লস অ্যাঞ্জেলেসে বিজয় দিবস শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন ১৪ ডিসেম্বর
Published: 4th, December 2025 GMT
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রবাসী বাংলাদেশিরা ১৪ ডিসেম্বর বিজয় দিবসের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবেন। স্বাধীনতার ৫৫তম বিজয় দিবস এবং ‘লিটল বাংলাদেশ’ ঘোষণার ১৫ বছর পূর্তিকে কেন্দ্র করে এ আয়োজন হতে যাচ্ছে।
লস অ্যাঞ্জেলেসের থার্ড স্ট্রিট থেকে আলেকজান্দ্রিয়া অ্যাভিনিউ পর্যন্ত দুপুর থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। লস অ্যাঞ্জেলেস সিটি কর্তৃপক্ষ এর জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে। সিটির কাউন্সিলউইম্যান হেদার হাট প্যারেড মার্শাল হিসেবে উপস্থিত থাকবেন। লস অ্যাঞ্জেলেস কনস্যুলেটের কনসাল জেনারেল প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বলে আয়োজক কমিটি নিশ্চিত করেছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স
এছাড়াও পড়ুন:
ঢাকা ৭-এ বিএনপির প্রার্থী হামিদ জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরো ৩৬টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে ঢাকা-৭ আসনে দলের মনোনয়ন পেয়েছেন পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (সাবেক জগন্নাথ কলেজ) ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
জলবায়ু পরিবর্তনে বিষাক্ত ধাতু মুক্ত হচ্ছে, ভবিষ্যতের জন্য নতুন হুমকি
রাবির ভর্তি পরীক্ষার আবেদন ২ লাখ ছাড়াল
গত ৩ নভেম্বর বিএনপি প্রথম পর্যায়ে ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। একদিন পর মাদারীপুর-১ আসনের ঘোষিত প্রার্থীর নাম স্থগিত করা হয়।
সে হিসাবে মোট ২৭২ আসনে দলটির প্রার্থী ঘোষণা করা হলো। বাদ বাকি ২৮ আসনের তালিকা ‘যথাসময়ে’ ঘোষণা করা হবে বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন।
ঢাকা-৭ আসনে দলের মনোনয়ন পাওয়া হামিদুর রহমান হামিদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি তৎকালীন জগন্নাথ কলেজের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। স্কুলজীবন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন। তার নেতৃত্বের অন্যতম মাইলফলক ছিল জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করা। তার সময়ের ছাত্রনেতাদের অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ, ২০০৫ সালের ২০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে সুসংগঠিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অদ্যাবধি এর পৃষ্ঠপোষকতা করে আসছেন।
রাজনৈতিক পদবীর বাইরেও নিজ এলাকায় মানুষের সেবায় নিবেদিত এক সমাজসেবক, দানবীর ও ন্যায়প্রিয় নেতা হিসেবে বেশ পরিচিত হামিদুর রহমান।
হামিদুর রহমান বলেন, ‘‘মানুষের পাশে থাকা আমার জীবনের মূল অঙ্গীকার। ঢাকা-৭ আসনের মানুষের জন্য সেবা, সহমর্মিতা ও আস্থা—সবকিছুই আমার কাছে অগ্রাধিকার পাবে।’’
এর আগে ঢাকার ১৩ আসেন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবীউল্লাহ নবী, ঢাকা-৬ ইশরাক হোসেন, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম কাইয়ুম, ঢাকা-১২ সাইফুল আলম নীরব, ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আমিনুল হক এবং ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। আজ ঢাকার আরো চার আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন ঢাকা-৭ আসনে হামিদুর রহমান, ঢাকা-৯ আসনে হাবিবুর রশিদ, ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম, ঢাকা-১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা/লিমন/বকুল