পাকিস্তানে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি এ টুর্নামেন্টের অন্য দল জিম্বাবুয়ে। গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, ত্রিদেশীয় এ টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো। অসুস্থতার কারণে এই দুই ক্রিকেটার দেশে ফিরবেন বলে জানায় এসএলসি।

এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়। এ সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকেও দলে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক চারিত আসালাঙ্কা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আস ল ঙ ক

এছাড়াও পড়ুন:

পাকিস্তান থেকে দেশে ফিরবেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার

পাকিস্তানে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি এ টুর্নামেন্টের অন্য দল জিম্বাবুয়ে। গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, ত্রিদেশীয় এ টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো। অসুস্থতার কারণে এই দুই ক্রিকেটার দেশে ফিরবেন বলে জানায় এসএলসি।

এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়। এ সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকেও দলে নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক চারিত আসালাঙ্কা

সম্পর্কিত নিবন্ধ