হবিগঞ্জ-১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মতো একটি দলের মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে জানিয়েছেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘‘এর ফলে আমি আমার এলাকা নবীগঞ্জ-বাহুবলের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। প্রথমেই আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। উন্নতমানের কলেজ, টেকনিক্যাল কলেজ, নার্সিং কলেজ করতে চাই। আন্তর্জাতিকমানের শিক্ষিত লোক তৈরির জন্য যা যা করা দরকার সবই আমি করতে চাই।’’

এই আসনে আরও চারজন ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে আলোচনায় ছিলেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ মুখলেছুর রহমান মুখলিস। তবে বেশ কিছুদিন ধরেই আলোচনায় উঠে আসে রেজা কিবরিয়ার নাম। গুঞ্জন ছিল, তিনি বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেতে পারেন। এই ঘোষণার মধ্য দিয়ে সেই গুঞ্জন সত্য হলো।

রেজা কিবরিয়া প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। 

ঢাকা/মামুন//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ক বর য় ব এনপ

এছাড়াও পড়ুন:

সাংবাদিক সৈকতের বাবা আব্দুল হাই ভূঁইয়া আর নেই, শোক

সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শওকত আলী সৈকতের বাবা অবসরপ্রাপ্ত সমবায় কর্মকর্তা আব্দুল হাই ভূঁইয়া আর নেই।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আব্দুল হাই ভুইয়া (৮০) বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থ হয়ে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া----রাজেউন)।

বাদ আছর নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সস্তাপুর বায়তুল আকসা জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা ও মাসদাইর কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ টাইমস পরিবার।
 

সম্পর্কিত নিবন্ধ