ম্যাচ চলাকালীন ধূমপান করে আলোচনায় আর্জেন্টাইন কোচ
Published: 4th, December 2025 GMT
বিশ্ব ফুটবলে আবেগের দিক থেকে আর্জেন্টাইন লিগের তুলনা মেলা ভার। প্রতি সপ্তাহে স্টেডিয়াম থাকে কানায় কানায় ভর্তি। আর সমর্থকেরা বাঁচে-মরে তাদের দলকে ঘিরে। সেই তীব্র আবেগ কখনো কখনো মাঠের প্রধান চরিত্রদেরও চাপে ফেলে দেয়। আর সেই চাপ সামলাতে গিয়ে রেসিং ক্লাবের কোচ গুস্তাভো কস্তাস সম্প্রতি এমন এক কাজ করেছেন, যা দেখে একদিকে হাসির রোল, অন্যদিকে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।
রেসিং ও তিগ্রে- দু’দলই লড়ছিল আর্জেন্টাইন টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার জন্য। উত্তেজনা এতটাই তুঙ্গে ছিল যে পুরো ম্যাচেই গোল হলো না। অবশেষে খেলা গড়াল টাইব্রেকারে। সেই স্নায়ুচাপই যেন সহ্য করতে পারছিলেন না কস্তাস। ফল- ম্যাচ চলাকালীনই সিগারেট ধরিয়ে ফেললেন! আর টিভি ক্যামেরায় ধরা পড়তেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম হলো।
আরো পড়ুন:
এমবাপ্পের জোড়া গোলে রিয়ালের দাপুটে জয়
নেইমারের হ্যাটট্রিকে ‘অবনমন’ এড়াল সান্তোস
পেনাল্টি শুটআউট শুরু হওয়ার ঠিক আগে উত্তেজনা সামাল দিতে ডাগআউটের পাশে চলে গেলেন কস্তাস। সঙ্গী কোচদের সামনে দাঁড়াতে বললেন, যেন কেউ তাকে দেখতে না পায়। তারপরই পকেট থেকে সিগারেট বের করে মাঠের ভেতরেই তা ধরিয়ে টানতে শুরু করলেন রেসিং কোচ। এই আচরণ নিয়মবিরুদ্ধ, এমনকি ক্লাব ও কোচ; দু’জনের জন্যই শাস্তি ডেকে আনতে পারে।
ভাগ্য অবশ্য সেদিন কস্তাসের পক্ষেই ছিল। পেনাল্টিতে রেসিং জিতে যায় এবং জায়গা করে নেয় সেমিফাইনালে। কিন্তু কোচের এই আচরণের জন্য ক্লাবকে শাস্তির মুখোমুখি হতে হয় কি না এখন সেটাই দেখার বিষয়।
সেমিফাইনালে রেসিং এখন যাচ্ছে লা বোম্বোনেরায়, মুখোমুখি হবে বোকা জুনিয়র্সের। যা অনেকের চোখে আগাম এক সম্ভাব্য ফাইনাল। দুই দলই সমৃদ্ধ ইতিহাসের অধিকারী এবং বর্তমানে দারুণ সময় কাটাচ্ছে।
কস্তাস রেসিংয়ের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সমর্থকদের মন জয় করে ফেলেছেন। ক্যারিশমা তো আছেই, তার সঙ্গে যোগ হয়েছে সাফল্য। ২০২৪ সালে কোপা সুদামারিকানা জিতিয়েছেন দলকে, আর চলতি বছর তুলেছেন কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালে। তার হাত ধরে রেসিংয়ের ট্রফিকেবিনেটে যোগ হয়েছে নতুন নতুন সাফল্য।
আগামী রবিবার রেসিং-বোকা সেমিফাইনাল মুখোমুখি হবে। আর অন্য সেমিফাইনালে লড়বে এস্তুদিয়ান্তেস ও হিমনাসিয়া।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন স ম ফ ইন ল
এছাড়াও পড়ুন:
ছাত্রশিবির–সমর্থিত প্যানেলের ভিপি-জিএস প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবদুল আলিম আরিফকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার অভিযোগে তাদের এ নোটিশ দেওয়া হয়েছে।
রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও আবদুল আলিম আরিফ শাখা ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের পক্ষে গত ২৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সংবাদ সম্মেলন হয়। সেখানে প্যানেলের কয়েকজন প্রার্থীসহ আরও অনেকে জকসু প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার ও জবি প্রশাসনের বিরুদ্ধে নানা ধরনের উসকানিমূলক, বিভ্রান্তকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। এ ধরনের আচরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫ ও জকসু নির্বাচনী আচরণ বিধিমালা ২০২৫–এর সুস্পস্ট লঙ্ঘন। এ ধরনের আচরণ অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হলো।
নোটিশে আরও বলা হয়, তাঁদের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিতভাবে জানাতে হবে।
বিষয়টি নিয়ে ছাত্রশিবির–সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী আবদুল আলিম আরিফ প্রথম আলোকে বলেন, নির্বাচন কমিশনার যে অভিযোগগুলো উত্থাপন করেছে, সেগুলো অস্পষ্ট ও অসংগত। তারপরও যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কমিশনের পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব দেওয়া হবে।