গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তের মধ্যেই পরিণত হয় মৃত্যুপুরীতে। সময়ের সঙ্গে মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এই ভূখণ্ডের বাতাস।

প্রতি বছরই বিশ্বের নানা দেশে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে থাকে। সেসব ঘটনা অবলম্বনে হলিউডে অনেক সিনেমা নির্মিত হয়েছে। এর আগে ভারতেও ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে, রয়েছে সাহসী কিছু বিমান যাত্রা। এসব বাস্তব ঘটনা অবলম্বনে পরবর্তীতে বলিউডে নির্মিত হয়েছে বেশ কিছু সিনেমা। এমন কয়েকটি সিনেমা নিয়ে এই প্রতিবেদন।

এয়ারলিফট
১৯৯০ সালে কুয়েত আক্রমণ করে ইরাক। ফলে কুয়েতে বসবাসরত প্রায় ১ লাখ ৭০ হাজার ভারতীয় নাগরিক সেখানে আটকা পড়েন। এ পরিস্থিতিতে রঞ্জিত কাটিয়াল নামে এক ব্যবসায়ী ভারতে তার পরিবারের কাছে ফিরে যেতে চান। কিন্তু কুয়েতে আটকে পড়া অন্যান্য ভারতীয়দের দুর্দশা দেখে তাদের উদ্ধারের একটি দুঃসাহসিক পদক্ষেপ নেন তিনি। সর্বশেষ বিমান যোগে আটকে পড়া ভারতীয়দের দেশে পাঠানোর ব্যবস্থা করেন রঞ্জিত। এই গল্প নিয়ে নির্মিত হয়েছে হিন্দি সিনেমা ‘এয়ারলিফট’। রঞ্জিত চরিত্রে অভিনয় করেন অক্ষয় কুমার। রাজা কৃষ্ণা মেনন নির্মিত সিনেমাটি ২০১৬ সালের ২১ জানুয়ারি মুক্তি পায়। ৩০ কোটি রুপি বাজেটের সিনেমা আয় করেছিল ২২১ কোটি রুপির বেশি।    

আরো পড়ুন:

সংসার ভাঙছে ‘কোই মিল গ্যায়া’ সিনেমার সেই টিনার?

স্ত্রীকে সঞ্জয়ের ‘মা’ সম্বোধন, নেপথ্যে কী?

নীরজা
রাম মাধবানি নির্মিত আলোচিত বলিউড সিনেমা ‘নীরজা’। সিনেমাটি তৈরি হয়েছে বিমানবালা নীরজা ভানটের জীবনের গল্প নিয়ে। ১৯৮৬ সাালের ৫ সেপ্টেম্বর ভারত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ‘প্যান অ্যাম ফ্লাইট ৭৩’ বিমান। পরবর্তীতে পাকিস্তানের করাচিতে যাত্রা বিরতির সময় বিমানটি সন্ত্রাসীদের হাতে জিন্মি হয় এবং এ ঘটনায় প্রাণ হারান নীরজা ভানট। সেই ঘটনা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। বিমান ছিনতাইয়ের সেই ঘটনায় ২০ জন যাত্রী মারা গিয়েছিলেন এবং ১০০ জন আহত হয়েছিলেন। বাকি মানুষের জীবন বেঁচে গিয়েছিল নীরজার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার জন্যই। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেন সোনম কাপুর। ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। ২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করেছিল ১২১ কোটি রুপি। 

রং দে বাসন্তী
ভারতের স্বাধীনতা আন্দোলনের পাঁচ শহীদের সংগ্রামের কাহিনি পড়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরির উদ্দেশ্যে ইংল্যান্ড থেকে ভারতে যায় সু (এলিস)। সু’র ভারতীয় বন্ধু সোনিয়ার (সোহা আলী খান) মাধ্যমে পাঁচ তরুণের সঙ্গে পরিচয় ঘটে তার। এই পাঁচ তরুণ হলেন—ডিজে (আমির খান), করন (সিদ্ধার্থ), সুখি (সারমান জোসি), আসলাম (কুনাল কাপুর), পান্ডে (অতুল কুলকার্নি)। পরে সু এদেরকে দিয়েই ডকুমেন্টারি ফিল্ম নির্মাণের সিদ্ধান্ত নেন।  

তবে সিনেমাটির গল্প মোড় নেয় যখন বিমান বাহিনীর মিগ-২১ ক্র্যাশে সোনিয়ার বয়ফ্রেন্ড ফ্লাইট লেফটেন্যান্ট অজয় (আর.

মাধবান) মৃত্যুবরণ করেন। অজয়ের মৃত্যু মোড় ঘুরিয়ে দেয় ডিজেদের জীবনেও। অজয়ের মৃত্যুর পর সরকার ঘোষণা করে, পাইলটের ভুলের কারণে মিগ-২১ ক্র্যাশ হয়। কিন্তু দক্ষ পাইলট অজয় শহরের অসংখ্য লোকের প্রাণ বাঁচানোর জন্য তার জীবনকে উৎসর্গ করেছিলেন। সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও আমলাদের দুর্নীতির মাধ্যমে বিদেশ থেকে কেনা সস্তা ও ত্রুটিযুক্ত মিগ-২১ এর কারণেই দুর্ঘটনা ঘটেছিল। এমন গল্প নিয়ে নির্মিত হয় ‘রং দে বাসন্তী’ সিনেমা। রাকেশ ওমপ্রকাশ মেহরা নির্মিত সিনেমাটি ২০০৬ সালের ২৬ জানুয়ারি মুক্তি পায়। 

রানওয়ে ৩৪
২০১৫ সালের ১৮ আগস্ট দোহা থেকে জেট এয়ারওয়েজের ফ্লাইট ৯ ডব্লিউ ৫৫৫ কোচি বিমানবন্দরের আকাশে পৌঁছায়। কিন্তু সদ্য বৃষ্টি হওয়ার কারণে বিমানটি নামতে পারেনি। তাছাড়া ভোরের কুয়াশায় চারদিক আচ্ছাদিত ছিল। ওই সময়ে বিমানে ১৪১ জন যাত্রী আর ৮ জন ক্রু সদস্য ছিলেন। বিমানে তেল জ্বালানি মজুত ছিল ৪ হাজার ৮৪৪ কেজি। কোচি বিমানবন্দরে তিনবার ল্যান্ডিং করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কমতে থাকে বিমানের জ্বালানির পরিমাণ। ২ হাজার কেজিতে জ্বালানি নামার পর বিমানটি তিরুবনন্তপুরম এয়ারপোর্টে ঘুরিয়ে নেন পাইলট। কিন্তু সেখানেও প্রচন্ড কুয়াশার কারণে ৬ বার চেষ্টা করেও ব্যর্থ হয়। বিমানবন্দর থেকেও ল্যান্ড করতে বাধা দেওয়া হয়। সপ্তমবার ‘ব্লাইন্ড ল্যান্ডিং’ করেন পাইলট এবং সফল হন। আর একবারও যদি ল্যান্ডিংয়ের চেষ্টা বিফলে যেত, তবে জ্বালানি ফুরিয়ে আকাশেই ক্র্যাশ করত বিমানটি। এই বাস্তব ঘটনা অবলম্বেন নির্মিত হয় ‘রানওয়ে ৩৪’ সিনেমা। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনাও করেন অজয় দেবগন। ২০২২ সালের ২৯ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি।

ঢাকা/শান্ত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন র ম ত হয় গল প ন য় ত হয় ছ ব ম নট কর ছ ল র জ বন প ইলট

এছাড়াও পড়ুন:

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা-২০২৫ অনুযায়ী ভর্তি করা হবে।

আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা

১. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের জন্য: বিজ্ঞানে (বাংলা মাধ্যম) জিপিএ ৩.৫০, বিজ্ঞানে (ইংরেজি ভার্সন) জিপিএ ৩.৫০, ব্যবসায় শিক্ষায় জিপিএ ৩.০০ এবং মানবিকে ৩.০০ পেতে হবে।

২. অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য: বিজ্ঞানে (বাংলা মাধ্যম): জিপিএ ৫.০০, বিজ্ঞানে (ইংরেজি ভার্সন) জিপিএ ৫.০০, ব্যবসায় শিক্ষায় জিপিএ ৪.৫০ এবং মানবিকে ৪.০০ পেতে হবে।

আসনসংখ্যা

বিজ্ঞানে (বাংলা মাধ্যম): ১৫৩০টি, বিজ্ঞানে (ইংরেজি ভার্সন) ৩০০টি, ব্যবসায় শিক্ষায় ২৮০টি এবং মানবিক ২৮০টি আসনে সর্বমোট ২ হাজার ৩৯০ ছাত্রী ভর্তি করা হবে।

অনলাইনে আবেদন ও নিশ্চায়নের তারিখ

প্রথম পর্যায়: অনলাইনে আবেদন ৩০ জুলাই থেকে ১১ আগস্ট ২০২৫, নিশ্চায়নের তারিখ ২০ আগস্ট থেকে ২২ আগস্ট ২০২৫।

দ্বিতীয় পর্যায়: অনলাইনে আবেদন ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট ২০২৫, নিশ্চায়নের তারিখ ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৫।

তৃতীয় পর্যায়: অনলাইনে আবেদন ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর ২০২৫, নিশ্চায়নের তারিখ ৩ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ২০২৫।

আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫দরকারি তথ্য

১. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের মধ্যে যারা এ প্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক, তাদের অবশ্যই প্রথম পছন্দ হিসেবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ নির্বাচন করতে হবে। উল্লেখ্য, অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক ছাত্রীকে সর্বনিম্ন ৫টি কলেজ নির্বাচন করতে হবে।

২. আবেদন ফি ২২০ টাকা মাত্র।

৩. ইংরেজি ভার্সন বিজ্ঞান শাখা থেকে পাস করা ছাত্রীরাই শুধু ইংরেজি ভার্সনে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

৪. পরবর্তী সময়ে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত মেধাতালিকা প্রকাশের পর নির্বাচন নিশ্চায়ন ফি ৩৩৫ টাকা পরিশোধ করে প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন করতে হবে।

৫. নিশ্চায়ন সম্পন্ন করার পর ভিএনএসসির নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করতে হবে। অনলাইনে ভর্তিপ্রক্রিয়ার বিস্তারিত পদ্ধতি পরবর্তী সময়ে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

# অনলাইন আবেদনের ওয়েব লিংক: https://esvg.xiclassadmission.gov.bd/

একাদশে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তৃতীয় বা চতুর্থ বিষয় হিসেবে উচ্চতর গণিত নেওয়া বাধ্যতামূলক। সেই সঙ্গে জীববিজ্ঞান ও পরিসংখ্যান বিষয়ের মধ্যে যেকোনো একটি বিষয় নিতে পারবে

সম্পর্কিত নিবন্ধ

  • এলডিসি উত্তরণের পরবর্তী প্রস্তুতি নিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন
  • ৪৪তম বিসিএস: মনোনীত প্রার্থীদের তথ্য চেয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ
  • ‘আগামীর বাংলাদেশে মিডিয়াকে দালাল হিসেবে দেখতে চাই না’ 
  • ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’ নিয়ে রায় পুনর্বিবেচনার আবেদনের পরবর্তী শুনানি বুধবার
  • মাইলস্টোনে দগ্ধ ৩৩ জন এখনো ভর্তি, আইসিইউতে ৩
  • শেখ হাসিনার অডিওগুলো শুনলে বোঝা যায়, তাঁর এখনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে: আইন উপদেষ্টা
  • দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে
  • ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি
  • রাকসু: দীর্ঘ ৩৫ বছর অপেক্ষার অবসান ঘটাবে যে নির্বাচন