বিজয় সরণিতে মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণের ম্যুরাল ভাঙায় সিপিবির ক্ষোভ
Published: 30th, June 2025 GMT
রাজধানীর বিজয় সরণি মোড়ে ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’–এর ম্যুরাল–সংবলিত সাতটি দেয়াল ভেঙে ফেলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সারা দেশে মুক্তিযুদ্ধের স্মৃতি–সংবলিত সব স্মারক যথাযথ যোগ্যতায় সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের আহ্বান জানিয়েছে দলটি।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স) আজ সোমবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যতম ভিত্তি ও অহংকার। এটা এক দিনে সংঘটিত হয়নি। ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় অসংখ্য সংগ্রামের শেষ পর্বে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলে সেখানে জুলাই অভ্যুত্থানের স্মারক নির্মাণের যে কথা শোনা যাচ্ছে, তা অত্যন্ত বিব্রতকর।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ‘জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থান ১৯৭১ সালের চেতনারই ধারাবাহিকতা। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, গণ–অভ্যুত্থান পরবর্তী সময়ে নানা কর্মসূচি এবং অনেকের অনেক বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী হয়ে দাঁড়াচ্ছে, যা জুলাই গণ–অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।’
সিপিবির নেতারা বলেন, জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন তাঁদের স্মৃতিস্মারক নির্মাণ করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জরুরি। কিন্তু মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলে সেখানে স্মৃতির মিনার নির্মাণ করা ভুল সিদ্ধান্ত হবে। অন্য জায়গা নির্ধারণ করে জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের স্মারক নির্মাণের আহ্বান জানানো হয় বিবৃতিতে।
আরও পড়ুনবিজয় সরণিতে হবে জুলাই শহীদদের ভাস্কর্য২৮ জুন ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র স ম রক
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার