হামাসের বিরুদ্ধে কাজ করা এবং মানবিক সাহায্য লুটপাটের অভিযোগে অভিযুক্ত একটি মিলিশিয়া গোষ্ঠীর নেতা ইয়াসের আবু শাবাবকে হত্যা করা হয়েছে। এই ইয়াসের আবু শাবাব ইসরায়েলের পক্ষ নিয়ে কাজ করতেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ইসরায়েলি রেডিও এর বরাত দিয়ে বৃহস্পতিবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

আবু শাবাব পপুলার ফোর্সেস নামের একটি দলের নেতৃত্ব দিতেন। গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধের সময় আবু শাবাব কুখ্যাতি অর্জন করে। প্রতিবেদন প্রকাশ পাওয়া শুরু হলে ইসরায়েলি সেনাবাহিনীর সুরক্ষায় ভূখণ্ডে প্রবেশকারী সামান্য মানবিক সাহায্য চুরি করার অভিযোগে তার দলকে অভিযুক্ত করা হয়।

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা গাজার সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে সহযোগিতা করছে, যার মধ্যে আবু শাবাবের নেতৃত্বাধীন একটি দলও রয়েছে। এর মাধ্যমে তারা হামাসবিরোধী স্থানীয় বাহিনী প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।

আবু শাবাবের মৃত্যুর বিষয়ে খুব কম তথ্যই পাওয়া গেছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, আবু শাবাব ‘গাজা গোত্রের’ সাথে সংঘর্ষে নিহত হয়েছেন এবং পরে দক্ষিণ ইসরায়েলের সোরোকা মেডিকেল সেন্টারে তাকে মৃত ঘোষণা করা হয়।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

কাফু–ক্যানিজিয়ার সঙ্গে নৈশভোজের সুযোগ

ফুটবল বিশ্বকাপ এলে বোঝা যায় ব্রাজিল–আর্জেন্টিনাকে নিয়ে এ দেশের মানুষ কতটা ভাবেন। সবার মুখে মুখে তখন এ দুই দলের ফুটবলারদের গল্প। একবার ভাবুন, সেই গল্পের নায়কদের চোখের সামনে দেখলে কেমন লাগবে! কদিন পরই মিলতে পারে তেমন একটা সুযোগ। ১১ ডিসেম্বর ঢাকায় আসার কথা দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্লদিও ক্যানিজিয়ার।

ব্রাজিলের কাফু ও আর্জেন্টিনার ক্যানিজিয়াকে নিয়ে আসছে আয়োজক প্রতিষ্ঠান এ এফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এম ডি আসাদুজ্জামানই গতকাল প্রথম আলোকে এ তথ্য দিয়েছেন। দুই ফুটবলারের ঢাকা সফর নিয়ে আসাদুজ্জামান বলেন, ‘কাফু ও ক্যানিজিয়া ১১ তারিখ সকালে একই ফ্লাইটে ঢাকায় আসবেন। ১৩ তারিখ একই সঙ্গে চলে যাবেন।’

হঠাৎ কেন ঢাকায় আসছেন কাফু–ক্যানিজিয়া? আজ থেকে ঢাকার জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে লাতিন–বাংলা সুপার কাপ।  এই টুর্নামেন্ট উপলক্ষেই তাঁরা দুজন আসছেন ঢাকায়। টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে রেড গ্রিন ফিউচার স্টার নামে। সম্প্রতি চীনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলা দলের ১৯ জন আছেন এই স্কোয়াডে।

এভাবেই বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিল অধিনায়ক কাফু

সম্পর্কিত নিবন্ধ