ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে শর্টগানসহ গ্রেপ্তার ৬
Published: 18th, November 2025 GMT
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে একটি পামঅয়েল বোঝাই ট্রাকের গতি রোধ করে ডাকাত সন্দেহে শর্টগানসহ ছয় জনকে গ্রেপ্তার করেছে যমুনা সেতু পূর্ব থানা পুলিশ।
সোমবার (১৭ নভেম্বর) ভোর রাতে মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পামঅয়েল বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৭৫৭৯) মহাসড়কের হাতিয়া অংশে পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো গ-৪৩-৫৪৮৬) এবং একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঘ-২১-৭৬৯৯) দিয়ে ট্রাকটির গতি রোধ করা হয়। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন।
এক পর্যায়ে সন্দেহ হলে প্রাইভেটকার ও পাজেরোতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি লাইসেন্সকৃত শর্টগান, ছয়টি সিসা কার্তুজ, একটি লেজার লাইট, দুটি সিগন্যাল লাইট, চারটি শর্ট ওয়াকিটকি ও দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়। পরে তিনটি গাড়ি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন, “পাবনা উপজেলার চকধুবুলিয়া গ্রামের আকবরের ছেলে আকাশ মিয়া (২৫), ঢাকা জেলার সাভার উপজেলার নুরুল ইসলামের ছেলে জাহিদুল (৩৪), পাবনা সদর উপজেলার নয়নামতি গ্রামের রেজাউলের ছেলে রহিম (১৯), চট্টগ্রাম জেলার আকবরশাহ উপজেলার লতিফপুর গ্রামের বদিউল আলমের ছেলে নাজিম উদ্দিন (৩০), একই জেলার কর্ণফুলী উপজেলার বাবুল লালের ছেলে সুমন মিয়া (৩৫) ও পাবনা সদর উপজেলার রাধানগর চক জায়েনপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মারুফ হোসেন (৩০)।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাতির ঝুঁকি মোকাবিলায় আমরা প্রতিনিয়ত টহল জোরদার রেখেছি। এরই অংশ হিসেবে সোমবার ভোর রাতে মহাসড়কে সন্দেহজনকভাবে চলাচল করায় তিনটি গাড়ি থামানো হয়। তল্লাশিতে একটি প্রাইভেটকার ও একটি পাজেরো থেকে শর্টগান, কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হওয়ায় ছয়জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়।”
ঢাকা/কাওছার/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র স মব র
এছাড়াও পড়ুন:
পাকিস্তান থেকে দেশে ফিরবেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার
পাকিস্তানে টি–টোয়েন্টি সংস্করণে ত্রিদেশীয় টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ। স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কার পাশাপাশি এ টুর্নামেন্টের অন্য দল জিম্বাবুয়ে। গতকাল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানায়, ত্রিদেশীয় এ টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা ও পেসার আসিতা ফার্নান্দো। অসুস্থতার কারণে এই দুই ক্রিকেটার দেশে ফিরবেন বলে জানায় এসএলসি।
এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধিনায়ক চারিত আসালাঙ্কা ও ফাস্ট বোলার আসিতা ফার্নান্দো অসুস্থতার কারণে দেশে ফিরবেন। পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারবেন না এই দুই খেলোয়াড়। এ সতকর্তামূলক পদক্ষেপের কারণে ভবিষ্যৎ দায়িত্বে ফেরার আগে তাঁরা পর্যাপ্ত চিকিৎসা ও সময় পাবেন।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসালাঙ্কার অনুপস্থিতিতে ত্রিদেশীয় টুর্নামেন্টে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন পেস বোলিং অলরাউন্ডার দাসুন শানাকা। বদলি হিসেবে স্পিন বোলিং অলরাউন্ডার পবন রত্নায়েকেও দলে নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি অধিনায়ক চারিত আসালাঙ্কা