চট্টগ্রাম বন্দরের পরিচালনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদের অংশ হিসেবে সিলেটে বাম জোটের মিছিল পুলিশি বাধার মুখে পড়ে। বাধা সত্ত্বেও ব্যারিকেডের ভেতরেই বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটার দিকে নগরীর চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

বাম জোট সূত্রে জানা যায়, চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠান, ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার উদ্যোগের বিরুদ্ধে ঢাকায় বাম জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দেয়। এর প্রতিবাদে তাৎক্ষণিক সিলেটেও মিছিল বের করে বাম জোট।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হওয়ার পরই পুলিশ চৌহাট্টায় ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও শেষ পর্যন্ত ব্যারিকেডের মধ্যেই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।

বক্তারা অভিযোগ করেন, দেশের ওপর ‘সাম্রাজ্যবাদের নগ্ন থাবা’ বিস্তারের সুযোগ করে দিচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার। তারা বলেন, সরকারের প্রধান কাজ হওয়া উচিত জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তার পরিবর্তে এখতিয়ার বহির্ভূতভাবে গুরুত্বপূর্ণ বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাম নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ সিলেট জেলার আহ্বায়ক আবু জাফর, সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, বাংলাদেশ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদসহ বাম জোটের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।

ঢাকা/রাহাত//

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

এই বয়সেও মানুষটা কত উজ্জীবিত, আহমেদ শরীফকে নিয়ে জায়েদ খান

ঢাকাই বাণিজ্যিক সিনেমার সুদিনে এক নামেই আলো ছড়াতেন—আহমেদ শরীফ। খলনায়কের চরিত্রে তার উপস্থিতি ছিল যেন সিনেমার অপরিহার্য অংশ। প্রায় ৮৫০টির বেশি সিনেমায় অভিনয় করা এই শক্তিমান অভিনেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটাচ্ছেন। আর সেখানেই জায়েদ খানের অতিথি হয়েছেন আহমেদ শরীফ। 

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রচারিত ঠিকানা টিভির জনপ্রিয় টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ এর আগামী পর্বে অতিথি হিসেবে থাকছেন আহমেদ শরীফ। শুক্রবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে পর্বটি, যেখানে উঠে আসবে বাংলা চলচ্চিত্রের অসংখ্য অজানা গল্প, স্মৃতির সরণি আর দীর্ঘ ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা। 

আরো পড়ুন:

নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে জায়েদ–মাহি!

জায়েদ ভাই দেশের অর্ধেক মেয়েরই ফেভারিট: নুসরাত ফারিয়া

নিউ ইয়র্ক থেকে জায়েদ খান জানালেন, তার অভিভূত অভিজ্ঞতার কথা। তিনি বলেন, “একজন মানুষ এই বয়সেও কত উজ্জীবিত, কত ফিট! ৮৫০–এর অধিক সিনেমায় অভিনয় করেছেন। ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সিনেমার কত ইতিহাস তার কাছ থেকে জানা যায়! তিনি নিজেই যেন একটা ‘সিনেমার ডিকশনারি’। এই বয়সেও তার কণ্ঠে সংলাপ, আবৃত্তি, এমনকি ফাইটিংয়ের দৃশ্য—সবই মুগ্ধ হয়ে দেখার মতো।” 

উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, “আমি সত্যিই ভাগ্যবান, তিনি আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছেন। তার কাছ থেকে সিনেমার বহু অজানা ইতিহাস জানতে পেরেছি।” 

‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর ১২তম পর্বে কিংবদন্তি এই অভিনেতার জীবনের বহু অনুচ্চারিত গল্প এবার জানতে পারবেন বলেও জানান এই সঞ্চালক।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ