৩৫.৫ ওভার ও ১০ উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে হারাল ইংল্যান্ড
Published: 3rd, October 2025 GMT
ম্যাচটি দক্ষিণ আফ্রিকা বোধ হয় খুব দ্রুতই ভুলে যেতে চাইবে। নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি তারা। আগে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
জবাবে মাত্র ১৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ইংল্যান্ড। এই ম্যাচে দুই দল মিলিয়ে রান হয়েছে ১৪২ (দক্ষিণ আফ্রিকা ৬৯ ও ইংল্যান্ড ৭৩)। যা নারী ওয়ানডেতে ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকার ম্যাচে সম্মিলিতভাবে সর্বনিম্ন।
গুয়াহাটিতে আজ টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা ন্যূনতম দৃঢ়তাও দেখাতে পারেনি। দলের ১০ ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন। সিনালো জাফটা দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান (৮) এসেছে অতিরিক্ত থেকে। মাত্র ২০.
প্রোটিয়া নারীদের অবিশ্বাস্য ব্যাটিংধসে ভূমিকা আছে ইংল্যান্ডের সব বোলারের। ৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লিনসে স্মিথ। আর ২টি করে উইকেট নিয়েছেন ন্যাট শিভার–ব্রান্ট, সোফি একলেস্টন ও চার্লি ডিন। লরেন বেল নেন ১ উইকেট।
ম্যাচ জয়ের পর বিমন্ট ও জোন্সের উদ্যাপনউৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
রাঁধুনি চাই, জিম চাই! বলিউড তারকাদের ধুয়ে দিলেন ইশা
বলিউডে তারকাদের আকাশছোঁয়া চাহিদার কারণে হিন্দি সিনেমার নির্মাণ ব্যয় বেড়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ, প্রযোজক করণ জোহর থেকে বনি কাপুরেরা। এবার মুখ খুললেন ইশা কোপিকার। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করা এই অভিনেত্রী জানালেন, বড় তারকাদের সঙ্গে কাজ করার সময় প্রযোজকেরা প্রায়শই বিশাল খরচের সম্মুখীন হন। কারণ, সিনেমার বাজেটের বড় অংশই চলে তারকার নানা চাহিদা ও অতিরিক্ত সুবিধা মেটাতে।
সাইরাস ব্রোচার পডকাস্টে ইশা বলেন, ‘যদি কোনো অভিনেতা শুটিংয়ে আলাদা রাঁধুনি বা জিম চান, তাহলে প্রযোজকদের উপায় থাকে না। কিন্তু সমস্যাটি সিস্টেমের মধ্যে। কোনো সুপারস্টার ভালো গল্প ও কনটেন্ট ছাড়া হিট সিনেমা বানাতে পারে না। প্রযোজকেরা যখন বড় তারকার সঙ্গে চুক্তি করেন, তাঁরা জানেন—তারকা থাকলে প্রোজেক্টের লগ্নি ফেরত পাওয়া সহজ হয়। তাই তাঁরা অনেক সময় অন্যায় আবদার মেনে নেন। এভাবেই এই জটিল চক্র তৈরি হয়েছে।’
ইশা কোপিকার। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে