ফেসবুকে ‘বিকৃত ছবি’ শেয়ারের জেরে চাঁদপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১০
Published: 3rd, October 2025 GMT
ফেসবুকে বিএনপির দুজন কেন্দ্রীয় নেতার ‘বিকৃত ছবি’ শেয়ার করার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে দলটির নেতা–কর্মীদের সঙ্গে জামায়াতের নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কাজী জসিম বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ইউনিয়ন জামায়াতের আমির ইলিয়াস হোসেন নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিএনপির ওই নেতার বিকৃত ছবি শেয়ার করেন। আজ সকালে এ বিষয়ে জানতে গেলে বিএনপির নেতা-কর্মীদের ওপর জামায়াতের নেতা–কর্মীরা অতর্কিত হামলা চালান।
হামলায় আহত ইউনিয়ন যুবদল নেতা নেছার আহম্মেদ বলেন, ‘হামলায় আমাদের কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন জামায়াত নেতারা। হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোজাম্মেল হোসেন বলেন, গতকাল রাতেই ওই ফেসবুক পোস্ট ডিলিট করা হয়েছে। এ বিষয়ে ইলিয়াস হোসেন ফেসবুকে দুঃখ প্রকাশ করে আরেকটি পোস্টও করেছেন। এরপরও তাঁকে নিয়ে একটি বৈঠকের প্রস্তুতি নেন মসজিদ কমিটির লোকজন। ওই সময় বিএনপির নেতা–কর্মীরা ইলিয়াসের ওপর হামলা চালান। প্রতিরোধ করতে গিয়ে জামায়াতের ১০–১২ জন নেতা–কর্মী আহত হন।
একই কথা জানান ইলিয়াস হোসেনও। তিনি বলেন, ‘ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই ছবি অসাবধানতাবশত শেয়ার হয়েছে। বিষয়টি কয়েকজন জানানোর পর ডিলিট করেছি। এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে পরে দুঃখও প্রকাশ করেছি।’
এ ঘটনার পর এলাকাটিতে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘জামায়াত ও বিএনপির মারামারির ঘটনায় ৮–৯ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র ফ সব ক উপজ ল
এছাড়াও পড়ুন:
‘খুব শিগগির পাবনা-ঢাকা সরাসরি রেল চলাচল শুরু হবে’
খুব শিগগির ঢাকা-পাবনা সরাসরি রেল চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম শোভন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার বেড়া উপজেলার ঢালারচরের খাস চরে এক সমাবেশে এ তথ্য জানান তিনি।
এর আগে বেড়া উপজেলার খয়েরচর, ঢালারচর, কাজীরহাট সরেজমিন পরির্দশন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক ও বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম শোভন।
আরো পড়ুন:
নতুন সূচিতে সেবা, ট্রেন পাওয়া যাবে সোয়া ৪ মিনিট পরপর
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
এ সময় তাদের সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন সরকারি বেসরকারি ও রাজনীতি দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ দুই সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু, জ্বালানি ব্যয় ও সময় হ্রাস এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থার নিশ্চিত করার জন্য কাজিরহাট ফেরিঘাট-খয়েরচর চালু করা, সংশ্লিষ্ট অন্যান্য সংযোগ সড়ক চালুর প্রস্তাব, ঢালার চর থেকে পদ্মা রেল সেতুর সঙ্গে সংযুক্ত করার জন্য ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইসহ বেশ কয়েকটি প্রস্তাবিত প্রকল্পস্থল সরেজমিন পরির্দশন করেন।
পরে দুই সচিব সাংবাদিকদের বলেন, প্রকল্পস্থল সরেজমিন পরিদর্শন করে তাদের নতুন অভিজ্ঞতা হয়েছে। মানুষের দাবি এবং তাদের অভিজ্ঞতা সরকারের নীতিনির্ধারণী মহলে জানানো হবে। তবে এখানে অনেক আশার আলো রয়েছে বলে তারা জানান।
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, ‘‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের আগে পাবনা-কাজীরহাট-দৌলতদিয়া দ্বিতীয় যমুনা সেতু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি এলাকার মানুষ মনে রেখে এখনো আশায় বুক বেধে আছে। আমরা মানুষের প্রত্যাশার কথা সরকারের কাছে তুলে ধরতে এই সরেজমিন পরির্দশনের অনুরোধ করেছি। আশা করছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা মানুষের পালস বুঝে কর্তৃপক্ষের কাছে তাদের প্রস্তাবনা তুলে ধরবেন। আশা করি এ সব প্রকল্প দ্রুত বাস্তবায়ন হবে।’’
ঢাকা/শাহীন/বকুল