সোনারগাঁয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইডের বিস্ফোরণ, ছুটি ঘোষণা
Published: 4th, December 2025 GMT
সোনারগাঁয়ে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কে হাইড্রোজেন পার অক্সাইড নামক দাহ্য রাসায়নিকের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ৩টায় উপজেলার টিপরদীতে অবস্থিত চৈতী কম্পোজিট ইন্ডাস্ট্রিয়াল পার্কের ২ নম্বর গেট সংলগ্ন এলাকায় সামুদা কেমিক্যালের কনটেইনার থেকে হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চৈতী কম্পোজিটের সুইং অপারেটর সানাউল্লাহ মিয়া বলেন, বিস্ফোরণের পর চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ৯ হাজার কর্মীর মধ্যে অগ্নিকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়লে, হুড়োহুড়ি লেগে গেলে আমিসহ কয়েকজন আহত হয়। এরপর আমাদের সবকটি ইউনিটকে ছুটি দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি বলেন, দাহ্য রাসায়নিক হাইড্রোজেন পার অক্সাইড লোড করার সময় ওভারলোড হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরক দ্রব্য সংরক্ষণের যথাযথ পদ্ধতি অবলম্বন না করার সম্ভাবনা রয়েছে। এতে কোনো হতাহত না হলেও আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের মহা ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, হাইড্রোজেন পার অক্সাইড ওভারলোড হয়ে কিছু নিচে পড়ে যাওয়ায় বিস্ফোরণ হয়। এতে কোনো হতাহত হয়নি। সব ইউনিট ছুটি ঘোষণা করা হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ইন ড স ট র য় ল প র ক
এছাড়াও পড়ুন:
সাংবাদিক সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বেসরকারী চ্যানেল সময় টিভি’র সিনিয়র রিপোর্টার শওকত আলী সৈকতের পিতা আব্দুল হাই ভুঁইয়া (৮০) বার্ধক্য জনিত কারণে আজ (বৃহষ্পতিবার) সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শওকত আলী সৈকতের পিতার মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায়, ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আব্দুল হাই ভুঁইয়াঅবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গিয়েছেন।আজ বাদ আছর দক্ষিণ সস্তাপুরেরবাইতুল আকসা জামে মসজিদে নামাজে জানাজা শেষে মাসদাইর সিটি কবরস্থানেদাফনসম্পন্ন করাহয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনায় আগামী শনিবার (৬ ডিসেম্বর) সস্তাপুরের বাইতুল আকসা জামে মসজিদে বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে এবং পরিবারের পক্ষ থেকেসবাইকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহন করার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।