সিদ্ধিরগঞ্জে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় একটি গরুর খামারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

অভিযুক্তদের মধ্যে একজন নাসিক ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোকনের জামাতা। শুক্রবার (১১ জুলাই) আনিসুর রহমান নামে এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগে উল্লেখ করেন, ওই এলাকায় তার একটি গরুর খামার রয়েছে। খামারের পাশে একটি ফাঁকা জায়গায় তিনি বালি ভরাট করে নিজের নামে একটি সাইনবোর্ড স্থাপন করেন। তবে পূর্ববিরোধের জেরে ফয়েজ ও হালিম নামের দুই স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং তাদের সঙ্গে থাকা অজ্ঞাত ৮ থেকে ১০ জন ওই সাইনবোর্ডটি একাধিকবার খুলে ফেলে দেয়।

আনিসুর রহমান আরও বলেন, হালিম তার বাহিনী দিয়ে দীর্ঘদিন ধরে কাউন্সিলর খোকনের জামাতার পরিচয়ে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজির কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি করলেও এবার তার লক্ষ্য হন তিনি নিজেই।

গত ১১ জুলাই রাত আনুমানিক রাত ১টার দিকে অভিযুক্তরা পুনরায় তার জমিতে গিয়ে সাইনবোর্ড তুলে ফেলে এবং ফয়েজের নামে একটি নতুন সাইনবোর্ড লাগিয়ে দেন। এ সময় আনিসুর রহমানের ম্যানেজার প্রতিবাদ করলে ফয়েজ, হালিম ও তাদের সহযোগীরা তাকে হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। 

তারা স্পষ্ট জানিয়ে দেন, চাহিদা অনুযায়ী টাকা দিলে তারা সাইনবোর্ড সরিয়ে নিবে এবং ভবিষ্যতে কোনো প্রতিবন্ধকতাও সৃষ্টি করবে না। চাঁদা না দিলে গরুর খামার চালাতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন আনিসুর।

তিনি জানান, পরিস্থিতির কারণে তিনি ও তার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরুপায় হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনিূর আলম বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ আওয় ম ল গ স ইনব র ড

এছাড়াও পড়ুন:

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সল আমিনের ওপর হামলা হয়েছে। এসময় তার গাড়ি ভাঙচুর করা হয়। মির্জা ফয়সল আমিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক। 

শনিবার রাত পৌনে ৯টায় বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

হামলাকারীরা ফয়সল আমিনকে লক্ষ্য করে চেয়ার ও বাঁশ নিক্ষেপ করে এবং তাঁর ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করে। এ ঘটনায় জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, প্রায় আট বছর পরে গতকাল বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। দিনভর ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা নিয়ে শুরু হয় উত্তেজনা। ফলাফল ঘোষণার দাবিতে স্থানীয় নেতাকর্মীরা ফয়সল আমিনসহ জেলার অন্য নেতাদের দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ফলাফল ঘোষণা না করা পর্যন্ত কাউকে স্থান ত্যাগ করতে দেবেন না বলে স্লোগান দিতে থাকেন। অবরুদ্ধ থাকার পর রাত পৌনে ৯টার দিকে ফয়সল আমিন ফলাফল ঘোষণা করেন। পরে তিনি গাড়িতে উঠতে গেলে ঘটে বিপত্তি। বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাঁর ওপর চড়াও হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারা হচ্ছে। তিনি দ্রুত গাড়িতে ঢোকার চেষ্টা করেন। হামলাকারীরা তাঁর গাড়িতে হামলা চালায়। ভাঙচুর করে। সঙ্গে থাকা অন্য নেতাকর্মীরা তাঁকে রক্ষার চেষ্টা করেন। এই হট্টগোলে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

গাড়ির মালিক ও তাঁর সফরসঙ্গী মো. রাশেদ বলেন, ‘আমার গাড়িটি ভাঙচুর করা হয়েছে।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. শওকত আলী সরকার বলেন, আমরা তদন্ত শুরু করেছি।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, আমরা হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।

সম্পর্কিত নিবন্ধ