সাদিয়া আয়মানের কাছে কী জানতে চাইলেন ভক্তরা
Published: 27th, June 2025 GMT
ঈদুল আজহায় অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ ও তানিম নূরের সিনেমা ‘উৎসব’–এ অভিনয় দিয়ে নজর কেড়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। কাজের প্রসঙ্গ ও সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা বলতে গত বুধবার তিনি এসেছিলেন তারকাদের নিয়ে প্রথম আলোর নিয়মিত আয়োজন মেরিল ক্যাফে লাইভে। এদিন অনুষ্ঠান শুরুর আগে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর কাছে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয় দর্শকদের। যেখানে প্রশ্ন করেছেন দেশের নির্মাতা, চিত্রনাট্যকার থেকে শুরু করে সাধারণ দর্শক। কেউ তাঁর কাছে জানতে চেয়েছেন বিশ্ব রাজনীতি সম্পর্কে, আবার কেউ চেয়েছেন জটিল গাণিতিক হিসাব। হাস্যরসাত্মক এসব প্রশ্ন হয়েছে ভাইরাল। জেনে নেওয়া যাক, কে কি প্রশ্ন করেছেন।
চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা লিখেছেন ‘পৃথিবীর ৩০ শতাংশ স্থল আর ৭০ শতাংশ পানি। স্থল অংশটুকুর নিচেও পাতাল পানি আছে। তার মানে বলা যায়, পৃথিবীর স্থলভাগের সবকিছুই পানির ওপর ভাসমান। তাহলে আমরা কি আসলেই মানুষ নাকি স্থলের ওপর ভাসমান একপ্রকার মাছ?’
নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, ‘আচ্ছা! আমার একটি প্রশ্ন আছে? নির্ভয়ে করতে পারি? সত্যি করে বলুন, আপনি কবে বিয়ে করবেন?’
এসব প্রশ্নের বাইরে একজন জানতে চেয়েছেন, ‘কী কী পদক্ষেপ নিলে বাংলাদেশ পরমাণু শক্তিধর দেশ হতে পারবে।’ আবার আরেকজনের প্রশ্নে জানতে চেয়েছেন, ‘ইসরায়েল–ইরান যুদ্ধবিরতির পরে কী হতে পারে?’ অনেকেই আবার জটিল জটিল গাণিতিক হিসাব জানতে চেয়েছেন সাদিয়া আয়মানের কাছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আয়ম ন
এছাড়াও পড়ুন:
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন রায়হান রাফি-আলিমুজ্জামান
প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৫’ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও চলচ্চিত্র সাংবাদিক আলিমুজ্জামান। শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর চ্যানেল আই প্রাঙ্গণে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক আবদুর রহমান, অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, ‘আনন্দ আলো’-এর সম্পাদক রেজানুর রহমান, বাচসাস-এর সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, ‘অন্যপ্রকাশ’-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম, অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমিসহ চলচ্চিত্র সাংবাদিক, লেখক, প্রকাশক ও পরিচালকবৃন্দ।
আরো পড়ুন:
কলকাতায় একসঙ্গে চঞ্চল-ফারিণ
পুরুষদের ইগো সামলানো আসল চ্যালেঞ্জ ছিল: জাহ্নবী
অনুষ্ঠানে বক্তৃতাকালে কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “আমরা ফজলুল হককে সরাসরি পাইনি, কিন্তু তার কাজ দেখেছি ও অনুভব করেছি। শিল্পকলার আগামী দিনের কর্মসূচিতে ফজলুল হকের ওপর নির্মিত ডকুফিল্ম প্রদর্শনের পরিকল্পনা রয়েছে।”
স্মৃতিচারণ করেন প্রকৃতিবিদ মুকিত মজুমদার বাবু, রন্ধনবিদ কেকা ফেরদৌসী, সাংবাদিক রাজু আলীম, কণ্ঠশিল্পী খুরশীদ আলম ও অভিনেতা কেরামত মাওলা। বক্তারা আশা প্রকাশ করেন—ফজলুল হককে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া উচিত। কারণ তিনি বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতা ও নির্মাণে পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছেন।
উল্লেখ্য, প্রয়াত ফজলুল হক ছিলেন দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘সান অব পাকিস্তান (প্রেসিডেন্ট)’-এর নির্মাতা। তার স্মরণে গত ২২ বছর ধরে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
অনুষ্ঠানে চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি তার মমতাময়ী মাকে সঙ্গে নিয়ে পুরস্কার গ্রহণ করেন, যা মুহূর্তটিকে আরো আবেগময় ও স্মরণীয় করে তোলে।
ঢাকা/রাহাত/শান্ত