কুষ্টিয়ায় সন্ত্রাসীর গুলিতে কৃষক নিহত
Published: 4th, December 2025 GMT
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় রফিকুল ইসলাম রফি (৪০) নামে কৃষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে তাকে গুলি করা হয়।
নিহত রফিকুল পচাভিটা গ্রামের মত আলী মোল্লার ছেলে। গুলিবিদ্ধ দুইজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু
দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রফিকুলের বুকে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে মারা যায়। আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
ওসি আরো বলেন, ‘‘কে বা কারা গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত আইনে আওতায় আনা হবে।’’
পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল ক্ষেতে কাজ শেষে সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের দোকানে বসে চা খাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তারা কয়েক রাউন্ড এলোপাথাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে তিনজন এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। রফিকুল স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারো সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কুষ্টিয়ায় সন্ত্রাসীর গুলিতে কৃষক নিহত
কুষ্টিয়া দৌলতপুর উপজেলায় রফিকুল ইসলাম রফি (৪০) নামে কৃষককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পচাভিটা গ্রামে তাকে গুলি করা হয়।
নিহত রফিকুল পচাভিটা গ্রামের মত আলী মোল্লার ছেলে। গুলিবিদ্ধ দুইজনকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
কুমিল্লায় ট্রলি উল্টে খালে, গোসলরত ৩ নারীর মৃত্যু
দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। রফিকুলের বুকে গুলিবিদ্ধ হলে ঘটনাস্থলে মারা যায়। আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছে।
ওসি আরো বলেন, ‘‘কে বা কারা গুলি করেছে, তা তাৎক্ষণিকভাবে তা সনাক্ত করা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। দোষীদের দ্রুত আইনে আওতায় আনা হবে।’’
পুলিশ ও স্থানীয়রা জানান, রফিকুল ক্ষেতে কাজ শেষে সন্ধ্যার পর স্থানীয় পচাভিটা গ্রামের দোকানে বসে চা খাচ্ছিলেন। একটি মোটরসাইকেলে তিনজন এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বুকে গুলিবিদ্ধ হয়ে রফিকুল ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা সন্ত্রাসীদের ধরতে এগিয়ে গেলে তারা কয়েক রাউন্ড এলোপাথাড়ি গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে স্থানীয় রবজেল ও ইউসুফ পায়ে গুলিবিদ্ধ হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলে তিনজন এসে রফিকুলকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করে। রফিকুল স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে কারো সঙ্গে তার দ্বন্দ্ব ছিল না বলে এলাকাবাসী জানিয়েছে।
ঢাকা/কাঞ্চন/বকুল