বেতন ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে কর্মসূচি চলে দুপুর ১২টা পর্যন্ত। 

কর্মবিরতির কারণে রক্ত পরীক্ষা, এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআইসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা চার ঘণ্টা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন রোগীরা। বিশেষ করে ভর্তি রোগী ও বহির্বিভাগে আগত সেবাপ্রার্থীদের মধ্যে হতাশা দেখা দেয়। কর্মবিরতি শেষ হলে স্যাম্পল কালেকশন বুথগুলোতে রোগীদের ভিড় দেখা যায়।

আরো পড়ুন:

খালেদা জিয়াকে দেখতে ইংল্যান্ডের ডা.

রিচার্ড বিলি হাসপাতালে

হৃদরোগ চিকিৎসায় নতুন সক্ষমতা, বিদেশ নির্ভরতা কমবে: স্বাস্থ্য উপদেষ্টা 

সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা হাসপাতালের সামনে সমাবেশ করেন। তারা বলেন, পদ সৃষ্টি হওয়ার পর থেকে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কোনো পদোন্নতির সুযোগ রাখা হয়নি। বহুবার আশ্বাস দেওয়া হলেও মন্ত্রণালয় তা বাস্তবায়ন করেনি। তাদের দাবি, সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বিষয়টি উপস্থাপিত হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে দাবি বাস্তবায়ন স্থবির হয়ে আছে। 

সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি না মানলে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে। সমাবেশে সাইদুর রহমান, অসিম কুমার ঘোষ, মাসুম আল রশিদ, জহুরুল ইসলামসহ অনেকে বক্তব্য দেন।

তাদের দাবির প্রতি সংহতি জানিয়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অনেক কর্মীও আন্দোলনে অংশ নেন। এর আগের দুই দিনও একই দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেন আন্দোলনকারীরা।

ঢাকা/কেয়া/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ফের পেছাল তারিখ, জকসু নির্বাচন ৩০ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন, ২০২৫-এর নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তিনি বলেছেন, “আজকের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন হবে। আগামী ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হচ্ছে। এর মধ্যে যেসব কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করা হবে। আমরা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে আশাবাদী।”

এদিকে, জকসু নির্বাচনের পরিবর্তিত তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন তফসিল অনুযায়ী, প্রার্থীদের ডোপ টেস্ট ৯ ও ১০ ডিসেম্বর (মঙ্গলবার ও বুধবার), চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার), মনোনয়নপত্র প্রত্যাহার ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার) সকাল ৯টা থেকে বিকেল ৩টা, মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীদের তালিকা প্রকাশ ১৪ ডিসেম্বর (রবিবার), নির্বাচনী প্রচারণা ১৫ থেকে ২৭ ডিসেম্বর (মোট ১৩ দিন), ভোট গ্রহণের তারিখ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার), ভোট গণনা ৩০ ডিসেম্বর (ভোট গ্রহণের পর), ফলাফল ঘোষণা ৩০ অথবা ৩১ ডিসেম্বর (মঙ্গলবার বা বুধবার, ভোট গণনার পর)।

এর আগে একাধিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের দাবির ভিত্তিতে ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ক্যাম্পাসে ছুটি ঘোষণা করা হয়। ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময়ের মধ্যে জকসু নির্বাচন কমিশনও গুরুত্বপূর্ণ কার্যক্রম স্থগিত করেছে। প্রার্থীদের ডোপ টেস্ট স্থগিত করা হয় এবং চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশের কাজও স্থগিত করে নির্বাচন কমিশন।

ঢাকা/লিমন/রফিক

সম্পর্কিত নিবন্ধ