হার দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল জার্মানি। সেই হারের কারণেই ২০২৬ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে জার্মানিকে অপেক্ষা করতে হয়েছে বাছাইপর্বের শেষ ম্যাচ পর্যন্ত।

এমনকি গতকাল সোমবার রাতে জার্মানি যদি স্লোভাকিয়ার কাছে হেরে যেত, তবে তাদের চলে যেতে হতো প্লে–অফে। শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু হয়নি। লাইপজিগের মাঠ রেড বুল অ্যারেনায় স্লোভাকিয়াকে গোলবন্যায় ভাসিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে জার্মানরা। এই ম্যাচে জার্মানির জয় ৬–০ গোলে।

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে গোল–উৎসবের শুরু করে জার্মানি। প্রথম গোলটি করেন নিক ভোল্টেমাড। এরপর ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সের্হে নাব্রি। বিরতির আগে ৩৬ ও ৪১ মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪–০ করেন লেরয় সানে। প্রথমার্ধেই মূলত ম্যাচের ফল একরকম নির্ধারিত হয়ে যায়। বিরতির পর ব্যবধান আরও বাড়ায় জার্মানি। ৬৭ মিনিটে রিডল বাকু এবং আসান ওয়েদ্রাগো।

আরও পড়ুনবিশ্বকাপ বাছাই: শতভাগ জয় নিয়েও অপেক্ষায় স্পেন১৬ নভেম্বর ২০২৫

এই জয়ের পর গ্রুপ ‘এ’–তে শীর্ষে থাকা জার্মানির পয়েন্ট ৬ ম্যাচে ১৫। সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্লোভাকিয়ার পয়েন্ট ১২। সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে ব্যর্থ হলেও স্লোভাকিয়ার সুযোগ আছে প্লে–অফ জিতে বিশ্বকাপে যাওয়ার।

বিশ্বকাপ নিশ্চিত করার আনন্দ কোডি গাকপোদের.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে দেশে ফিরবেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

পাকিস্তানে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি এ টুর্নামেন্টের অন্য দল জিম্বাবুয়ে। গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, ত্রিদেশীয় এ টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো। অসুস্থতার কারণে এই দুই ক্রিকেটার দেশে ফিরবেন বলে জানায় এসএলসি।

এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়। এ সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকেও দলে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক চারিত আসালাঙ্কা

সম্পর্কিত নিবন্ধ