আমেরিকা বিশ্বাসঘাতকতা করতে পারে: ফরাসি প্রেসিডেন্ট
Published: 4th, December 2025 GMT
ইউরোপীয় নেতাদের সতর্ক করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁন বলেছেন, “নিরাপত্তার গ্যারান্টি সম্পর্কে অবস্থান স্পষ্ট না করেই আমেরিকা ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে।”
জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল ইউরোপীয় নেতাদের মধ্যে সাম্প্রতিক একটি ফাঁস হওয়া গ্রুপ ফোনালাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, তারা কলটির সারসংক্ষেপসহ একটি ইংরেজি নোট পেয়েছে।
স্পিগেল জানিয়েছে, ম্যাক্রঁন আলোচনার উত্তেজনাপূর্ণ মুহূর্তটিকে জেলেনস্কির জন্য ‘একটি বড় বিপদ’ বলে উল্লেখ করেছেন। ফোনের অপরপ্রান্তে থাকা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ প্রতিউত্তরে বলেছেন, ইউক্রেনীয় নেতাকে ‘খুব সতর্ক’ থাকতে হবে।
মের্জ বলেছেন, “তারা আপনার এবং আমাদের সবার সাথেই খেলা খেলছে।”
স্পিগেল জানিয়েছে, অন্যান্য ইউরোপীয় নেতারাও তাদের উদ্বেগ প্রকাশ করেছেন।
ফিনল্যান্ডের আলেকজান্ডার স্টাব বলেছেন, “আমাদের ইউক্রেন এবং ভলোদিমিরকে এই লোকদের সাথে একা ছেড়ে দেওয়া উচিত নয়।”
এমনকি ন্যাটো মহাসচিব মার্ক রুট - যিনি জনসমক্ষে ট্রাম্পের প্রশংসা করেন - তিনিও বলেছেন, আলেকজান্ডারের সাথে তিনি একমত যে ‘আমাদের ভলোদিমিরকে রক্ষা করতে হবে।”
জেলেনস্কির একজন মুখপাত্র মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর মের্জের অফিস এবং ফ্রান্সের এলিসি প্যালেস ম্যাক্রঁনের উদ্ধৃতিগুলোর বিরোধিতা করেছে।
কিন্তু ডের স্পিগেল জানিয়েছে, তারা ফোনকলের ‘বেশ কয়েকজন’ অংশগ্রহণকারীর সাথে কথা বলেছে। তারা ফোনকলের ব্যাপারটি নিশ্চিত করেছে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বচ্চন পরিবারকে পাপারাজ্জিদের বর্জন
জয়া বচ্চনের সঙ্গে পাপারাজ্জিদের দীর্ঘদিনের টানাপোড়েন অবশেষে চরম আকার ধারণ করল। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাপারাজ্জিদের নিয়ে জয়ার মন্তব্যের জেরে পুরো বচ্চন পরিবারকে বর্জনের পরিকল্পনা করা হয়েছে। এই বর্জনের তালিকায় নাতি অগস্ত্য নন্দার আসন্ন ছবি ‘ইক্কিস’-এর প্রচারও রয়েছে।
জয়া বচ্চন