লক্ষ্মীপুরে বাবাকে কুপিয়ে হত্যার মামলায় ছেলে গ্রেপ্তার
Published: 30th, June 2025 GMT
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হজরত আলী গাজী (৭৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার মামলায় তাঁর ছেলে মো. মামুনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকার চকবাজারে এলাকার ঢাকেশ্বরী রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। এরপর আজ সোমবার সকালে তাঁকে রায়পুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
১১ জুন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রশিদ সর্দার ব্রিজ এলাকায় হজরত আলী গাজীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহত ব্যক্তির বড় ছেলে নুর হোসেন গাজী বাদী হয়ে থানায় মামলা করেন। এতে মামুনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে আলীকে তাঁর ছেলে মো.
র্যাব-১১–এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু বলেন, ‘মামুন তাঁর বাবাকে হত্যার মামলাটিতে একমাত্র আসামি। তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভূঁইয়া আজ দুপুরে প্রথম আলোকে বলেন, এর আগেও মামুনকে মাদক আইনে করা একটি মামলায় গত ৫ মে গ্রেপ্তার করা হয়েছিল। ৪ জুন তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন। এরপর ১১ জুন তাঁর বাবাকে হত্যার অভিযোগ পাওয়া যায়। মামুনকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর হত য র
এছাড়াও পড়ুন:
এঁচোড় গোশতের রেসিপি
উপকরণ
কাঁচা কাঁঠাল টুকরা করা ১ বাটি, গরুর মাংস ২৫০ গ্রাম, আদাবাটা ১ চা–চামচ, রসুনবাটা আধা চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাবাটা ১ চা–চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আস্ত কাঁচা মরিচ ৪-৫টি, হলুদগুঁড়া আধা চামচ, রসুন কোয়া ৫-৬টি, মরিচগুঁড়া ১ চা–চামচ, গরমমসলা ও তেজপাতা পরিমাণমতো, ভাজা জিরাগুঁড়া আধা চা–চামচ, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
আরও পড়ুনপাইনঅ্যাপল পাই বানাবেন যেভাবে, দেখুন রেসিপি ১৩ আগস্ট ২০২৫প্রণালিগরম ফুটন্ত পানিতে কাঁচা কাঁঠাল একটু লবণসহ দিয়ে বলক এনে আধা সেদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে এতে রসুন কোয়া, তেজপাতা, গরমমসলা ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কষিয়ে এতে একে একে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস দিন। মাংস কষিয়ে নিয়ে এতে পরিমাণমতো পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিন। এরপর এতে সেদ্ধ করা কাঁচা কাঁঠাল দিয়ে নেড়ে কষিয়ে নিয়ে একটু পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে ভাজা জিরাগুঁড়া ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।
আরও পড়ুনপালংশাক দিয়ে কাসুন্দি মুরগির রেসিপি৩১ মিনিট আগে