সান্তোসে ফিরে আসার গল্পটা কি তবে শেষ পর্যন্ত হতাশার কালিতে লেখা হবে? নিজের শৈশবের ক্লাবকে পুনরায় গৌরবের পথে ফেরানোর প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বর্তমানে তার ফেরা যেন রূপ নিয়েছে এক বিভ্রান্তিকর অধ্যায়ে। যেখানে ইনজুরি, নিষেধাজ্ঞা, ফর্মহীনতা আর বিতর্ক ঘুরেফিরে হাজির।

২৩ জুলাই রাতে ব্রাজিলিয়ান সিরি’আ লিগে ইন্টারনাসিওনালের বিপক্ষে ২–১ গোলে হারে সান্তোস। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন নেইমার, ম্যাচ শেষে এক দর্শকের সঙ্গে মুখোমুখি বাকবিতণ্ডায় জড়িয়ে।

ম্যাচের শেষদিকে সান্তোস যখন ২–০ গোলে পিছিয়ে, তখন যোগ করা সময়ে আলভারো মার্টিন বাররিয়ালের একটি গোল কিছুটা আশার আলো জাগায়। এরপর ৯৩তম মিনিটে বাঁ পায়ে দুর্দান্ত এক শট নেন নেইমার, যা সরাসরি জালে প্রবেশ করে বলে উদযাপন শুরু করেন তিনি। গ্যালারির সামনে দাঁড়িয়ে হাত উঁচিয়ে উল্লাস করেন, যেন নিজের ফিরে আসার ঘোষণা দিচ্ছিলেন।

আরো পড়ুন:

বার্সায় রাশফোর্ড খেলবেন ১৪ নম্বর জার্সিতে

অল-স্টার ম্যাচে না খেলে বিতর্কে মেসি, এক ম্যাচ নিষেধাজ্ঞার ঝুঁকি

কিন্তু বাস্তব ছিল ভিন্ন। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) হস্তক্ষেপে গোল বাতিল হয়ে যায়। কারণ, বলটি সম্পূর্ণরূপে গোললাইন অতিক্রম করেনি। মুহূর্তেই বদলে যায় আবহ। গ্যালারিতে ধেয়ে আসে দুয়ো আর চিৎকার। উত্তেজনার পারদ চড়ায় নেইমারও। ম্যাচ শেষের বাঁশি বাজতেই এক দর্শকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। ভিডিও ফুটেজে দেখা যায়, হাত নেড়ে ক্ষোভ প্রকাশ করছেন নেইমার। সতীর্থরা এসে তাকে থামান। পরে অবশ্য হাসিমুখে আঙুল তুলে শান্তির ভঙ্গিও করতে দেখা যায় তাকে।

এই ঘটনাটি কেবল একটি সন্ধ্যার ঝড় নয়, বরং চলমান এক হতাশার প্রতীক। চলতি মৌসুমে চোটে ভোগা, মাংসপেশির ইনজুরি, লাল কার্ড, এমনকি করোনা সংক্রমণও যেন নেইমারের পথে বিছিয়ে দিয়েছে কাঁটা। তিনি মাঠে থেকেছেন কম, আলোচনায় থেকেছেন বেশি। তাও বিতর্কে।

আর সান্তোস? ঐতিহ্যবাহী ক্লাবটি এখন রয়েছে ব্রাজিলিয়ান লিগের অবনমন অঞ্চলের কিনারায়। টেবিলের ১৭তম স্থানে। ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার আশঙ্কা ঘিরে ধরেছে ক্লাবটিকে। সমর্থকরা নেইমারের ফেরা নিয়ে যে স্বপ্ন বুনেছিল, তা দিনে দিনে যেন ভেঙে পড়ছে বাস্তবতার ধাক্কায়।

একটি গোল বাতিল শুধু স্কোরলাইন বদলায় না, কখনও কখনও তা ফুটবলারের আত্মবিশ্বাস আর ক্লাবের ভবিষ্যতের দিকও ঘুরিয়ে দেয়। নেইমার সেই মোড়েই দাঁড়িয়ে। যেখানে প্রতিভা আর প্রত্যাশার মাঝখানে প্রশ্নচিহ্ন জ্বলজ্বল করছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের ক্ষুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয়রা ফুটবলে জিসানের দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকেন। 

তারেক রহমানের পক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জিসানের গ্রামের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি জিসানের বাবা ও এলাকাবাসীকে এ খবরটি জানিয়ে আসেন।

উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের অটোরিকশাচালক জজ মিয়ার ছেলে জিসান। মাত্র ১০ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের অসাধারণ দক্ষতার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। স্থানীয় চর ঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র সে। 

কখনও এক পায়ে, কখনও দু’পায়ে, কখনও পিঠে ফুটবল রেখে ঘণ্টার পর ঘণ্টা কসরত করে জিসান। দেখে মনে হবে, ফুটবল যেনো তার কথা শুনছে। এসব কসরতের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।

অনলাইনে জিসানের ফুটবল নৈপুণ্য দেখে মুগ্ধ হন তারেক রহমান। তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পক্ষে গতকাল সোমবার বিকেলে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। 

জিসানকে উপহার হিসেবে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন তিনি। এছাড়া জিসানের পরিবারকে আর্থিক সহায়তাও দেওয়া হয়।

জিসানের ফুটবল খেলা নিজ চোখে দেখে মুগ্ধ আমিনুল হক বলেন, “জিসান ফুটবলে ন্যাচারাল ট্যালেন্ট। তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সকল দায়িত্ব নিয়েছেন। তাছাড়া প্রতিমাসে জিসানের লেখাপড়া, ফুটবল প্রশিক্ষণ ও পরিবারের ব্যয়ভারের জন্য টাকা পাঠানো হবে।”

জিসান জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে। নিজ চেষ্টায় সে এসব রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, “আমি বিশ্বাস করতাম, একদিন না একদিন কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।”

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • মুখের অবাঞ্ছিত লোম দূর  করতে ডায়েটে যে পরিবর্তন আনতে পারেন
  • অনুষ্ঠান করে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
  • ‘ক্ষুদে ম্যারাডোনা’ জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান