দুই যুগে পদার্পণ উপলক্ষে ‘সিমেন্টে লোহার শক্তি’ শীর্ষক ক্যাম্পেইন উদ্বোধন করেছে দেশের নির্মাণশিল্পের অন্যতম ব্র্যান্ড আকিজ সিমেন্ট।

রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বুধবার রাতে এক অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসাইন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন ওই ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় ফারিয়া হোসাইন বলেন, ‘গ্রাহকের বিশ্বাস ও আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আকিজ সিমেন্ট সব সময় মানসম্মত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। “সিমেন্টে লোহার শক্তি” ক্যাম্পেইনের মাধ্যমে আমরা পণ্যের মান, স্থায়িত্ব ও প্রযুক্তিগত উৎকর্ষতা নতুনভাবে উপস্থাপন করতে চাই। ভবিষ্যতেও দেশের অবকাঠামো উন্নয়নে আকিজ সিমেন্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

শেখ জসিম উদ্দিন বলেন, ‘আকিজ সিমেন্ট দুই যুগের সাফল্যময় যাত্রায় পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় ভোক্তা, পরিবেশক, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট সবার অকুণ্ঠ সহযোগিতা, বিশ্বাস ও নিষ্ঠাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। সবার সমর্থনেই আকিজ সিমেন্ট দেশের নির্মাণশিল্পে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত।’

অনুষ্ঠানে আকিজ সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, চিফ পিপল অফিসার মোহাম্মদ আফসার উদ্দিন, ডেপুটি সিওও সোহানুর রহমান এবং বিল্ডিং ম্যাটেরিয়ালসের সিএফও মোস্তাক আহমেদ বক্তব্য দেন। এ সময় আকিজ সিমেন্টের বিভিন্ন বিজনেস ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক য ম প ইন

এছাড়াও পড়ুন:

ধানের শীষের মনোনয়ন পেলেন রেজা কিবরিয়া

হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মতো একটি দলের মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘‘এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিকমানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করা দরকার সবই আমি করতে চাই।’’

এই আসনে আরও চারজন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে আলোচনায় ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসে রেজা কিবরিয়ার নাম। গুঞ্জন ছিল, তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন। এই ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্য হলো।

রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। 

ঢাকা/মামুন//

সম্পর্কিত নিবন্ধ