শারীরিক গঠনে বদল এনে সাম্প্রতিক সময়ে বেশ নজর কাড়ছেন জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কাপিল শর্মা। নিজেকে নতুনভাবে গড়ে তোলার এই প্রয়াস নিয়ে তিনি খোলামেলা কথা বলেছেন ভ্লগার ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে। কাপিল জানিয়েছেন, এটা কোনো নির্দিষ্ট প্রজেক্টের জন্য নয়; বরং স্বাস্থ্যকর ও শৃঙ্খলাপূর্ণ জীবন যাপন করার জন্যই তাঁর এ সিদ্ধান্ত।

‘টিভিতে কাজ করতে করতে আমরা আলসে হয়ে যাই’
আলোচনার এক পর্যায়ে কাপিল বলেন, ‘“ফিরঙ্গি”র সময় আমি আরও ফিট ছিলাম। এবার ঠিক করেছি, ফিল্ম আসুক বা না আসুক, ফিট থাকবই। কারণ, টিভিতে কাজ করতে করতে আমরা আলসে হয়ে যাই। টিভিতে ওজন বাড়ল কি কমল, এর কোনো হিসাবই চলে না। কাজ চলতেই থাকে, মানুষ শুধু সোফায় বসে থাকে, পরিশ্রম বলতে কিছুই নেই। মাথাটা শুধু কাজ করে, শরীরের কোনো ব্যায়াম হয় না।’

কপিলের এই খোলামেলা মন্তব্যে সহজেই বোঝা যায় যে নিজেকে ফিট রাখার ক্ষেত্রে এখন তিনি আগের চেয়ে অনেক বেশি সিরিয়াস।

কপিল শর্মা। শিল্পীর ফেসবুক থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সুদ কমানো ও ‘কর–সন্ত্রাস’ বন্ধের দাবি

ব্যাংক খাতে ঋণের সুদহার এখন প্রায় ১৫ শতাংশ। এত সুদহার দিয়ে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীদের পক্ষে অসম্ভব। এ ছাড়া লাভ হোক কিংবা লোকসান, ব্যবসায়ীদের জন্য অগ্রিম আয়কর বাধ্যতামূলক। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের সমস্যা তো আছেই। এ ছাড়া এক বছর ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে নতুন বিনিয়োগে সাহস করছেন না কেউ।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে আয়োজিত এক সংলাপে সরকারের এক উপদেষ্টাসহ শীর্ষ পাঁচ ব্যক্তির সামনে এসব অভিযোগ তুলে ধরেন দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা। ‘স্থানীয় অংশীজনদের সঙ্গে বিনিয়োগ সংলাপ’ শিরোনামে এ সংলাপ যৌথভাবে আয়োজন করে বিডা ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

সংলাপে ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) চেয়ারম্যান মোস্তফা কামাল, অ্যাপেক্স ফুটওয়্যারের এমডি সৈয়দ নাসিম মঞ্জুর, উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মতিউর রহমান, ইস্টকোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের এমডি এস এম মাহবুবুল আলম, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাসরুর আরেফিন প্রমুখ। 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

সম্পর্কিত নিবন্ধ