জামালপুরে মধ্যরাতে ডেকে বের করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
Published: 29th, June 2025 GMT
জামালপুরের ইসলামপুর উপজেলার জিগাতলা এলাকায় নিজ বাড়ির উঠানে দুবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুলিকান্দি ইউনিয়নের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্যের নাম আবদুর রহিম খন্দকার (৫০)। তিনি কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।
পরিবারের লোকজনের ভাষ্য, একদল দুর্বৃত্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে রহিমকে ঘর থেকে বের করেন। এরপর বাড়ির উঠানে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ইউপি সদস্য পরিবারের সঙ্গে ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ একদল দুর্বৃত্ত বাড়ির উঠানে গিয়ে তাঁকে ডাকতে থাকেন। এ সময় তাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। পরে তিনি ঘর থেকে বের হন। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। তাঁর মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা চলে যান। আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলকান্দি ইউপির চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, আবদুর রহিম দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। কিন্তু দুর্বৃত্তরা কেন নির্মমভাবে তাঁকে হত্যা করেছে, বিষয়টি এলাকার কেউ বলতে পারছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুর্বৃত্তদের শাস্তির দাবি জানান তিনি।
সলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, কী কারণে এই হত্যাকাণ্ড এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একই সঙ্গে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র সদস য
এছাড়াও পড়ুন:
ঢাকাসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন
সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকাসহ চার জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ঢাকা ছাড়াও গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
আরো পড়ুন:
মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
সান্ত্বনা বাড়ি ফিরেছেন
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগের দিন চার জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার। তবে কোথায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, তা জানানো হয়নি।
বিজিবি জানায়, সম্প্রতি ককটেল বিস্ফোরণ এবং বিভিন্ন মহাসড়কসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার মতো ঘটনায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি দায়িত্ব পালন করছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে গত বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে ঢাকা ও আশপাশের জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল।
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে দুদিনের শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি হচ্ছে, আগুন দেওয়া হচ্ছে যানবাহনে। ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। এছাড়া, বেশ কয়েকটি জেলায় সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
ঢাকা/এমআর/ইভা