ক্লাসরুমে শিক্ষার্থী ঘুমিয়ে গেলে সম্মান করা হয় যে দেশে
Published: 19th, August 2025 GMT
একবার ভাবুন তো, শ্রেণিকক্ষে ক্লাস চলাকালে কোনো শিক্ষার্থী ঘুমিয়ে পড়েছে, তাহলে কী হবে? শিক্ষক হয়তো ওই শিক্ষার্থীকে ডেকে তুলবেন, ক্লাসরুম থেকে বের হয়ে যেতে বলবেন অথবা কটু কথা শোনাবেন। সেই কথা শুনে হেসে উঠবে ক্লাসের বেশিরভাগ শিক্ষার্থী—সাধারণত এমনই হওয়ার কথা। কিন্তু জাপানে ক্লাসরুমে কোনো শিক্ষার্থী ঘুমিয়ে পড়লে তাকে সম্মান করা হয়।
জাপানের একটি সংস্কৃতি হচ্ছে ‘ইনেমুরি’। এই শব্দের অর্থ হচ্ছে ‘জেগে থাকতে থাকতে ঘুমোনো’ । জাপানি শিক্ষার্থীরা শুধু স্কুলেই নয়— জুকু অর্থাৎ (অতিরিক্ত কোচিং), ক্লাব অ্যাক্টিভিটি, এমনকি পার্ট-টাইম জবও করে থাকে। এর ফলে তারা প্রায়ই ক্লান্ত হয়ে পড়ে। ক্লাসে অনেক সময় কোনো কোনো শিক্ষার্থী ঘুমিয়ে পড়ে। শিক্ষকরা মনে করেন, ক্লাসে ঘুমানো মানে অলসতা নয়। বরং এর অর্থ হলো শরীর বিশ্রাম চাইছে। এই ধারণা থেকেই শিক্ষার্থীদের ঘুম আসলে তাদের ঘুমাতে দেওয়া হয়। আর এটি একধরনের সমাজ-স্বীকৃত ক্লান্তি।
শুধু ক্লাস রুমে নয়, জাপানের অফিসে, ট্রেনে, এমনকি মিটিংয়েও কেউ ঘুমালে তাকে দায়িত্বশীল ও পরিশ্রমী মনে করা হয়।
আরো পড়ুন:
শামুক ধরতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হাউজবোট থেকে পানিতে পড়ে শিশুর মৃত্যু
ঢাকা/লিপি
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট