লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে দীর্ঘদিন ধরে কর্মরত ৩২ জন নিরাপত্তাকর্মীকে অপসারণের চেষ্টার প্রতিবাদে শনিবার (২ আগস্ট) সকালে মানববন্ধন করা হয়েছে। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে বন্দরের আমদানি-রপ্তানির কার্যক্রম বন্ধ থাকে।

এ দিন সকাল সাড়ে ১১টায় স্থলবন্দরের প্রধানগেট বন্ধ করে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে নিরাপত্তাকর্মীরা। আকস্মিক এই কর্মসূচির ফলে বন্দরের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম থমকে যায়, যা ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

বন্দরের নিরাপত্তাকর্মীরা জানান, বুড়িমারী স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে দিনে ২৪ ঘণ্টা বন্দরের ব্যবসায়িক কার্যক্রম, ইয়ার্ডে/মাঠে রাখা পণ্য ও গাড়ির নিরাপত্তার জন্য বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিরাপত্তাকর্মী নিয়োগ দেয়া হয়। তারা তিন শিফটে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিয়ে থাকেন।

আরো পড়ুন:

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ 

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

তবে সম্প্রতি অভিযোগ উঠেছে, নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড বন্দরের নিরাপত্তার দায়িত্ব পাওয়ার পর পূর্বের অভিজ্ঞ নিরাপত্তাকর্মীদের বাদ দিয়ে দালালের মাধ্যমে টাকা নিয়ে ৩২ জন নতুন নিরাপত্তাকর্মীকে নিয়োগ দিয়েছে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, সাধারণত যে ঠিকাদারি প্রতিষ্ঠান নিরাপত্তার কাজটি পায়, তারা স্থলবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সব কর্মীকে পরিবর্তন করে না। পূর্বে এমন ঘটনা ঘটেনি। এবার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান রেডিসন ডিজিটাল টেকনোলজিস লিমিটেড বন্দর কর্তৃপক্ষের কারো সঙ্গে কথা না বলে রাতারাতি সব নিরাপত্তাকর্মীকে পরিবর্তন করতে চেয়েছে, যা অপ্রত্যাশিত।

বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান জানান, স্থলবন্দরের নিরাপত্তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা কাজ করে থাকেন। কোনো পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই হঠাৎ করে সব কর্মীকে পরিবর্তন করার সিদ্ধান্ত অপ্রত্যাশিত। 

বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন বলে জানান।

ঢাকা/সিপন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কর ম ক আমদ ন

এছাড়াও পড়ুন:

বগুড়ায় নৃশংসভাবে বিড়াল হত্যার প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার আদমদীঘি উপজেলায় মাছ খাওয়ায় একটি বিড়ালকে গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং পথপ্রাণী, পোষা প্রাণী ও বন্য প্রাণীর ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে।

আজ শনিবার দুপুরে বগুড়ার সাতমাথা মোড়ে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ—তীর’। এ সময় সংগঠনটির সদস্যরা প্ল্যাকার্ড, পোস্টার হাতে প্রাণী সুরক্ষার দাবি জানান। এ ছাড়া প্রাণী আইন লঙ্ঘন না করার বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে প্রচারপত্র বিলি করেন।

এর আগে গত মঙ্গলবার রাতে আদমদীঘি উপজেলার দত্তবাড়িয়া গুচ্ছগ্রামে বিড়াল হত্যার অভিযোগ ওঠে বুলবুলি বেগম (২৬) নামের এক নারীর বিরুদ্ধে। পরদিন বুধবার তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন। পরে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায়। শুক্রবার বুলবুলি বেগমকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন তীর–এর সভাপতি আশা মনি, সহসভাপতি হৈমন্তী সরকার, সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান।

পুলিশ সূত্র জানায়, কয়েক দিন আগে বুলবুলির বাড়িতে একটি বিড়াল ঢোকে। একপর্যায়ে প্রাণীটি রান্না করা মাছ খেয়ে ফেলে। গত মঙ্গলবার রাতে বিড়ালটি দ্বিতীয় দফায় বুলবুলির ঘরে ঢোকে। এ সময় তিনি ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে ধরে বঁটি দিয়ে গলা কেটে ফেলেন। এভাবে হত্যার পর একটি ধানখেতে ফেলে দেন। বিষয়টি জানার পর প্রতিবেশী ইসাহাক আলীর স্ত্রী শামছুন্নাহার বুধবার সকালে বিড়ালটির ছিন্নভিন্ন দেহ উদ্ধার করে বাড়িতে নেন। মৃত বিড়ালটি বরফ দিয়ে সংরক্ষণের পর তিনি পুলিশে খবর দেন। বিষয়টি জানাজানির পর বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, বিড়াল হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত বুলবুলি বেগম উত্তেজিত হয়ে বঁটি হাতে স্থানীয় লোকজনকে লক্ষ্য করে তেড়ে আসেন এবং কুপিয়ে হত্যার হুমকি দেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ওই নারীকে আটক করে ১৫১ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। বিড়াল হত্যার ঘটনায় থানায় জিডি হয়েছে। তদন্ত প্রতিবেদন আদালতে পাঠানো হবে। আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • বিএনপি নেতা শাহিন শওকতকে মনোনয়ন দেওয়ার দাবিতে শিবগঞ্জে সড়ক অবরোধ
  • ৭ বছর পর হিলি দিয়ে ভারত থেকে এসেছে ২৫ টন আপেল
  • ১১ বছর পর হিলি স্থলবন্দর দিয়ে ফল আমদানি
  • নারায়ণগঞ্জে বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন
  • ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে ১২ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন
  • ববি শিক্ষকের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ সংবাদ প্রচারের অভিযোগ শিক্ষার্থীদের
  • বগুড়ায় নৃশংসভাবে বিড়াল হত্যার প্রতিবাদে মানববন্ধন
  • প্রাথমিকে শারীরিক ও সংগীত শিক্ষক পদ পুনর্বহালের দাবি
  • সড়ক দুর্ঘটনায় আরিফুল, সৌভিকের মৃত্যু হত্যাকাণ্ড কি না, প্রশ্ন জোনায়েদ সাকির
  • নিজস্ব পরিবহন নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন