১২ বছরে ৩০ প্রচেষ্টার পর অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি পেলেন রুট
Published: 4th, December 2025 GMT
অবশেষে জো রুটের লম্বা সময়ের অপেক্ষার অবসান হলো। অস্ট্রেলিয়ার মাটিতে ১২ বছরের দীর্ঘ ‘সেঞ্চুরি খরা’ ভেঙে প্রথমবারের মতো তিন অঙ্কে পা রাখলেন। আজ বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) বিকেলে গাব্বায় দিবা-রাত্রির টেস্টে ১৮১ বল খেলে পেলেন ক্যারিয়ারের বহু প্রতীক্ষিত মাইলফলক। যা তার টেস্ট ক্যারিয়ারের ৪০তম এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। এমন গুরুত্বপূর্ণ সেঞ্চুরি পেতে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সতীর্থ জ্যাক ক্রলি। যার সঙ্গে রুট গড়েছেন ১১৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।
পাঁচ ম্যাচের অ্যাশেজের এই সিরিজে রুটের ওপর ছিল অজস্র চাপ। গত কয়েক বছর ধরে দুর্দান্ত ধারাবাহিকতায় রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন তিনি। আধুনিক যুগের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি! তা যেন ভাগ্য এড়িয়ে চলছিল। ১৬টি টেস্ট খেলে একবারও তিন অঙ্কে না পৌঁছানো, রুটের মতো মানের ব্যাটারের জন্য ছিল কিছুটা হতাশাজনকও।
আরো পড়ুন:
ওয়াসিম আকরামের রেকর্ড ভেঙে শীর্ষে স্টার্ক
আফ্রিদিকে পেছনে ফেলে ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন রোহিত
এমনকি কিংবদন্তি অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ হেইডেন পর্যন্ত ঘোষণা দিয়েছিলেন- এই অ্যাশেজেও রুট যদি সেঞ্চুরি করতে না পারেন, তবে তিনি নাকি এমসিজিতে নগ্ন হয়ে হাঁটবেন! অবশেষে সেই অস্বস্তিকর আলোচনা ও বিতর্কের পরিসমাপ্তি ঘটলো। কারণ রুট অস্ট্রেলিয়ায় পেলেন তার প্রথম টেস্ট শতক, আর হেইডেনও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন।
আগে ব্যাট করতে নেমে ৫ রানেই ২ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। সেই অবস্থায় ব্যাটিংয়ে নামতে হয়েছিল ইংল্যান্ডের সাবেক অধিনায়ককে। মিচেল স্টার্ক আবারও দুর্দান্ত শুরুর আঘাত হেনে ফেরান বেন ডাকেট ও অলি পোপকে শূন্য রানে। সেখান থেকে ক্রলিকে সঙ্গে নিয়ে ১১৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান রুট। ক্রলি যখন ৭৬ রানে আউট হয়ে যান, তারপরও রুট হ্যারি ব্রুক ও বেন স্টোকসকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সচল রাখেন এবং একাই হয়ে ওঠেন ইংল্যান্ড ব্যাটিংয়ের স্তম্ভ।
বিভিন্ন দেশে জো রুটের সেঞ্চুরি সংখ্যা:
ইংল্যান্ড – ২৪টি
ওয়েস্ট ইন্ডিজ - ৪টি
ভারত – ৩টি
নিউ জিল্যান্ড – ৩টি।
শ্রীলঙ্কা – ৩টি।
দক্ষিণ আফ্রিকা – ১টি
পাকিস্তান – ১টি
অস্ট্রেলিয়া – ১।
অবশেষে, রুটের নামের পাশে যুক্ত হলো অস্ট্রেলিয়াতেও এক সেঞ্চুরি। আর সেই সঙ্গে ইতিহাসে আরেকটি রেকর্ডও। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে যে মাইলফলক তিনি স্পর্শ করলেন, তা নিঃসন্দেহে তার টেস্ট ক্যারিয়ারের সবচেয়ে বিশেষ অধ্যায়ের একটি হয়ে থাকবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক র ক ট র কর ড র কর ড
এছাড়াও পড়ুন:
ইন্টারের জার্সিতে আরেক ইতিহাস লাওতারো মার্টিনেজের
টানা দুই ম্যাচে হার, শিরোপা লড়াইয়ে ধাক্কা, তার ওপর প্রতিপক্ষের মাঠ; সব মিলিয়ে চাপটা ছিল ইন্টার মিলানের ওপরই। ঠিক সেই মুহূর্তে আলোর দিশা হয়ে ফিরলেন লাওতারো মার্টিনেজ। আর্জেন্টাইন স্ট্রাইকারের দুর্দান্ত জোড়া গোলে পিজাকে ২-০ ব্যবধানে হারিয়ে ফের জয়ের পথে ফিরেছে নেরাজ্জুরিরা। আর একই সঙ্গে ইন্টার ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করে লিখলেন মার্টিনেজ।
সিরি ‘আ’তে পিজার মাঠে নামা ইন্টার প্রথম ৪৫ মিনিটে আক্রমণে আধিপত্য করলেও গোলের দেখা পায়নি। তবে বিরতির পর চিত্রটা বদলে দেন অধিনায়ক মার্টিনেজই। ম্যাচের ৬৯ মিনিটে ডান দিকের আক্রমণ থেকে বল পেয়ে নিখুঁত শটে দলকে এগিয়ে নেন তিনি। এরপর ৮৩ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভুলে ফায়দা তুলে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আরো পড়ুন:
সালাহকে বেঞ্চে বসিয়ে স্লট বললেন, ‘সে অত্যন্ত গুরুত্বপূর্ণ লিভারপুলের জন্য’
ফ্যান আইডির যুগ শেষ, বিশ্বকাপ দেখতে লাগবে ভিসা
ম্যাচটি লাওতারো মার্টিনেজের ক্যারিয়ারে ছিল আরও এক বিশেষ মাইলফলকের। সিরি ‘আ’-তে তার ২৫০তম উপস্থিতি। আর সেই মাইলফলকের রাতে তিনি ছুঁয়ে ফেললেন অনন্য এক রেকর্ডও। পিসার বিপক্ষে গোল করায় ইতালির শীর্ষ লিগে মোট ২৯টি আলাদা দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছেন তিনি। যা সিরি ‘আ’ ইতিহাসে আর কারও নেই।
ইন্টারের জার্সিতে তার ধারাবাহিকতা ইতোমধ্যেই তাকে ক্লাব কিংবদন্তির কাতারে বসিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টার মিলানের হয়ে তার গোল এখন ১৬৩টি। তাতে তিনি পিছনে ফেলেছেন সান্দ্রো মাজ্জোলাকে, উঠে এসেছেন ক্লাবের সর্বকালীন গোলদাতাদের তালিকার চারে। সামনে রয়েছেন শুধু আলেসান্দ্রো বোনিনসেগনা। তার ১৭১ গোলের রেকর্ড স্পর্শ করতে মার্টিনেজের দরকার আরও ৯টি গোল। আর সবার ওপরে আছেন কিংবদন্তি জিউসেপে মেয়াজা। যার গোল সংখ্যা ২৮৪।
চলতি মৌসুমেও দারুণ ছন্দে আছেন লাওতারো। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার দশম গোল। এই জয়ের ফলে ১৩ ম্যাচ শেষে ইন্টার মিলানের সংগ্রহ ২৭ পয়েন্ট। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে এসি মিলান। দ্বিতীয় স্থানে নাপোলি। তবে তালিকার প্রথম থেকে ছয় নম্বরের ব্যবধান মাত্র চার পয়েন্ট। যা এ মৌসুমের সিরি ‘আ’কে আরও কঠিন ও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।
ঢাকা/আমিনুল