আড়াইহাজারের সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১০৭ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত।

বিদ্যালয় সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও ১,০০০ টাকা (সর্বনিম্ন) নিবন্ধন ফি জমা দিতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে অতিরিক্ত অনুদানও গ্রহণ করা হবে।

শতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রকাশিতব্য স্মারক গ্রন্থের জন্য বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, গল্প, প্রবন্ধ (অরাজনৈতিক) ইত্যাদি রচনা আহ্বান করা হয়েছে। রচনা জমা দেওয়ার শেষ তারিখও আগামী ৩০ অক্টোবর।

এ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্যালয়ে অথবা সমন্বয়কারী মো.

সেলিমের (মোবাইল: ০১৯১৪-৯৭১৪৬১) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিশেষ প্রয়োজনে মোবাইল: ০১৯১২-৫৯০৩৬৯, ০১৯১২-২৫৬৬৬৬।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

আনন্দ মিছিলে যোগ দেওয়া হলো না যুবদল নেতা মোস্তাকের 

গাজীপুরের কাপাসিয়ায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে যোগ দিতে পারলেন না যুবদল নেতা মোস্তাক আহমেদ (৪৫)। মিছিল শুরুর আগেই তিনি অসুস্থ হয়ে পাড়ি জমালেন না ফেরার দেশে। 

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে অসুস্থ হয়ে পড়েন মোস্তাক। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া মোস্তাক আহমেদ উপজেলার টোক ইউনিয়নের টোক নগর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। তিনি টোক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। পেশায় পরিবহন ব্যবসায়ী মোস্তাক আহমেদ স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

আরো পড়ুন:

কুড়িগ্রামে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের 

কিশোরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু, অসুস্থ ৩

কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু বলেন, “বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে কাপাসিয়ায় আনন্দ মিছিলের আয়োজন করা হয়। টোক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে মোস্তাক মিছিলে অংশ নিতে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বরে আসেন। মিছিল শুরু হওয়ার আগেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।”

তিনি আরো বলেন, “সঙ্গে থাকা নেতাকর্মীরা মোস্তাককে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ততক্ষণে সব শেষ।”

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুরুল ইসলাম বলেন, “হাসপাতালে আনার আগেই মোস্তাক আহমেদের মৃত্যু হয়।”

ঢাকা/রফিক/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ

  • আ.লীগ কর্মীদের প্রবেশ, দুধে ধোয়া হলো বিএনপির অফিস
  • জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে চরফ্যাশনে বিজয় মিছিল, দোয়া মাহফিল
  • হাসিনার বিচার বিএনপি না করলে কারা করবে, প্রশ্ন গয়েশ্বর রায়ের
  • রাবিতে বিজয় ফিস্টের খাবার খেয়ে অসুস্থ ৮৩ শিক্ষার্থী
  • ইবির জুলাই বিপ্লব অনুষ্ঠানে উপেক্ষিত অন্য ধর্মগ্রন্থ পাঠ
  • ৫ আগস্ট রাবিতে কোনো প্রোগ্রাম করেনি ছাত্রদল-বাম
  • ‘২৪ এর রঙে গ্রাফিতি’ প্রতিযোগিতায় দেশ সেরা বড়লেখা সরকারি কলেজ
  • আনন্দ মিছিলে যোগ দেওয়া হলো না যুবদল নেতা মোস্তাকের 
  • ৩৬ জুলাইয়ের অর্জনকে ধরে রাখতে হবে: ডিএসসিসি প্রশাসক