জিমেইল ও গুগল ক্যালেন্ডারের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি। নতুন এ সুবিধা চালু হলে জিমেইল ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সহায়তায় ই–মেইল বিশ্লেষণ, উত্তর তৈরিসহ ক্যালেন্ডারে ইভেন্ট যুক্ত করার মতো কাজ সহজেই সম্পন্ন করতে পারবেন। এরই মধ্যে চ্যাটজিপিটির নির্বাচিত ব্যবহারকারীরা পরীক্ষামূলকভাবে নতুন এ সুবিধা ব্যবহার করতে পারছেন।

বর্তমানে চ্যাটজিপিটির ব্যবহারকারীরা ‘ডিপ রিসার্চ’ নামের একটি ফিচারের মাধ্যমে তাঁদের জিমেইল অ্যাকাউন্টের নির্দিষ্ট কিছু তথ্য বিশ্লেষণ করতে পারলেও সরাসরি কোনো ই–মেইল খুলে তা পড়া বা সারাংশ দেখতে পারেন না। এ সমস্যা সমাধানে জিমেইল ও গুগল ক্যালেন্ডারে পরীক্ষামূলকভাবে ইন্টিগ্রেশন সুবিধা চালু করছে চ্যাটজিপিটি।

নতুন সুবিধাটি আনুষ্ঠানিকভাবে চালু হলে চ্যাটজিপিটি ব্যবহার করে সহজেই ই–মেইলের সারাংশ দেখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উত্তরও লেখা যাবে। একই সঙ্গে ক্যালেন্ডারে সরাসরি ইভেন্ট তৈরি করে নেওয়ার সুবিধাও মিলবে। এর ফলে জিমেইল ব্যবহারকারীরা তাঁদের দৈনন্দিন কাজ আরও সংগঠিতভাবে সম্পাদন করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক গবেষক টিবো জানিয়েছেন, নতুন এই সুবিধা চ্যাটজিপিটির ‘সার্চ’ ফিচারের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। কারণ, ওপেনএআইয়ের একাধিক সহায়ক পেজে এ–সংক্রান্ত ইঙ্গিত পাওয়া গেছে। শিগগিরই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করতে পারে ওপেনএআই।

সূত্র: ব্লিপিং কম্পিউটার

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র

এছাড়াও পড়ুন:

নিউমার্কেট থেকে ১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৯

রাজধানীর নিউ মার্কেট এলাকার কয়েকটি দোকান ও গুদামে শনিবার অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। এসব অস্ত্র বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পে শনিবার রাতে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক বিগ্রেডের ডেয়ারিং টাইগার্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম।

লেফটেন্যান্ট কর্নেল নাজিম বলেন, ‘আমরা খবর পেয়েছি এই আইটেমগুলো (ধারালো অস্ত্র) কোনো একটা জায়গা থেকে সন্ত্রাসীদের কাছে সরবরাহ করা হচ্ছে হচ্ছে এবং গোপনে বিক্রি করা হচ্ছে, এমনকি ভাড়াও দেওয়া হচ্ছে। কিছু কিছু সময় ফ্রি ডেলিভারি দেওয়া হচ্ছে, হোম ডেলিভারি দেওয়া হচ্ছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, ঢাকার কোনো একটি জায়গা থেকে এই আইটেমগুলো সন্ত্রাসীদের হাতে দেওয়া হয়।’

নাজিম বলেন,‘আমাদের কাছে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা স্বীকার করেছে, একটা স্থান থেকে তারা এই সামুরাইগুলো সাপ্লাই পাচ্ছে। এরপর আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করি। গত কয়েক দিন ধরে আমাদের গোয়েন্দারা বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নেয় এবং নিশ্চিত হয় যে, কোন কোন স্থানগুলোতে এই ধারালো অস্ত্রগুলো পাওয়া যাবে। এর ভিত্তিতে আমরা আজ (শনিবার) নিউমার্কেটে গিয়ে তিন থেকে চারটি দোকানে তল্লাশি চালিয়ে এই ধারালো অস্ত্রগুলো উদ্ধার করতে সক্ষম হই।’

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ‘আজ আমরা এই কাজে জড়িত হিসেবে নয়জনকে গ্রেপ্তার করতে পেরেছি। মোট তিনটি দোকান থেকে মূল এই আইটেমগুলো পাওয়া যায়। আমরা গত কয়েক মাস ধরে লক্ষ্য করেছি, সন্ত্রাসীরা এই ধরনের দেশি অস্ত্রই বেশি ব্যবহার করে। গত তিন-চার মাস ধরে এগুলো বিশাল আকারে মজুত করা হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসীদের হাতে দেখা যাচ্ছে।’ 

সম্পর্কিত নিবন্ধ