবেকা সুলতানা, এম এ মান্নান, সালাউদ্দিন আহমেদ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, মো.

খুরশীদ আলম, প্রকল্প পরিচালক রাজু আলীম সহ প্রবীন-নবীন তরুণ প্রজন্মের সব খ্যাতিমান শিল্পীরা। নুসরাত ইমরোজ তিশা রবীন্দ্রসঙ্গীত গেয়ে উপস্থিত দর্শকদের আনন্দ দেন। তারপর একেএকে সঙ্গীত পরিবেশন করেন শফী মন্ডল, ফেরদৌস ওয়াহিদ, সাগর বাউল, কোনাল, তরিক মৃধা, শারমিন সহ সেরাকণ্ঠ ক্ষুদে গানরাজ এর শিল্পীরা। এতে ১৯ টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।  

আধুনিক গান শ্রেষ্ঠ শিল্পী হয়েছেন কর্ণিয়া। ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে আধুনিক গানের শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী শারমিন রমা। আধুনিক গানে শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন মেহেদী।  আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার হলেন লালন লোহানী, শ্রেষ্ঠ ব্যান্ড আর্টসেল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী সাব্বির জামান ও আফরোজা রুপা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী [পল্লীগীতি ও মরমী] তরিক মৃধা হিসেবে পুরস্কার পেয়েছেনর। ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে লোকসঙ্গীত ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন সাব্বির নাসির। 

ছায়াছবির গানে শ্রেষ্ঠ শিল্পী রিয়াদ চলচ্চিত্র ঈশ্বর, ইউটিউবে কমপক্ষে ১লক্ষ বার ভিউ এবং কমপক্ষে ১৫০০ লাইক প্রাপ্ত গান থেকে ছায়াছবির গান শ্রেষ্ঠ শিল্পী ক্যাটাগরীতে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বালাম ও কোনাল চল”িচত্র প্রিয়তমা,। ছায়াছবির গানে শ্রেষ্ঠ সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ [চলচ্চিত্র ঈশ্বর] , ছায়াছবির গানে শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন আসিফ ইকবাল [মেঘের নৌকা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও নির্মাতা হয়েছেন রেজাউল করিম কাজল[চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী ফেরদৌস আরার গান [চুড়ির তালে নুরির মালা], শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ [কেনো চাঁদনী রাতে],শ্রেষ্ঠ রবীন্দ্র সঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর [যদি প্রেম দিলে না],শ্রেষ্ঠ নবাগত শিল্পী হয়েছেন অনিরুদ্ধ শুভ [ ভাল্লাগে না] , শ্রেষ্ঠ অডিও কোম্পানী ধ্রব মিউজিক স্টেশন। 
 

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র প কমপক ষ হয় ছ ন

এছাড়াও পড়ুন:

ভর্তি পরীক্ষা: রাবি আইন অনুষদে থাকবে লিখিত পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদে (আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগ) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বসতে হবে লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত ১৬০ জন আইন অনুষদে ভর্তির সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আবু নাসের মোহাম্মদ ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

রাবি ছাত্রীর মৃত্যুর ৩ দিনেও তৈরি হয়নি প্রতিবেদন, শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবির সাড়ে ৩ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন

তিনি বলেন, “আমরা বেশ কয়েক বছর ধরে দাবি করে আসছিলাম, যেন ইংরেজি বিভাগের মতো আইন অনুষদেও লিখিত পরীক্ষা নেওয়া হয়। আজকের অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের প্রধান কো-অর্ডিনেটরের মিটিংয়ে সেই দাবি অবশেষে সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে।”

কী উপায়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তা শিগগিরই জানানো হবে বলে জানান ডিন।

গত কয়েক বছর ধরে রাবির ইংরেজি বিভাগ লিখিত পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে এবং সর্বোচ্চ মার্কসধারী শিক্ষার্থীদেরই ভর্তি করে থাকে।

এদিকে, গত ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ভর্তি পরীক্ষা 'সি' ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি 'এ' ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে আরো বলা হয়, এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এছাড়া এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আবেদনের যোগ্যতা বিষয়ে বলা হয়েছে, ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ এবং বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ থাকতে হবে। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে।

জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে ‘বি’ ও তিনটি বিষয়ে কমপক্ষে ‘সি’ গ্রেড পেতে হবে।

ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে চূড়ান্ত আবেদনকালে অবশ্যই ইংরেজি প্রশ্নপত্রের জন্য অতিরিক্ত ফরম পূরণ করতে হবে। এছাড়া ইউনিট/বিভাগ/ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্তও প্রযোজ্য হবে। প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে আবেদনকারী সব শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আবেদন ফি নিয়ে বলা হয়েছে, ‘এ’ (মানবিক) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের আবেদন ফি ১ হাজার ১০০ টাকা ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। সকল ফি ১০ শতাংশ সার্ভিস চার্জসহ।

এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় প্রতি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। প্রতি চারটি ভুলের জন্য এক নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০। অনলাইনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী কোটায় (মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, খেলোয়াড় ও বিকেএসপি) ভর্তিচ্ছু প্রার্থীদের আবেদন করতে হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রযোজ্য শর্ত পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  http://admission.ru.ac.bd  ও সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • কেনিয়ায় ভূমিধসে নিহত ২১, নিখোঁজ ৩০
  • ভর্তি পরীক্ষা: রাবি আইন অনুষদে থাকবে লিখিত পরীক্ষা