ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসেন হত্যা মামলার তদন্তকাজকে প্রভাবিত করতে আসামীদের অপতৎপরতা রোধসহ বিচার সুনিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল এবং ফতুল্লার সাধারণ জনগন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির অন্যান্য অংগসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। এসময় নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে নিহত মামুনের স্ত্রী ও স্বজনেরা জানান, আমরা আতংক ও হুমকীর মধ্যে আছি, বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। তারপরও আমরা মামুন হত্যার সুষ্ঠু বিচার চাই।

অন্যদিকে তদন্ত কাজকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং বিচার কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এ হত্যাকান্ডের মাস্টারমাইন্ড হিসেবে যুবলীগ ক্যাডার আক্তার ও সুমনের নানা অপতৎপরতা বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল হাসান লিটন, এসকে শাহীন, ফতুল্লা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাদল প্রধান। এসময় বক্তারা বিচার সুনিশ্চিতের দাবী জানান।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য ন র য়ণগঞ জ ত করত

এছাড়াও পড়ুন:

জাকির খানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে পানি বিতরণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে ভক্তদের মাঝে বোতলজাত পানি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত শহরের চাষাঢ়াস্থ রামকৃষ্ণ মিশন, আমলপাড়া ও নিতাইগঞ্জে বলদেব জিউর মন্দিরসহ বিভিন্ন পূজা মন্ডপে এ পানি বিতরণ করা হয়।

এসময় শিশুদের চকলেন বিতরণও করা হয়। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নির্দেশে মহানগর পূজা উদযাপন ফ্রন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা জাকির খানের নির্দেশে আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি।

আপনারা জানেন, এসএসসি পরীক্ষার সময় আমরা ছাত্রদের মাঝেও পানি বিতরণ করেছি। শুধু তাই নয়, দেশের নানা দুর্যোগের সময়ও আমরা অহসায় মানুষের পাশে ছিলাম। দেশের করোনাকালিন সময়ে আমরা মানুষের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এছাড়া গত কয়েকটি বন্যায় আমরা এ নারায়ণগঞ্জ জেলার বাইরে গিয়ে বিভিন্ন জেলার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।

এভাবে মানবিক কর্মকান্ডের সাথে আমার নেতা জাকির খান আমাদের যুক্ত রেখেছেন। আমরা এসমস্ত মানবিক কাজগুলো করতে পেরে নিজেদের ধন্য মনে করছি। আমরা আশাকরছি, ভবিষ্যতে আমাদের এ ধরনের মানবিক কাজ আরও বিস্তৃত হবে। আপনারা সবাই আমাদের নেতা জাকির খানের জন্য আর্শিবাদ করবেন, ঈশ^র যেন তাকে দীর্ঘায়ূ দান করে এবং সুস্থ্য রাখে।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে কাজ করতে চাই। আমরা কোন বিদ্বেষ চাই না। আমরা শান্তি চাই। এদেশে আমরা আর কোন হাঙ্গামা চাই না।

তিনি আরও বলেন, যারা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এ দেশে নির্বাচন হবেই হবে। কোন ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে পারবে না।

একটি অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করবে। আর তখনই দেশে গণতন্ত্র পূর্ণরূপ ধারণ করবে।

তিনি বলেন, এ গণতন্ত্রের জন্যই বিএনপি দীর্ঘ এতটা বছর সংগ্রাম করেছে। আশাকরছি, সেই সংগ্রামের সুফল এ দেশের মানুষ খুব শীঘ্রই পাবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নয়ন সাহা, স্মৃতি পাল, মিলন দাস, তোবারক, কাউসার, আসলাম, তানজীন ও সাজু সহ আরও অনেকে।

সম্পর্কিত নিবন্ধ

  • সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
  • নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে ব্লকেড, মানববন্ধন
  • কুমিল্লায় ড্যাবের এক নেতার বিরুদ্ধে আরেক নেতার অনুসারীদের মানববন্ধন
  • গণঅভ্যুত্থানে হত্যায় বিএনপি নেতাকর্মীদের আসামি করার প্রতিবাদে বিক
  • অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ, নওগাঁয় ইউএনওর অপসারণ চেয়ে মানববন্ধন
  • রূপগঞ্জে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট
  • কুড়িগ্রামে বজ্রপাতে বাবা-মার মৃত্যু, এতিম হলো ৪ সন্তান 
  • খুবির অধীনে মৎস্য বীজ খামার অন্তর্ভুক্তির দাবি
  • খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণ ও প্রতিবাদকারীদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধন
  • জাকির খানের নির্দেশে বিভিন্ন পূজা মন্ডপে পানি বিতরণ