জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ক্যাম্পাসে অবাধ বিচরণ করছেন সাময়িক বরখাস্ত হওয়া বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী খাতুন। বহিষ্কারের একদিন না পেরোতেই তার এমন উপস্থিতি নিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত তাকে জবির কেন্দ্রীয় শহীদ মিনার, ক্যাফেটেরিয়ার আশেপাশে ও কাঁঠালতলায় ঘোরাফেরা করতে দেখা গেছে। 

আরো পড়ুন:

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকটে পাঠদান ব্যাহত

জবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক বরখাস্ত, ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

শিক্ষার্থীরা বিষয়টিকে প্রশাসনের সিদ্ধান্তের প্রতি প্রকাশ্য অবজ্ঞা হিসেবে দেখছেন। তারা বলছেন, ২৪ ঘণ্টা না যেতেই ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া শিক্ষিকাকে দেখে আমরা হতবাক। এটি তার দায়িত্বজ্ঞানহীনতার প্রমাণ ও প্রশাসনের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড.

মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “তার এ আচরণই প্রমাণ করে, আমাদের বহিষ্কারের সিদ্ধান্ত যথার্থ ছিল। নিষেধাজ্ঞা অমান্য করার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি এবং দ্রুত পদক্ষেপ নেব।” 

তবে সহযোগী অধ্যাপক ফেরদৌসী খাতুনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করলে মিটিং এ আছেন বলে জানান তারা।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে ফেরদৌসী খাতুনকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। আদেশে শিক্ষার্থীদের ক্লাসে জালিয়াতি, মূল্যায়নে স্বেচ্ছাচারিতা, সহকর্মী ও কর্মকর্তাদের হুমকি-ধামকি এবং অশালীন ভাষায় কটূক্তির মতো অসদাচরণের বিষয় উল্লেখ ছিল।

এর আগেও, তার বিরুদ্ধে নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম, ভিন্ন নামে গবেষণা প্রকাশ, নিয়মিত ক্লাস না নেওয়া, ভর্তি পরীক্ষায় দায়িত্বে গাফিলতি, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং সাংবাদিকদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছিল। এসব কারণে বিভাগীয় শিক্ষকরা দীর্ঘদিন ধরে তাকে একাডেমিক কার্যক্রম থেকে প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বরখ স ত বরখ স ত

এছাড়াও পড়ুন:

মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়

বলিউড বাদশাহ শাহরুখ খান। লাইট-ক্যামেরা-অ্যাকশনে এখনো দারুণ সরব। শুধু তাই নয়, বক্স অফিসেও ঝড় তুলছেন তিনি। রবিবার (২ নভেম্বর) ৬০ বছর পূর্ণ করলেন এই অভিনেতা। যদিও তা দেখে বোঝার উপায় নেই।  

শনিবার (১ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় সহকর্মী-ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাহরুখ খান। পাশাপাশি প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্ত ছুটে যান তার বাড়ি মান্নাতের সামনে। এ মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।  

আরো পড়ুন:

শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা

শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?

সারা ভারত তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশে শাহরুখ খানের ফ্যান ক্লাব রয়েছে। ভারতের বিভিন্ন স্থান থেকে ভক্ত-অনুরাগীরা মুম্বাইয়ের মান্নাতের (বাড়ি) সামনে জড়ো হন। শাহরুখের জন্মদিন উপলক্ষে কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়েছেন প্রিন্স সিং ও তার দল।  

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে প্রিন্স সিং বলেন, “আমি কলকাতা থেকে আসছি। আমার সঙ্গে ‘এসআরকে ওয়ারিয়স’ টিম রয়েছে। ৩৩ ঘণ্টা ট্রেন জার্নি করে শাহরুখ খানকে একঝলক দেখার জন্য এখানে এসেছি। আশা করছি, আজকে তিনি একবারের জন্য হলেও দেখা দেবেন। আমরা নিশ্চিত, আজ অথবা কালকে তাকে দেখতে পাব। আমরা অনেক কিছু ম্যানেজ করে এখানে পৌঁছাতে সক্ষম হয়েছি। কারণ হাজার হাজার মানুষ এখানে আসতে চাচ্ছেন। কিন্তু পুলিশ আসতে দিচ্ছেন না।” 

প্রিন্সের মতো হাজার ভক্ত-অনুরাগী মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে জড়ো হন। কেউ প্রিয় অভিনেতার ছবি, কেউ প্ল্যাকার্ড হাতে নিয়ে মান্নাতের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন—“আমরা আপনাকে ভালোবাসি। শুভ জন্মদিন এসআরকে।”  

তবে গতকাল রাতে শাহরুখের দেখা মেলেনি। কারণ শাহরুখ খান এখন বিলাসবহুল মান্নাতে বসবাস করেন না। গত মার্চের দিকে মান্নাত থেকে ৩ কিলোমিটার দূরে অভিজাত একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেন; সেখানেই বসবাস করছেন। কারণ মান্নাতে এখন সংস্কার কাজ চলছে। সংস্কার কাজ শেষ হতে দুই বছর লাগবে বলে জানা গেছে। 

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল রাতে শাহরুখ খান তার ৬০তম জন্মদিন উদযাপন করেছেন আলীবাগের বাসায়। এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির সহকর্মী, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরা। এ তালিকায় রয়েছেন—ফারাহ খান, করন জোহর, রানী মুখার্জিসহ অনেকে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • নাটোরে ঘোড়ার গাড়ি করে শিক্ষকের ‘রাজকীয়’ বিদায়
  • রাজশাহীতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগের ঘোষণা
  • চকবাজারে প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ির শ্রমিক নিহত
  • মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে ভক্তদের ভিড়
  • কেউ কটুক্তি করলে কী করবেন?
  • বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ‌্যে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান পছন্দ হয়নি স‌্যামির
  • মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার